নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

এই ভাষা কি কোনও সভ্য সাংবাদিকতার চেতনাসম্পন্ন ভাষা হতে পারে?

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩১

আপনি কি কল্পনা করতে পারেন দৈনিক ইত্তেফাকের হেডলাইন, 'শেখ মুজিবের মৃত্যুতে লাভ, আওয়ামী লীগের নিরংকুশ বিজয়', বা দৈনিক ইনকিলাব এ, 'এরশাদের মৃত্যুতে লাভ, জাতীয় পার্টি ৮৬টি আসনে জয়ী'? অথবা কেমন লাগবে যদি আনন্দবাজার পত্রিকায় ৩ ইঞ্চি ৮ কলামে, 'জিয়াউর রহমানের মৃত্যুতে লাভ, বিএনপির ভূমিধস বিজয়' নামের টাইটল(title) দেখেন?

অসুস্থতা!

এটাই বা কেমন লাগবে, 'সম্পাদক সাইফুল আলমের মৃতুতে লাভ, যুগান্তর এখন একটি লাভজনক পত্রিকা'?

খুবই বমিকর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪২

নতুন বলেছেন: এরাও চেতনা বিক্রি করে খায় তাই জাপানিরাও তাই করেছে বলে ভেবে নিয়েছে। :|

২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৪

ডাব্বা বলেছেন: খেয়াল করে দেখবেন এমন আরো অনেক হেডলাইন পাবেন। কী অবস্থা!

২| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: প্রশ্ন ফাঁস জেনারেশন এর চেয়ে ভালো শিরোনাম কিভাবে লিখবে!!

২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৪

ডাব্বা বলেছেন: ভালো বলেছেন।

৩| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওভাবে লেখা ঠিক হয়নি।

২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৫

ডাব্বা বলেছেন: মান কোথায় নেমেছে দেখুন।

৪| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬

বিটপি বলেছেন: তবে এটা কিন্তু ঠিক যে বঙ্গবন্ধু বা জিয়া নিহত না হলে তাদের দলের কোন অস্তিত্বই থাকত না। তারা জীবন দিয়ে দলের অনেক উপকার করে গেছে। তবে এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টির কোন লাভ হয়নি। এ দলটা বরঞ্চ আরো অচ্ছুৎ হয়ে গেছে।

২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৮

ডাব্বা বলেছেন: আমার ও তাই মনে হয়।

৫| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাংঘাতিকদের কথা বলে লাভ নেই। এই প্রজাতি নষ্ট হয়ে গিয়েছে। ২/১ জন আলাদা...

২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:০২

ডাব্বা বলেছেন: নতুন আতাউস সামাদরা কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.