![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রোফাইলের পুরোটাই অন্ধকার, আলো নেই |যৌবনে যন্ত্র শাসনের পুঁথিপাঠ কালে মনে বাসা বাধে দুরারোগ্য কর্কট রোগ, সেখান থেকেই দগদগে মানসিক ক্ষত | আজ তাই রুটি-রুজির দায়ে কোনো এক বিরান ভূমে নির্বাসিত, দেশে ভিক্ষে নেই | জীবন ধমনীর ভেতর থেকে কন্টাকীর্ণ ডালপালা টেনে হেচড়ে জুটে দুটো পয়সা, চিকিত্সার পথ্য| সংকীর্ণ হয়ে আসা অস্তিত্বে তাই অভুক্ত থাকা হয় অনেক প্রহর, সেখানে নিদ্রা, স্নান , ক্ষৌরকর্মের সময়, সুযোগ প্রায়শই নেই |দূর ভবিষ্যতে সুস্থতার সনদ নিয়ে দেশে ফিরলে, ততোদিনে হয়ত জীবনের চাহিদাশূন্য নির্বিকার কেউ একজন |
১. বিরোধী দল ধর্মের কার্ড খেলবে তাই আমাদের ধর্মের মুখোশ পরতে হবে
ধর্মের মুখোশটা দরকার গদির জন্য । রাজনীতিতে ধর্মের এর চেয়ে ভাল ব্যবসা কী হতে পারে? কিন্তু মুক্তিযুদ্ধের দলের তো হারার ভয় নেই, জবাবদিহিতার প্রয়োজন নেই, ভোটের দরকার নেই । তাহলে কেন ধর্মের কার্ডকে ভয় করা? শফি হুজুরের দোয়া চাওয়া?
২. আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু বেশি গণতন্ত্রে বিশ্বাস করিনা
আওয়ামী নেতা নাসিমের এই বক্তব্য কী সংবিধানের সাথে সাংঘষিক? গণতন্ত্র বিশ্বাস করেনা বলেই তো হিজবুত তাহরীর নিষিদ্ধ । আওয়ামীলীগও বিশ্বাস করেনা । কিন্তু গদির জন্য গণতন্ত্রের মুখোশ পরে থাকতে বাধ্য হচ্ছে । মুখোশ করে সাহস করে যদি বলে আমরাও গণতন্ত্রে বিশ্বাস করিনা, তাহলে নিষিদ্ধ ঘোষিত দলের সাথে তাদের পদ্ধতিগত তফাৎ কী?
৩. জাফর ইকবালকে চাবুক মারতাম
আওয়ামীলীগের মতে আওয়ামীলীগ যা করে, বলে তাতেই দেশের মঙ্গল । শুধু দেশ নয়, ইসলাম ধর্মের মঙ্গল ও সঠিক ব্যাখ্যা একমাত্র আওয়ামীলীগই বুঝে, জনকন্ঠ বুঝে, ৭১ টেলিভিশন বুঝে। দেশের ভাল-মন্দ, দেশের শত্রু-মিত্র নির্ধারণের কাজটা করার অধিকার শুধু আওয়ামী ধর্মালম্বীদের । মুক্তিযুদ্ধ তাদের ধর্ম, শেখ মুজিব তাদের নবী। নিজ ধর্মের মাঝে থেকে বাড়াবাড়ি করা লোকদের চাবকে পিঠে চামড়া তুলে ফেলাই যথার্থ শাস্তি। আর ভিন্ন ধর্মালম্বীদের জন্য শাস্তি হলো ফাঁসি ও গুম ।
১৮ ই মে, ২০১৫ রাত ২:১৩
সাঈফ শেরিফ বলেছেন: বাংলাদেশ বলতে যদি সেটাকে শেখ হাসিনা পৈত্রিক সম্পত্তি বা ভারতের কাছ থেকে আনুগত্য বাবদ পাওয়া উপঢৌকন মনে করেন, তবে বাংলাদেশ বিরোধী পাবেন প্রায় ঐ ভূখন্ডে বাস করা ৬০ ভাগের বেশি লোককে ।
২| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
ভারত বিরোধীতার অংশ হিসেবে শেখ বিরোধী হয়েছেন আপনি
০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪
সাঈফ শেরিফ বলেছেন: আর শেখ বিরোধি মানেই তো বাংলাদেশ বিরোধি
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এর থেকে বেশী ভালো িছু করতে পারবে না, তাদের আইডিয়া ছোট।
তাদের একটা কাজ, রাজাকার ও বাংলাদেশ বিরোধীদের গালিগালাজ করা।