![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
১. বাংলাদেশ গণতন্ত্রের জন্য উপযুক্ত হয়নি।
আওয়ামী পরিবারের সমর্থকদের মাঝে প্রবল জনপ্রিয় এই উক্তি । অথচ তারাই গণতন্ত্রের মানস কন্যা জাতীয় শব্দের উদ্ভাবক। গদি নিশ্চিত হয়ে যাবার কারণে গণতন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে ।
২. আমেরিকার আপত্তি-অভিযোগ সহ্য করা হবেনা
খুবই ভাল কথা । ইরানের মত বাংলাদেশের উপর স্যাংকশন দিয়ে দিক, দেখি আওয়ামী রিপাবলিকের জন্মদাতা ভারত কতদিন সস্তা চাল দিয়ে বাংলার মানুষের পেট বাচায়।
৩. বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় ঈমান রেখেই করতে হবে
১৯৭০ এর নির্বাচনে গণতান্ত্রিক অধিকার দেয়নি বলেই তো ১৯৭১ এ যুদ্ধ, নাকি ? বাংলাদেশের জন্মদাতা আওয়ামী পরিবারের মতাদর্শ ও নৈতিকতা মেনেই সবাইকে এ দেশে রাজনীতি করতে হবে। এর বাইরে যারা বিকল্প মতাদর্শ নিবে তারা সবাই বাংলাদেশ বিরোধী। ১৯৭১ মুক্তিযুদ্ধটা ছিল
আওয়ামী পরিবারের হাতে তাদের নায্য গণতান্ত্রিক ক্ষমতা ফিরিয়ে দেয়া জন্য সংগ্রাম ।
----------------------------------
আওয়ামী (পিপলস এর উর্দু) রিপাবলিক অব বাংলাদেশ
(আওয়ামী শরীয়া মোতাবেক পরিচালিত)
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৫:১৯
সাঈফ শেরিফ বলেছেন: দক্ষতা বেশ আছে, বেশ! তা না হলে বি এন পির মত একটা হাতিকে তারা জামায়াত নামক ছুচোর মাঝে বিলুপ্ত করে দিতে পারলো কীভাবে?
ইনু, মেনন আওয়ামীলীগের নয়, তারা বহিরাগত ভাড়াটে দালাল ।
২| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
বিএনপি হাতী ছিল না, আসলে শিয়াল!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ যা বলে, তা হয়তো নিজেরাই বুঝে না; যা বুঝে, ততটুকু করার দক্ষতা ওদের নেই।
আওয়ামী লীগে বাংলার সব গলাবাজ: হানিফ, ইনু, মেনন, নাসিম, মতিয়া, টুকু, ড: হাছান মাহমুদ, শেখ সেলিম, সুরনজিতরা একত্রিত হয়েছে।