| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হাসতে হাসতেই মানুষকে কাঁদাই- নিজের অজান্তেই
চা খেতে খেতে পিছন থেকে এক মধ্যবয়স্ক মহিলা এসে বলল, বাবা – আমাকে একটু সাহায্য করবেন? আমার হার্ট এর ভাল্ব নষ্ট হয়ে গেছে” তার সাথে কিছু প্রেসক্রিপশন ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র ছিল। আমি তার হাত থেকে কাগজগুলো নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। কারন এমন অনেকেই ভুয়া কথা বলে ভিক্ষা করে। কাগজগুলো দেখে বুঝলাম যে, সত্যি সত্যি তার হার্ট এর দুটি বাল্ব নষ্ট ( MS & MR with TR )। কিছু টাকা দিয়ে যখন চলে আসতে লাগলাম ঠিক তখনই মহিলাটি ভেউ ভেউ করে কাঁদতে লাগলো এবং বলল, বাবা এত টাকা দিলেন কেন? আমার দুইটা বাল্ব কিনতে তো ১০০-১৫০ টাকা লাগবে। আমি খুব অবাক হয়ে বললাম কি হয়েছে মা? সে আরও কাঁদল এবং বলল কেউ বিশ্বাস করেনা বাবা, আমি কাল ঐ দোকানে গিয়ে যখন বললাম – আমার হার্ট এর দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে , কিছু সাহায্য করবেন? - তখন ঐ লোকটি আমাকে বলে ২০০ টাকা দিয়ে ১০০ পাওয়ারের দুটি এনার্জি বাল্ব লাগিয়ে দিবো? তাহলেইত হয়। মহিলাটি এই দুটি লাইন বলতে গিয়ে প্রায় ৫ মিনিট সময় নিয়েছে। কারন সে এতটাই কাঁদছিল যে কথা বলতে পারছিল না। চোখের পানি ধরে রাখতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার চোখ ছল ছল করছিল। পাশে কিছু লোক ছিল তারাও কষ্ট পাচ্ছিল তা বোঝাই যাচ্ছিল। আমি কি বলবো, কি সান্তনা দিবো ভেবে পাচ্ছিলাম না। কিছুই বলার ভাষা নেই। শুধুই মাথায় আলতো করে হাত বুলিয়ে বললাম “ মা, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। এখানে বসবাস করা খুব কঠিন। এই মানুষ ই আপনাকে কাঁদাবে, কষ্ট দিবে আবার এই মানুষই আপনাকে হাসাবে, ভালবাসবে” এই কথা বলে চলে এলাম। কিন্তু মন আমার সেখানেই পড়ে আছে বলে মনে হল। পুরা রাস্তাই চোখ আমার ছল ছল করছিলো। খুব কষ্ট পেতে লাগলাম। ঠিকমতো মনোযোগ দিয়ে গাড়ী চালাতে পারছিলাম না। শুধুই চিন্তা করছিলাম, আমরা কতটা খারাপ। একজন অসহায় গরীব মানুষের হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। খুব বেশী হলে কয়েকমাস বাঁচবে যদি না কোনও ভালো চিকিৎসা না নেয়া হয়। আর আমরা মানুষ হয়েও তা না জেনে খুব ছোট্ট একটা কথা বলেই এত বড় কষ্ট মানুষকে দেই। আমরা কি মানুষ হতে পারবোনা কোনোদিন?
পুনশ্চঃ
“আমরা মানুষকে সাহায্য করতে না’ই পারি কিন্তু এমন কোনও কথা বলা উচিৎ না- যা কারো হৃদয় থেকে রক্ত ঝরাতে পারে”
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
ব্লু আই বলেছেন: নতুন হিসেবে যতটুকু পেরেছি লিখেছি। এটা আমার এক বাস্তব অভিজ্ঞতা। আমাদের জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে। কিন্তু কখনও আমরা খেয়াল করি, আবার কখনও করিনা। কিছু জিনিস সবসময় ই আমরা দেখতে পাইনা, তা হল মানুষের কান্না। শুধু চোখের পানি বের হলেই মানুষ কাঁদে তা নয়।