নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোকা মাকড়ের অস্তিত্ব নিয়ে কিছু দিন বেঁচে থাকা

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

সাঈফ শেরিফ

আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |

সাঈফ শেরিফ › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ ভাবনা-প্রশ্ন-১

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:২২

তার মানে বলতে চাইছেন পাকিস্তানে কোনো নাস্তিক-নিরীশ্বরবাদী নেই ।অথবা নাস্তিক, নিরীশ্বরবাদীরা কখনোও পাকিস্তানপন্থী হতে পারেনা ? পুরো একটা জাতির ব্যাপারে সরলীকরণ না করেও বলতে পারেন পাকস্তানি মুসলিমরা খারাপ, হিন্দু-খ্রিস্টান-শিখরা সে অর্থ খারাপ নয়। পাকিস্তানের হিন্দুরা কি তাদের দেশকে ভালোবাসে? বাসতে পারে?

বাংলাদেশের একজন ধর্মভীরু এবং পাকিস্তানি একজন ধর্মভীরুর মাঝে বিরাট তফাৎ আছে। সঠিক করে বলতে পাকিস্তানে কোন ধর্মভীরু নেই, যারা আছে সবাই ধর্মান্ধ । আরো পরিস্কার করে বলতে পাকিস্তানিরা ধর্মকে অন্ধের মতই পালন করে। বাংলাদেশের মানুষ সেইভাবে অন্ধ নয় বলেই তারা সভ্য, শান্তিপূর্ণ ।

সমস্যাটা হয়েছে ধর্মে এবং তার ভুল ব্যবহারে। স্বৈরশাসক ইয়াহিয়ার মদপান, বহুগমন, ব্যভিচার কিংবা পাকিস্তানিদের জনক জিন্নাহর কথিত শুয়োরের মাংস ভক্ষণের পরেও পাকিস্তানিরা ধর্মান্ধ, জঙ্গি, এবং উগ্র-মৌলবাদী। শুয়োর খেকো, মদ্যপ-ব্যভিচারী শাসক ও তার সেনাবাহিনী পবিত্র ধর্মের নামে ধর্ষণ-গণহত্যা করেছিল । এর জন্য দায়ী মদ-শুয়োর ভক্ষণ না ধর্ম? না দুটোই?

মদ-শুয়োর-ব্যভিচার ভিত্তিক ধর্মীয় উগ্রতা বা জঙ্গিবাদের বিপরীতে উদার-প্রগতিশীল-ধর্মনিরপেক্ষ ধর্ম পালনের ভিত্তি থেকে ৯ মাস যুদ্ধ হয়। ফয়সালা হয় রাষ্ট্র সব ধর্মের পৃষ্ঠপোষক হবে, কিন্তু কোন ধর্মকে ধারণ করবেনা। রাষ্ট্রযন্ত্রে ধর্ম চেপে বসলে সেটা ভিন্ন ধর্মের জন্যই নিপীড়ণমূলক শুধু নয়, সেটা শাসকদের মদ-শুয়োর-ব্যভিচার প্রবণ করে তুলতে পারে। ধর্মের কুপ্রভাবটা এমনি। অথবা সব কিছু ছাপিয়ে গ্রহণযোগ্য ফতোয়া দেয়া যায় যে তালেবানরা কাফের কারণ তারা শিশু বলাৎকার করে এবং পপি চাষ করে জীবিকা নির্বাহ করে।

আমেরিক্যান ছেলেটি যখন বাংলাদেশি ছাত্রটিকে ১৯৭১ সালের যুদ্ধের কারণ জানতে চাইলো, তার উত্তর ছিল --ধর্ম। এর কারণ হতে পারে ১৯৭১ এর শত্রু হিসেবে দাড়ি-টুপিওয়ালা ধর্ষক-খুনিদের যত চিনেছি, তার বিপরীতে মদ্যপ-ব্যভিচারি ইয়াহিয়া খানের জাতীয়তাবাদকে সেভাবে পাঠ করার সুযোগ হয়নি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫

খেলাঘর বলেছেন:

পাকিস্তান এলাকায় নিজেদের সংস্কৃতি আছে, ওরা ভয়ংকর টাউট ও দুস্ট জাতি।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

সাঈফ শেরিফ বলেছেন: আরো গভীর বিশ্লেষন চাচ্ছি? কেন তারা দুষ্ট? ভূগোলের দোষ, না তাদের ধর্মের দোষ? একই সীমান্তে থাকা ভারতীয়রা তো এত দুষ্ট না। তাহলে বোধ হয় ধর্মই তাদের দুষ্টামির কারণ ?

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

আমি তুমি আমরা বলেছেন: পাকিস্তানীরা ভয়াবহ রকমের নিকৃষ্ট জাতি। ধর্ম এজন্য দায়ী নয়, দায়ী তাদের মানসিকতা।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১২

সাঈফ শেরিফ বলেছেন: আমি খুব পরিস্কারভাবে নিকৃষ্ট মানসিকতার উৎস জানতে চাচ্ছি। পাশাপাশি থেকে ভারতের মাঝে তো সেই মানসিকতা আসেনি। ভূখন্ড, সীমান্ত কি সেই মানসিকতা তৈরি করে?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩

খেলাঘর বলেছেন:


প্রতিটি জাতি সময়ের সাথে, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি মিলে নিজকে গড়ে তোলে; পাকীরা দুস্ট জাতিতে পরিণত হয়েছে, সব মিলে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ২:০৮

সাঈফ শেরিফ বলেছেন: এগুলো তো সাদাসিধে কথা হলো মশাই । আমি দুষ্টামির পিছে নৃতাত্ত্বিক কারণ বা সূত্রটা জানতে চাই। পাঞ্জাবি হয়েও ভারতের পাঞ্জাবরা এত উদার আর পাকিস্তানি পাঞ্জাবরা সীমান্তের ওপাশে কেন এত বর্বর এটা বুঝতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.