নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/mahimul.islamakash

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

অন্ধকারের আলোকিত বাসিন্দা

আসেন দুইটা কথা কই ।

অন্ধকারের আলোকিত বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

আমি একজন স্বার্থপর মানুষ

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৫

-গল্প কিনবেন গল্প?



অদ্ভুত এই হাকডাক শুনে জানালার বাইরে তাকালাম ।গল্প কি কেনা যায় নাকী?কেনার মত কোন জিনিসও তো এটা না ।তাহলে এত সাত সকালে ডাকাডাকি কিসের?



ও!ফেরিওয়ালা ! হাতে কিছু বাচ্চা কাচ্চাদের গল্প বই । কতই বা বয়স হবে?৮-৯ এর বেশি তো না।এসব ছেলে পিলেদের প্রতি

আমার ইন্টারেস্ট কম । বলা যায় এড়িয়েই চলি এরকম পথ শিশুদের । কেন এড়িয়ে চলি জানেন?একবার জ্যামে আটকে গিয়ে

রিকশাতে বসেছিলাম । হঠাত এদের বয়সী এক পিচ্চি ছেলে হাতে করে একটা লাঠিতে করে কিছু শিট(বাংলা ভাষায় গু শব্দটা অনেকেই অপছন্দ করেন । বাট শিট শব্দটা সবারই খুব পছন্দের ।কেন জানি না আমি ,তবে কথা সত্য ।আপনার পরিচিত একটা সুন্দরী মেয়ের কাছে গিয়ে যদি আপনি বলেন,ওহ শিট আমি তো অমুক জিনিসটা ফেলে এসেছি ।তখন তরুনী উদ্বিগ্ন কন্ঠে ড্যাম শিট । তমুক জিনিসটাও ফেলে আসো নি তো?কিন্তু এই তরুনীর কাছে গিয়েই যদি বলেন ও গু!আমি তো অমুক জিনিসটা ফেলে এসেছি । তরুণী বিরক্ত কন্ঠে বলবে বিহেভ ইউর সেলফ ।ম্যানার বলতেও তো কিছু আছে নাকী?যাই হোক একারণেই এখানে শিট ব্যবহার করলাম ।) নিয়ে এসে বলে কিনা টেকা দে,নাইলে লাগায় দিলাম কিন্তু ।

আমি বললাম সর সর টাকা দিতেসি । বলে দুইটাকার একটা ছেড়া নোট তার দিকে ছুড়ে দিলাম ।

সে বলে দশ টাকা দে,নাইলে লাগায় দিলাম কিন্তু ।

ওইদিন আমার চাকরির ইন্টারভিউ ছিল বলে তাড়াতাড়ি দিয়ে দিলাম । তারপর থেকেই আমি এদের দুচোখে দেখতে পারি না। করুণা

করা তো দূরের কথা! ওইদিন কিন্তু চাকরিটা আমার হয়েছিল ।



আমি আসলে স্বার্থপর একটা মানুষ । অনেকে স্বার্থপর কথাটা এমন ভাবে বলে যাতে মনে হয় যেন

স্বার্থপরতাও একটা শিল্প । আমি মনে করি এরা নিচু শ্রেণীর ভন্ড । স্বীকার করি আমি স্বার্থপর,কারণ আমি আসলেই তাই ।তবে

এদের মত ভন্ড না । কারো প্রতি কখনো দয়া দাক্ষিন্য দেখাই নাই । তাই আজকে এমুহূর্তে দোতলার জানলার

ফাঁক দিয়ে বই বিক্রেতা শিশুটার প্রতি কোনই আগ্রহ বোধ করলাম না । যদি আমি আমি না হয়ে অন্য কেউ হতাম তাহলে হয়ত ছেলেটার

দিকে দুইবার তাকাতাম । কিন্তু আমি তো অন্য কেউ না । তাই তাকালাম না। অন্য কেউ হলে হয়ত লক্ষ্য করতাম ছেলেটার চোখগুলা

অস্বাভাবিক সুন্দর । নীল রঙের চোখ । সেই চোখ দুটো ভেজা ভেজা ।কি জানি হয়ত বা মনের ভুলও হতে পারে। আমি ছাড়া

অন্য যে কেউ হলে হয়ত ছেলেটাকে ডাকত । অন্তত এত সুন্দর দুটো চোখ কাছ থেকে দেখার লোভ সামলাতে না পেরেও ডাকত । কিন্তু

বললাম না,আমি তো অন্য কেউ না । তাই ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আমার কোলের উপর রাখা বইয়ে চোখ রাখলাম ।

আমি বইয়ের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেছি । আমার জীবনের বেশিরভাগ অবসর সময় কেটেছে বই পড়ে ।এমুহূর্তে যে বইটা পড়ছি

আমি তা হল অ্যা টেল অফ টু সিটিস । কঠিন এক গল্প । ডিকেন্স ভাইয়ের বই ।ডিকেন্সকে আমার বরাবর ই ভাল লাগে । ভাল লাগার শুরু গ্রেট এক্সপেক্টেশান্স বইটা পড়ে ।আমার মতই স্বার্থপর সব চরিত্রের দেখা পাওয়া গেল ঐ বইটায় ।এজন্যেই ভাল লাগে ।

বইটার মাঝামাঝি পর্যায়ে আছি এমন সময় মনে পড়ল আজকের পেপারটা দরকার । কি জন্য দরকার সেইটা এমুহূর্তে মনে করতে পারছি না। তবে খুবই দরকার । পেপার তেমন পড়া হয় না । মানুষের খবর জেনে আমি কি করব? তবে আজকের পেপারে আমার কি যেন একটা কাজ আছে । পেপারটা নিয়ে আসতে হবে । বইয়ের মাঝামাঝি রেখে উঠতে ইচ্ছা করছে না । বাট দরকার টা জানাও দরকারি । তাই উঠে পড়লাম । ট্রাউজার পড়া অবস্থাতেই বেরিয়ে গেলাম ।

(চলবে)(ভাল লাগলেও জানায়েন না লাগলেও জানায়েন । না লাগলে আর কষ্ট করে লিখব না । )

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮

পাগলা রাজু বলেছেন: শুরুটা ভালো ছিল, কিন্তু শেষের দিকে একটু তাড়াহুড়া লক্ষ্য করা গেছে।

পড়ে মনে হচ্ছে, পেপার আনতে যাওয়ার কারণে তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছেন।

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আসলে এইটা পরীক্ষা মূলক ছিল । দেখি চালিয়ে যাবার চেষ্টা করব ।

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ও ভাই আপনে খালি হুম্ম হুম করেন কেন?

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

তুষার আহাসান বলেছেন: আগামী পর্বের অপেক্ষায় রইলাম।

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:০২

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

হ্যাজাক বলেছেন: গুলিয়ে ফেললাম , লিখে যান

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.