![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
আছে নাকি ভাই, ভিনদেশি পাসপোর্ট?
বড্ড দরকার আজ, স্রেফ বৈধতার বই
নাগরিক নিরাপত্তা, সম্মানের জন্যই লাগে।
ভোটাধিকার প্রয়োজন নেই!
হবে নাকি বিদেশী পাসপোর্ট?
নিজ দেশে আমি অপরাধী, সন্ত্রাসী
আমার বিশ্বাসের কারণে,
আমার মতাদর্শের কারণে
ওরা তুলে নিয়ে গুম, খুন করবে
ধর্মের পাপে দাড়ি ছিড়ে ফেলবে।
হবে নাকি বৈধ কাগজ
আরো পাঁচটি বছর বিদেশে থাকা?
আট বছর প্রবাসে দিনমজুর আছি!
বাংলা তো একটা দলের দেশ
ঠিক সৌদীর সৌদ পরিবারের মত ।
একটা সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদ ভুলে গেলেই
আপনি নাগরিক নন, নাগরিক অধিকার হারাদের
সম্পত্তি বাজেয়াপ্ত হয়, ঘর-বাড়ি দখল করে।
সম্মান নিয়ে বাঁচতে হলে সেই দল করো
দেশপ্রম করো সেই দলের রোদ চশমা দিয়ে।
হবে নাকি নির্বাসন, রাজনৈতিক আশ্রয়?
বাংলাদেশ আমার দেশ নয়, একটা দলের সম্পত্তি
যুদ্ধে জয় করে পাওয়া দলীয় রাজ্য, যুদ্ধের চেতনা
যুদ্ধ না মানলে শুধু জন্মেই বাঙালি হওয়া যায়না।
তাই নাগরিকত্ব বাতিলের বিভীষিকার আগেই
কোথাও ঠাঁই চাই, এত বড়ো পৃথিবী
ধর্ম-জাতীয়তাবাদে উগ্র-অন্ধ নয় যে প্রত্যাখ্যান করবে।
দিবে নাকি একটা অভিবাসন পত্র ?
মদ-শুয়োর খেকো ইরানিরা বহু আগেই ছেড়েছে
তাদের ধর্ম-রাষ্ট্র, দেশদ্রোহ আর ঘৃণার আগুন জ্বেলে।
তারা কি তাদের দেশকে ভালোবাসে?
এর চাইতে প্রবাসী হলে নিজেকে বিশ্ব নাগরিক মনে হয়!
কে হিন্দু, কে ইহুদি, কে জামাত, কে লীগ
ভেদাভেদ নেই, দেশের জন্য পাশাপাশি খাটে
বহু ধর্ম-বর্ণ-রক্ত-জাতীয়তার মানুষ
শান্তির জন্য, রুটি-রুজি জন্য।
কেউ প্রশ্ন করেনা তুমি ইজরায়েল চাও কেন?
কেউ খাটো করেনা তুমি পাকিস্তানে জন্মেছ কেন?
কেউ ধর্মের মুখোশ দেখে দেশদ্রোহীতা প্রসঙ্গ তুলেনা।
স্বজাতির হাতে মরে যাওয়া চাইতে
ভিন দেশে গুমরে থাকা ভালো!
একটা ভিনদেশী পাসপোর্ট বড্ড দরকার আমার !
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২২
দিশেহারা আমি বলেছেন: ভালো লেখেছেন!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩
অশুভ বলেছেন: বিদ্রোহী কবিতা।
ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
মামুন ইসলাম বলেছেন: হুম ভালো লেখেছেন!