নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা সার্ভাইবারদের জন্য, তাই বুলিং ও হিউমিলিয়েশন ওভারকাম করলাম। গ্রাজুয়েশন করে ক্রিয়েটিভ রাইটার, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর-সিনেমাটোগ্রাফার এবং শো উপস্থাপক হিসেবে কাজ করেছি। পারকৌর ও ফাইট করা হবি।
বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ কোনটি? প্রশ্নটি করেছিলাম ডি.এস.ই (ডু সামথিং এক্সেপশনাল) গ্রুপে । বলেছিলাম সঠিক উত্তর পেলে একটা ইন্টারেস্টিং ইনফো জানাবো । সে ইনফো জানার মায়া ত্যাগ করেই অনেক সাহসী যোদ্ধা এই প্রশ্নের উত্তর দিতে থাকে । কারো মতে দেশের প্রথম ওয়েব সিরিজ ছিল মহানগর, কারো মতে প্রথম সিরিজ ছিলো তাকদীর ।
এরপর লিস্টে যোগ হয় আগস্ট ১৪ এবং কলি ২.০ এর নাম। এর মাঝে কোনটা প্রথমে এসেছে জানতে হলে সিরিজগুলোর রিলিজ ডেট চেক করতে হবে । তার আগে একটা কথা আমাদের মনে রাখা দরকার । বাংলাদেশে ওয়েব সিরিজ পপুলার হয় চরকি, বায়োস্কোপ ও হইচই এর হাত ধরে । তাই ওয়েব সিরিজ শব্দটা শুনে প্রথমেই ওটিটি প্লাটফর্মে গুলোর কথা মাথায় আসবে ।
কিন্ত উইকিপিডিয়ার তধ্য অনুযায়ী , ওয়েব সিরিজ হচ্ছে একটা স্ক্রিপ্টেড বা ননস্ক্রিপ্টেড ভিডিও সিরিজ, যা পর্ব অনুযায়ী থাকে, এবং ইন্টারনেটে রিলিজ হয় । তাই ইউটিউবসহ যেকোনো প্লাটফর্মে আপলোডেড সিরিজকে ওয়েব সিরিজ হিসেবে ধরা হবে যা আমি পোস্টেই বলেছিলাম । আর সেখানে একজন বাটফিক্স চ্যানেলের রাহাত সাহেবের টিম পসিবল সিরিজটাকে মেনশন করে যার রিলিজ ইয়ার হচ্ছে ২০১৮ ।
কমেন্টে পাওয়া সব ওয়েব সিরিজের রিলিজ ডেট হচ্ছেঃ
• Team Possible: February 24, 2018
• Koli 2.0: February 27, 2018
• August 14: May 28, 2020
• Taqdeer: December 08, 2020
• Mahanagar: June 25, 2021
দ্যট মিনস, টিম পসিবল ইজ দ্য ফার্সট ওয়েব সিরিজ অব বাংলাদেশ? অ্যাকচুয়ালি দ্যট ইজ ট্রু ফর সাম পিপল! এখানেই ইন্টারেস্টিং ইনফোটা আছে । আর তা হলো, আমার অবজার্ভেশনে বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ কোনো ওটিটির ফিল্ম মেকারদের হাত ধরে আসেনি ।
বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজের ইতিহাসঃ
২০১৪ সালের ১৭ জুলাই, বাংলাদেশে তখন সবে ব্রডব্যান্ড ইন্টারনেট পপুলার হওয়া শুরু হয়েছে । ওইসময় tahaismail.tv নামের একটা চ্যানেলে ঢাকাস ফাইনেস্ট নামের একটা সিরিজ আপলোড হয় । ক্রাইম থ্রিলার এই সিরিজটি বানিয়েছিল ঢাকার স্কুল ও কলেজ পড়ুয়া কিছু তরুন, যার ডিরেক্টর হিসেবে ছিল তাহা ইসমাইল । প্রথমদিকে ফানি স্কিট ও প্রাংক ভিডিও বানালেও তাহা ইসমাইল একসময় ফ্যান ফিকশন শর্টফিল্ম বানানো শুরু করে । আর এরপরে তার টিম নিয়ে ডিটেক্টিভ সিরিজ খালেদ - ঢাকাস ফাইনেস্ট তৈরি করে ।
ক্যান ইউ ইমেজিন? যে মোমেন্টে বাংলাদেশে ইন্টারনেট, সোশাল মিডিয়া এতটা ট্রেন্ডি ছিলনা, ফিল্ম মেকিং ও গিয়ার নিয়ে কোনো গাইডলাইন ছিল না, সেই সময়ে তাহা ইসমাইলের টিম একটা দুই সিজনের সিরিজ তৈরি করে ।
এখন আমি হয়তো ভূল ও হতে পারি। আপনাদের অনেকেরই মনে আছে যে থার্ডবেল নামে একটা ভিডিও প্লাটফর্ম ছিল, বঙ্গো প্ল্যাটফর্ম ছিল। কিন্তু সেখানেও আমি কোনো এপিসোড ওয়াইজ কাজ দেখিনি । আর ওইসময়ের ইউটিউব ফিডে শর্টফিল্ম দেখলেও বংলা ভাষাতে কোনো সিরিজ চোখে পড়েনি । সেই হিসেবে তাহা ইসমাইল এর টিমই এখন পযন্ত সবচেয়ে প্রথম বাংলা ওয়েব সিরিজ নির্মাণের ক্রেডিট পাবে ।
স্টিল ওয়ান কোয়েশ্চনঃ তাহা ইসমাইল এখন কোথায়?
২০১৭ সালে তাহা ইসমাইল একটা ভিডিওতে বলে যে বিভিন্ন কাজে তার টিম ব্যস্ত হয়ে পড়েছে, তাই তার চ্যানেল খুব শীঘ্রই ক্লোজ ডাউন করা হবে। বর্তমানে সে লন্ডন ফিল্ম স্কুলে ফিল্ম মেকিং স্টাডি করছে। হয়তো একদিন সেখান থেকে অনেক বড় সারপ্রাইজ নিয়ে দেশে ব্যাক করবে। দেশীয় কনটেন্টের মান উন্নয়নে সে ও তার টিম ভূমিকা রাখবে মনে করি।
[আমার অবজার্ভেশনে অনেক কনটেন্ট নাও থাকতে পারে। এই টপিকে আপনারা আরো একুরেট কোনো তথ্য জানালে উপকৃত হবো]
For Work & Consultation
BM Khalid Hasan
Creative Writer | Director | Presenter
Mail: [email protected]
Call: +8801768512038
২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৪
BM Khalid Hasan বলেছেন: থ্যংক ইউ অপু দ্য গ্রেট। ‘কারাগার’ রিলিজের সময় প্রথম বাংলা ওয়েব সিরিজ কোনটা প্রশ্নটা মাথায় এসেছিল।
২| ২৩ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৭
নিমো বলেছেন: কখনো কখনো সময়ের চেয়ে এগিয়ে থাকতে হয় না, তাহলে হারিয়ে যেতে হয়। তাহার কাজগুলো বর্তমান সময়ের অনেক ওভারহাইপড ও রেটেডদের থেকেও আমার অনে বেশি ভালো লাগল।
২৩ শে মার্চ, ২০২৪ রাত ১০:২৬
BM Khalid Hasan বলেছেন: আসলেই। দেশি মিডিয়া লবিং/নেটওয়ার্কিং নির্ভর হবার কারণে এরকম প্রতিভাবানরা সরাসরি বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারেনা। দেখা যায় এখনকার অনেক ডিরেক্টর আছে ভাল নাম কামিয়েছে, সম্মান কামিয়েছে কিন্তু ফিল্ম মেকিংয়ের খুটিনাটি কিছুই জানেনা! জাস্ট পরিচিত ফেস বিধায় প্রযোজকের হেল্প পেয়েছে, এরপর ভাল টিম ও টেকনিশিয়ানদের সাথে কাজ করে ভালো আউটপুট পেয়ে আর ঘুরে তাকাতে হয়নি।
৩| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বিষয়টি জানা ছিলো না।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
ইন্টারেস্টিং ইনফো। ভাল লাগল।