নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোকা মাকড়ের অস্তিত্ব নিয়ে কিছু দিন বেঁচে থাকা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

সাঈফ শেরিফ

আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |

সাঈফ শেরিফ › বিস্তারিত পোস্টঃ

এ নষ্ট সময়ে সন্ন্যাসবাদঃ বেচে থাকার শুদ্ধতম অনুভূতি গুলো

০১ লা জুলাই, ২০০৭ দুপুর ২:২২

বারবার চিন্তা করে দেখলাম। টাকা, নারী, মাদক। কতটা স্বার্থান্ধ হতে পারে মানুষ।



চির পরিচিত বাবা মার মুখ গুলো হারিয়ে যায় অজ্ঞাত কোন নারীর কামনার টানে। দুর্নীতির টাকায় ফুলে ফেপে ওঠে নরমাংস ভোজী মানুষের মেদ গুলো, তাদের প্রাণপ্রিয় অর্থগৃধ্নু স্ত্রীর পেটে জমে ওঠে দুই তিন পরত চর্বির লেয়ার।



ভদ্র লোকের কুতসিত রূপ দেখে ক্লান্ত। বাবার বয়সী লোক হা কের গলাধঃকরণ করছে পথ ধরে বেণী দুলিয়ে চলে যাওয়া কোন সুবেশী ষোড়শী। আমি ক্লান্ত, আমি জানি পুরুষের ঐ আপাত নিরীহ চাহুনীর কি কুতসিত মর্ম।



কি দরকার তাদের ওড়নাটার গলায় পেচিয়ে ঘুরার? নষ্ট পুরুষের ললুপ দৃষ্টিকে উস্কে দেয়া। নারীরা কি এতটা কুতসিত ভাবে তাকায়, ভাবতে পারে কোন পুরুষকে?



অবাক হয়ে দেখি। কি দরকার ২০,০০০ টাকার মুঠোফোন কিনার নেশা করা, বাবা যেখানে মাসের ১০,০০০ টাকার চাকুরে?



একটা নষ্ট সময় মুঠোফোনে ভর করে নারী-পুরুষকে নিয়ে আসছে খুবই কাছে, একটা অজাচারময়, বহুগামী সংস্কৃতির আবাহন। আমরা ভাবিনা আমাদের ভবিষ্যত বংশধরদের কথা, আমরা ভাবিনা আমাদের এই নষ্টামির কথা গুলো অনাগত সন্তানেরা কিভাবে নিবে।



প্রেম-ভালোবাসার আপাদ-মস্তক জৈবিক অন্ধকার জগতে কেবই স্বার্থপরতা, লোভ, অবাস্তব বাদ আর ছেলেমানুষী পাগলামী। যার পরিণতিটা হয় ফাসির ওড়না, মরণঘাতি মাদক।



কত প্রচন্ড সম্ভবনাময় অস্তিত্বকে পৃথিবীর বুক হতে মুছে যেতে দেখেছি, আমি ক্লান্ত। এ নষ্ট সময়ে আমার সন্ন্যাসবাদের আজন্ম লালিত অনুভূতিতে আজ কর্কট রোগ, আমি আজন্ম হতাশাবাদী। আমি একা ঘুরে দাড়ানোর মত কোন বিপ্লবী নই।



ভিন্ন গ্রহের বাসিন্দার মত একটা ইন্দ্রীয়পরায়ণ, ভোগবাদী সমাজের সাথে যুদ্ধ করে বেচে থাকাটা আজ ভীষণ দাহের, আমি আজ মানসিক বিকারগ্রস্থ, অনিশ্চিত, আশংকিত ভবিষ্যতের মুখোমুখি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩

অন্যআনন বলেছেন: এতো হতাশ হলে চলবে?

২| ০১ লা জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩

হেমায়েতপুরী বলেছেন: be optimistic.
i think u r too attacking.
asole ei osthir somoyer dodullomanotae amra sobai didhagrosto...

৩| ০১ লা জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩

শাওন বলেছেন: চিন্তা করা কঠিন এই রাজত্যবাদের পিশাচ । কষ্টের বাঁধ ভেঙে গড়িয়ে আসা নোনতা পানির ঢেও ।

৪| ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৩:০৮

মাহমুদ রহমান বলেছেন: লেখাটা খুবই সুন্দর। কিন্তু অনুভূতিগুলো ভীষণ হতাশাজনক। সন্ন্যাসবাদ ছাড়াও টানেলের শেষ মাথায় আলো দেখা যায়, যদি কিনা টানেলটা খুঁজে পান।

৫| ০১ লা জুলাই, ২০০৭ বিকাল ৩:১১

মৈথুনানন্দ বলেছেন: পাঁকাল মাছ মন করে স্টাডি করুন - এর চেয়ে ভালো উদাহরণ আর হয়না - আজকের দিনে কি করে সার্ভাইভ করতে হয়।

৬| ০২ রা জুলাই, ২০০৭ রাত ৩:৩২

ভেতো বলেছেন: বাবা চেরিপ, মাথা ঠান্ডা রাখার যে ওষুধ গুলো দিয়েছিলাম, সেগুলা কি নিয়মিত খাচ্ছনা?

৭| ০৪ ঠা জুলাই, ২০০৭ সকাল ১০:২৭

ফজলে এলাহি বলেছেন: লেখাটা ভাবনা জাগায়। আর মাহমুদ রহমানের মন্তব্যটা চমৎকার লেগেছে।
========
পাপ মানুষের অস্তিত্বের সাথে মিশে, তাই তো ক্ষমার পবিত্রতা বিদ্যমান রেখেছেন আল্লাহ্। সন্নাসবাদ এক স্বার্থপরতার নাম। নষ্ট সমাজকে যদি কেউ বুঝতে পারে, তো তার উচিত সংস্কারের কাজে হাত দেয়া (অবশ্যই সাধ্যানুযায়ী); পরন্তু যদি সে পালাতে চায় মহামারী এলাকা থেকে তো তার চেয়ে বড় স্বার্থপর আর কে হতে পারে?
====
আশার লেখা চাই @ সাঈফ শেরিফ ।

৮| ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

সামেদি মেডিভ বলেছেন: With flesh of the living, comes lust,with lust comes sin & with sin comes destruction.

Our soul is the way to get to our body & our body is the way to get to our soul. This chain is broken when we let our desires guide us.Usually, ordinary people are even not aware of the fact that they might fall prey to their desires & even if they do they deny to accept it.Therefore, we must accept the fact that not many people can deny/kill their desires.

ভাল থাকবেন।
আল্লাহ হাফিয।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.