নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোকা মাকড়ের অস্তিত্ব নিয়ে কিছু দিন বেঁচে থাকা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

সাঈফ শেরিফ

আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |

সাঈফ শেরিফ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি কখনও বলি, " মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে...."

২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৩

এ কথা সংশয় ছাড়াই বলা যায় যে বর্তমান সরকার এবং তার ছাত্রসংগঠনই মুক্তিযুদ্ধের সুযোগ্য, একমাত্র, এবং আন্তরিক পৃষ্ঠপোষক ও ধারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু---স্বাধীনতাযুদ্ধে এক ও অদ্বিতীয় শ্লোগান।



কিন্তু



সরকার দলের সমর্থকরা যখন জয় বাংলা শ্লোগান তুলে ব্যালট বাক্স ছিনতাই করে, জাল ভোট দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে, আমরা কি বলি



"মহান মুক্তিযুদ্ধের নামে নৈরাজ্য?"



সরকার দলের নেতারা যখন জয় বাংলা শ্লোগান তুলে নিজ দলের নেতাকর্মীদের হত্যা করে, ছাদ থেকে ফেলে দেয়, কুপায়, আমরা কি তখন বলি



"মহান মুক্তিযুদ্ধের নামে খুন, রক্তপাত?"



সরকার দলের নেতারা, ছাত্র, শিক্ষকেরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে থাকার সুযোগ, সুবাদে জাবিতে ধর্ষণ করে, আমরা কি তখন বলি



"মহান মুক্তিযুদ্ধের নামে ধর্ষণ, নারী নির্যাতন?"



সরকার দলের অর্থ মন্ত্রী যখন বলেন ঘুষ খাওয়া অবৈধ নয়, সেটি বরং স্পিড মানি হিসেবে অর্থনীতির জন্য ভাল, আমরা কি তখন বলি



"মহান মুক্তিযুদ্ধের নামে চুরি, দুর্নীতি?"



সরকার দলের নেতারা যখন ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদন্দ্বিতায় ও ভোট সংসদ জবর দখল করে, আমরা কি তখন বলি



"মহান মুক্তিযুদ্ধের নামে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হত্যা ?"





আমরা ভুলেও বলিনা। কিন্তু দেড় বিলিয়ন বিশ্বাসীর উপর, তাদের ধর্মের উপর, তাদের সম্মানের উপর গুটি কতেক সন্ত্রাসীর কুকর্মের দায় চাপিয়ে বলি,



"পবিত্র ধর্মের নামে হত্যা, সন্ত্রাসবাদ।"



তার মানে আমরা বিশ্বাস করি 'মহান মুক্তিযুদ্ধ' কখনও অন্যায়ের ইন্ধন হতে পারেনা,কিন্তু 'পবিত্র ধর্ম' যেকোন সময়, যেকোন পাপের ইন্ধন যোগায়।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: কমেন্ট মুছেন কেন? যদি ডিসকোর্স ই না করতে চান তাহলে পোস্ট না করলেই হয়

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

সাঈফ শেরিফ বলেছেন: লেখাটার প্রসঙ্গ-পয়েন্টে আসুন । চিৎকার, চেচামেচি, ঘৃণার জ্বালা যন্ত্রণা প্রকাশ সব জায়গায় চলেনা।

আর যে ধরনের অফেন্সিভ চালান সেগুলো সচলায়তন-আমার ব্লগেই বরং বেশি মানায়। ৭-৮ বছর আগে ওসব ব্যক্তি-আক্রমণ গালাগাল চলতো। ৮ বছরে কম তো দেখিনি।

জাবি প্রসঙ্গ ভুলে গেলেও আওয়ামীলীগ আর ছাত্রলীগের ধর্ষণ একটি লাগাতার প্রসঙ্গ । গুগলে 'ছাত্রলীগ ধর্ষণ' শব্দ দুটো পাশাপাশি লিখে দেখুন না।

আওয়ামীলীগ আর ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা মানেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লিখে যাওয়া এটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী ধারণা। ১৯৭১ এ জামাতের ধর্ম ভিত্তিক অনাচার দেখে অনেকেই যেমন নাস্তিক হয়ে যেতে পারেন, ২০১৪ এ এসে নতুন প্রজন্ম এই আওয়ামীলীগকে দেখে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তেমনি বিরক্ত-বিতশ্রদ্ধ করে তুলতে পারে।

কেউ যখন খুব ঘটা করে মুক্তিযুদ্ধের গল্প বলতে আসে আমার চোখে ভাসে শামীম ওসমানের চেহারা, জয়নাল হাজারীর চেহারা, সৈয়দ মহসীনের চেহারা, মন্ত্রী নাহিদের চেহারা, লতিফ সিদ্দিকির চেহারা, সাহারা খাতুন আর মখা আলমগীরের চেহারা, সালমান এফ রহমানের চেহারা । আমার অনুরোধ একটাই মুক্তিযুদ্ধের সম্মান যদি নিজেদের কাজে-চরিত্রে না রাখতে পারেন, প্লিজ ঔ চেতনাকে দলের সম্পত্তি বানিয়ে ব্যবসা করবেন না।


সরকারের কুকর্মকে ঢাকতে কথায় কথায় ৩০ লক্ষ শহীদ আর ৩ লক্ষ ধর্ষিতার দোহাই পাড়াটা অশুভ। আওয়ামী বিরোধিতার মাঝে জামাত লুকিয়ে আছে এভাবে দেখা হলে বরং নিজের নাগরিকত্ব বাতিলের অনুরোধ করবো।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: আমরা বিশ্বাস করি 'মহান মুক্তিযুদ্ধ' কখনও অন্যায়ের ইন্ধন হতে পারেনা, কিন্তু 'পবিত্র ধর্ম' যেকোন সময়, যেকোন পাপের ইন্ধন যোগায়।

আমাদের প্রতিদিন এমন করে তালিম দেয়া হয়...

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

সাঈফ শেরিফ বলেছেন: লেখাটির সারসংক্ষেপ এই একটা বাক্যই । ধন্যবাদ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৯

কলাবাগান১ বলেছেন: গুগুলে শিবির লিখে দেখেন কি পান জানাবেন...... যারা বাংলাদেশের স্বাধীনতাই চায় না তারা এটা ওটা বলে সারাক্ষন ই থাকে কিভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা যায়.......। জাবিতে এক কুলাংগার ধর্ষন করেছিল?? সেই কুলাংগার কি এখন সরকারের কোন মন্ত্রী???? কিন্তু এখনও জামাতি রাজাকার রা সেই ঘটনা বলতে বলতে মুখের ব্যাথা হয়ে গিয়েছে তাও তাই এটা নিয়ে ই পড়ে আছে.......

আপনি যেমন ধর্মের সাথে মুক্তিযুদ্ধ কে মিলালেন....(অকারনে)..... সে ভাবেই আমরা যারা ১৯৭১ এর জামাতিদের ধর্মের কথা বলে বাংলা-মায়েকে ধর্ষন করেছিল, তাদের কে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ টা ও দিতে চাই না

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬

সাঈফ শেরিফ বলেছেন: ছাত্রলীগের কুকর্মের সাফাই গাইছেন আড়াল করছেন শিবির প্রসঙ্গ তুলে। আপনি কি সরকার দলের সমর্থক? আমার আট বছরে লেখা শতাধিক পোস্ট আছে এই ব্লগে, ঘুরিয়ে ফিরিয়ে জামাত-শিবির প্রসঙ্গ এনে জল ঘোলা করছেন। আমি কি কোথাও জামাত-শিবিরের সাফাই গেয়েছি, না জামাত-শিবিরকে সরকারের চেয়ে বেটার কিছু প্রমাণ করার চেষ্টা করেছি।

আপনাদের সমস্যা হলো ইজরায়েলিদের মত । ইজরায়েলের কুকর্ম নিয়ে কেউ কথা বললেই তাকে নাৎসি বাহিনীর দালাল, খুনি, ধর্ষক বলে কলঙ্কিত করতে শুরু করে । আপনাদের ব্যাপারে কিছু বললেই ৩০ লাখ, ২ লাখ সংখ্যা গুলো এনে ম্যানিপুলেট করে জনগণকে বিভ্রান্ত করতে থাকেন।

আমার আগের পোস্টটি পড়ুন, "এই গণহত্যার দায় তবে ধর্মেরও"ঃ

মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ নয়, বরং মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধর্মকেই প্রশ্নবিদ্ধ করতে চায়, সব হত্যা বর্বরতার পিছে ধর্মকেই দায়ী করে, সেটাই তুলে ধরছি। এই পোস্টটির মূল সুর সেখানেই ।

একটা অপরাধ হলে তার পিছনে কাকে দায়ী করবেন সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিমতাদর্শ । ধর্মকে পুজি করে যদি ব্যবসা, অন্যায় হতে পারে, মুক্তিযুদ্ধকে পুজি করেও সেটা হতে পারে। এটা আমরা উপলব্ধি করিনা্ ।

জামাত না হয় ধর্মের ধুয়া তুলে ধর্ষণ করেছিল, পাকিস্তান হানাদাররাও কি ধর্মের ধুয়া তুলেছিল? কিংবা পিকিং পন্থী কমিউনিস্ট পার্টি? কিংবা মদ্যপ, নারী লোভী ইয়াহিয়া খান কি ধর্মের ধুয়া তুলে তার সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছিল?

ধর্মকে যত সহজে দায়ী করতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনাকে পারেন এ যাবৎকালে আওয়ামীলীগের করা সব কুকর্মের জন্য দায়ী করতে?

যুদ্ধ করে যখন দেশটা জিতেছেন, দেশের মাটি শুধু আপনাদেরই থাকুক, ইজরায়েলিদেরই থাকুক, বাংলাদেশে জন্মালেই তাকে বাংলাদেশি বলা যায়না, তাকে একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো অনুসরণ করে বিবেক নির্মাণ করতে হয়। আমি ভিন দেশের নাগরিকত্বের চেষ্টা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.