![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
দালালদের মনে আজ ভীষণ দ্বিধা । এক পক্ষ গোড়া দালাল । তাদের অভিযোগ পাকিস্তানকে যে বাংলাদেশ হারাতে পারেনা, সেই বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে জয়ী দেখতে চাইনা। যেন বাংলাদেশের বিজয় মানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটা ছায়ার বিজয় হয়।
আরেক পক্ষ নরম দালাল । আওয়ামী-ভারতের শতর্বষের বাঙালি-রবীন্দ্র মার্কা ভালবাসা আর মিত্রতার বন্ধন দেখলে ভারত-বাংলাদেশের মাঝে তফাৎ করা কঠিন হয়ে যায়। ভারতের হাতে তাদের দেশের জন্ম বললে আবার কপট রাগও দেখায়। বাংলাদেশ ভোগ করার অধিকার শুধু আওয়ামীলীগ ও তার সমর্থকদের, নিজেদের অন্তর্গত দালাল মানসিকতা ধামাচাপা দিয়ে জয় বাংলা বলে মাঝে মাঝে চিৎকার করে ওঠে । আওয়ামীলীগেরই বাংলাদেশ বা বঙ্গবন্ধুর বাংলাদেশের পিছনে ভারতের বন্ধুত্বপূর্ণ অবদানকে নিমক-হালালের মতই স্বীকার করে। বাঙালিত্ব ফলানোর জন্য জোরে শোরে দু'বাংলার মিল বন্ধ না করতে পারলে পাকিস্তানের ভূত তাড়ানো যায়না। পাকিস্তানের ভূত সরানোর জন্য ভারতের দালালিটা খুবই দরকার তাদের।
বাংলাদেশটা ছিল প্রিয় ভারতের তরফ থেকে বঙ্গবন্ধু ও তার দলের জন্য সামান্য উপহার । সেই উপহারের ভাগ অন্য কেউ নিতে পারবেনা, বাংলাদেশ মানেই আওয়ালীগ, আওয়ামীলীগ মানেই বাংলাদেশ। আমার আপনার অধিকার নেই বলার বাংলাদেশ আমার দেশ। একটা আত্মসম্মানহীন দালাল রাষ্ট্র খেলা জেতার আগেই ভারত বিরোধীতা করে নিমক-হারামি করবে সেটা তো মানা যায়না।
ভারতের বাঙালিরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয়, কিন্তু বাংলাদেশিরা গর্ব করে নিজেদের পরিচয় দেয় বাঙালি বলে। এখানে বাংলাদেশের স্থান কোথায়?
ভারত জিতলেও বাঙালির জয়, বাংলাদেশ জিতলেও বাঙালির জয়। পূর্ব পাকিস্তানী সীমান্ত দিয়ে নতুন জাতীয়তাবাদ পয়দা করে ভারত বিদ্বেষ ছড়াবেন না দয়া করে। আমাদের ভারতীয় বড় দাদারা বিশ্বকাপটা জিতে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করুক এই কামনা রইলো।
জিতবে ভারত জিতবেই, বাঙালির জন্যই জিতবে।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪১
সাঈফ শেরিফ বলেছেন: এপার বাংলা ওরফে বাংলাদেশ আর ওপার বাংলা ওরফে ভারতের মাঝ স্বার্থ, সমর্থন, জাতীয়তাবাদ বিষয়ক অমীমাংসিত ব্যাপার গুলো বুঝতে চাইছি।
সমস্যা না ধরলেই সমস্য না। অথবা সবার মত করে ভাবনা না ভাবলেই সেটি সমস্যা।
২| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০
কলাবাগান১ বলেছেন: উনি বিশ্বের নামকরা স্যাটায়ার লেখক হিসাবে নাম লিখাতে চাচ্ছেন। সাইমুম গ্রুপে যোগ দিন স্যাটায়ার গায়ক হিসাবে
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮
সাঈফ শেরিফ বলেছেন: সাইমুম গ্রুপ, সোনার বাংলা যুদ্ধাপরাধ ও সহিংসতার দায়ে নিষিদ্ধ। রাজাকররা এখন ভাসমান, তাদের তো পুনর্বাসন দরকার ।
৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫০
ডিজ৪০৩ বলেছেন: আপনার লেখায় যে প্রমাণ হয় আপনিও একটা দালালী করছেন সেটা হয়ত ভুলে গেছেন ? কে বলছে বাংলাদেশ পাকিস্তানকে হারাই নি ? আপনার হয়ত মতিভ্রম হয়ছে কারণ পিছন কথা মনে করলে দেখতে পাবেন ।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
সাঈফ শেরিফ বলেছেন: দেশটাতে আসলেই বসবাস করা মুশকিল । ভারতের বিরুদ্ধে কথা বললে আপনি পাকিস্তানের দালাল, আর পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে ভারতের । যদি বলেন আপনি মাঝামাঝি, ভারত-পাকিস্তান দুটোই সমান অপছন্দ কখন খাঁটি বাঙালিরা ঘোলা ঘোলা চোখে তাকিয়ে আপনার সুশীলতাকে প্রশ্নবিদ্ধ করবে ।
৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৭
রাফা বলেছেন: আরেকটা প্রজাতি আছে বাংলাদেশে ।শংকর-গাধা ও ঘোড়ার সংমিশ্রন।
৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: প্রেসক্রিপশনঃ লারগাকটিল হাফ প্রতিদিন একবেলা ।
আধা পাগলদের জন্য ।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৬
সাঈফ শেরিফ বলেছেন: যাক আধা পাগল বললেন, বদ্ধ পাগল তো বলেননি।
৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১
আধখানা চাঁদ বলেছেন: আমার পোস্টে আপনার ১ম নেগেটিভ কমেন্টের অর্থ এখন কিছুটা পরিষ্কার।
বেশি বোঝা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। এনিওয়ে, গেট ওয়েল সুন।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩
সাঈফ শেরিফ বলেছেন: আপনারা সবাই যেভাবে ভাবেন, ভাবতে ভালোবাসে সেভাবে ভেবে ভেবে চলাটা আমার জন্য একটু কঠিন।
৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১
মাসূদ রানা বলেছেন: @সাঈফ শেরিফ
ভালো একটা পোস্ট লিখেছেন .......... কিন্তু কতিপয় ভারতীয় গবাদির পদচারনায় এটা খোয়ারে রুপ নিচ্ছে ..........
একজন আবার অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পাগলের ওষুধের প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করছেন, লারগাকটিলের প্রতি আস্থার যথাযোগ্য কারন আছে নিশ্চই ............
আল্লাহ পাক আমাদের হেদায়াত দিন .............
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫
সাঈফ শেরিফ বলেছেন: সামুতে ৯ বছর হতে যাচ্ছে। সেই যুগে মানসিক রুগীর ব্যবস্থাপত্র দেয়া সচলায়তন-আমার-ব্লগবাদীদের কথা মনে পড়ে গেল। শুরুতেই রোগটা ধরার কৃত্বিত্ব যাদের, তাদের বোধ করি কেউ এখানে নাই।
৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন:
ভারতের বাঙালিরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয়
এ পরিচয় দিয়ে ভারতের বাঙ্গালিরা কোন দেশের নাগরিক সেটা প্রকাশ করছে। করতেই পারে, কেননা ভারত তো একটা মাত্র জাতিগোষ্ঠির দেশ না। যদি তারা এটা প্রকাশ করতে চাইতো যে তারা কোন জাতিসত্ত্বার তখন তারা নিঃসন্দেহে তাদের পরিচয় দিত বাঙ্গালি হিসেবে।
কিন্তু বাংলাদেশিরা গর্ব করে নিজেদের পরিচয় দেয় বাঙালি বলে। এখানে বাংলাদেশের স্থান কোথায়?
একইভাবে কোন বাংলাদেশি যদি নিজের জাতিসত্ত্বা (বাঙ্গালি) নিয়ে গর্ব করে এবং বলে যে, “আমি বাঙ্গালি”। সমস্যা কোথায়?
কিন্তু যখন কোন বাংলাদেশি তার নিজ দেশের পরিচয় দিবে তখন তাকে এটা বলতেই হবে যে সে বাংলাদেশি।
বাংলাদেশি=কোন দেশের নাগরিক সেই পরিচয় বহন করে
বাঙ্গালি=কোন জাতিসত্ত্বার সেই পরিচয় বহন করে
আমি কোন দেশের নাগরিক এটা খোলাশা করতে গেলে আমি বাংলাদেশি এটা আমাকে বলতেই হবে। এর কোন সার সংক্ষেপ নেই। তেমনি যে আদিবাসী যেমন চাকমা তার জাতিসত্ত্বা চাকমা আবার সে বাংলাদেশিও কারন সে বাংলাদেশের নাগরিক। কি চাকমা কি বাঙ্গালি আমরা সবাই বাংলাদেশি হিসেবে গর্ব বোধ করি।
সুতরাং বাঙ্গালি আর বাংলাদেশি তুলনা করাটা আর আপেল-কমলালেবু তুলনার মতোই বিষয়। তাই ভারতের বাঙালিরা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেয়-
বাক্যটির পরপরই কিন্তু বাংলাদেশিরা গর্ব করে নিজেদের পরিচয় দেয় বাঙালি বলে। জুড়ে দেয়াটা কি সেরকমই (আপেল-কমলালেবু তুলনা) হয়ে গেল না?
ভারত জিতলেও বাঙালির জয়-অবশ্যই একজন ভারতীয় নাগরিক হিসেবে।, বাংলাদেশ জিতলেও বাঙালির জয়-অবশ্যই একজন বাংলাদেশি নাগরিক হিসেবে।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১০
সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ আসলে পূর্ব পাকিস্তানের ভূখন্ডই ধারণ করে আছে। এর কোন ভিত্তি নেই। আমি চাই বাংলাদেশ ভারতের সাথে যুক্ত হয়ে যাক, কসম!
তাতে করে আপেল-কমলালেবু জাতীয় উদ্ভট পরিচয় সংকট থেকে মুক্তি পাবেন।
৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
তিক্তভাষী বলেছেন: চাঁদগাজীর কথাই ঠিক মনে হলো। পরিচয় সংকটটা একান্তই আপনার নিজস্ব।
"ভারত জিতলেও বাঙালির জয়, বাংলাদেশ জিতলেও বাঙালির জয়।"
না।
"ভারত জিতলে ভারতীয়দের জয়, বাংলাদেশ জিতলে বাংলাদেশীদের জয়।"
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১
সাঈফ শেরিফ বলেছেন: মাঝে বাঙালি জাতিকে বিলুপ্ত করে দিলেন?
১০| ১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩০
রামন বলেছেন:
আমি বুঝতে পারছিনা আপনার পোস্টটি নিচ থেকে পড়া শুরু করে উপরে উঠব নাকি উপর থেকে শুরু করে নিচে নামব।
১৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৪৭
সাঈফ শেরিফ বলেছেন: আমার ব্লগে এসেছেন এতেই আমি বাধিত ।
১১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৪
মিতক্ষরা বলেছেন: বাংলাদেশ কি পাকিস্তানকে হারায় নি?
১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪
সাঈফ শেরিফ বলেছেন: বাঙালি বাবুরা সেই ১৯৯৯ সালে নিয়ে বসে থাকতে রাজি না । তারা চান ফি বছর বাংলাদেশ পাকিস্তানকে হারাক । তা না করে উল্টো ভারতকে হারিয়ে যাচ্ছে, যেটা দু-বাংলার মাঝে শুধু শত্রুতাই তৈরি করছে।
১২| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৫
মিতক্ষরা বলেছেন: আপনার কথাই তো ফলে যাচ্ছে মনে হচ্ছে। লক্ষন তো বেশী সুবিধার দেখছি না।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০২
সাঈফ শেরিফ বলেছেন: আবেগ আর বাস্তবতার মাঝে ফারাক আছে। বাঙালি বঙ্গবন্ধু, ভারত, মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নে আবেগী, বাস্তববাদী না । আমি ওসব আবেগ, মুগ্ধতা সরিয়ে কথা বলতে পছন্দ করি। এটা মানসিক রোগের লক্ষণ । )
১৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৮
মিতক্ষরা বলেছেন: "আবেগ আর বাস্তবতার মাঝে ফারাক আছে। "
এইটা ঠিক। বাস্তব হল, ভারতের মত দলের সাথে আম্পায়াররা থাকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
সমস্যাটা আপনার নিজস্ব বলে মনে হচ্ছে!