নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন কেউ

প্রিয়তমা

জানি না

প্রিয়তমা › বিস্তারিত পোস্টঃ

অধ্যাপক গোলাম আযম (Ghulam Azam) কে বলে কিনা ভাষা সৈনিক!!! কেউ প্লিজ জবাব দিন, যুক্তিতে হারিয়ে দিন।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮

সেদিন একটা নতুন ধরনের ব্লগ দেখলাম। বেশ অবাক হলাম। বলে কি? এই কথা তো আগে শুনি নাই। দেখুন কান্ড

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

বাতাস০০০১ বলেছেন: আমার জন্মের আগে কি হয়েছে সে বেপারে আমি কখনো কোন মন্তব্য করতে পারি না।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০

প্রিয়তমা বলেছেন: !!!!

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

খেলাঘর বলেছেন: উনি আসল পরিচয় রাজাকার; উনি 'উর্দু ভাষার' সমর্থক।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

শাহীন উল্লাহ বলেছেন: ঘটনা সত্য, আর কত দিন ফার্মের মুরগী হয়ে থাকবেন, ইতহাস পড়ুন,,,,,,,,,

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৮

শাহীন উল্লাহ বলেছেন: আপনারা কি জানেন, ভারত বর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র গঠন হয়েছিলো কিসের ভিত্তিতে ???? আপনেরা কি সেই দঙ্গা (রায়ড) কথা জানেন ???

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৭

বাতাস০০০১ বলেছেন: আমি কখনো ইতিহাস নিয়ে ভাবিনা , আমি আমার ভবিষ্যত নিয়ে ভাবি। কারণ এতো বছর যারা ইতিহাস নিয়ে গবেষনা করেছে তারা আমাদের কে কি দিতে পেরেছে ? অযথা তর্ক বিতর্ক.. হানা হানি ..মারামারি। আমরা কি আজো জানতে পেরেছি আমার ইতিহাস ঐতিহ্যকে। তাই ভবিষ্যত নিয়ে ভাবুন,,, চিন্তা করুন কিভাবে আপনি আপনার ভবিষ্যতকে সুন্দর করে নিতে পারেন। তাহলে হবে আপনার আমার চুড়ান্ত সফলতা।,,

৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

নিজাম বলেছেন: তৎকালীন সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পদে ছিলেন-একথা সত্য। কিন্তু তিনি কখনও বাংলা ভাষা বা বাঙালী জতীয়তা প্রশ্নে আমাদের সমর্থন করেছেন বলে জানা যায়নি। পুরো বাঙালী জাতি যখন ভাষার দাবীতে আন্দোলনরত তখন তিনি পাকিস্তানিদের সমর্থনে ব্যস্ত ছিলেন। বাংলা ভাষার দাবীতে গোলাম আযম-এর কোন বক্তব্য, বিবৃতি আছে কী? কেউ প্রমান দিতে পারেন?

৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি আসলে কি ধরণের যুক্তি বা প্রমাণ চাচ্ছেন, জানালে চেষ্টা করে দেখতাম। লিয়াকত আলী খানকে দেওয়া তার ঐ স্মারকলিপির কোন স্ক্যান করা কপি দেখাতে পারলে সবচেয়ে বিশ্বাসযোগ্য হত সেটা। কিন্তু সে সময় এই বুদ্ধি কারো মাথায় আসেনি - আসলেও উপায় ছিলনা। তাই টুডে ব্লগে দেওয়া তথ্যগুলো আপনার নিজেকেই যাচাই করে নিতে হবে।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

অগ্নি সারথি বলেছেন: অধ্যাপক???

৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

অগ্নি সারথি বলেছেন: ঐখানে তো ছাগুর হাট বসেছে।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

এ কে এম রেজাউল করিম বলেছেন: মোনাফেক-শয়তান গোলাম আজম, বিলীন হোক।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

প্রবাসী পাঠক বলেছেন: তেলাপোকা একটা পাখি আর গো-আজম ভাষা সৈনিক!! =p~ =p~ =p~


এই লিংকগুলো দেখুন। আশা করি সব তথ্য পেয়ে যাবেন।

ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গোলাম আযমের ভন্ডামি

ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে

১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৫

বাতাস০০০১ বলেছেন: ভাই কেউ কি পেরেছেন আসল ইতিহাস জানতে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.