নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি? প্রচুর মুভি দেখি, পজিটিভ ক্যারেক্টারকে সাপোর্ট করি, ভূল করলে স্বীকার করি, তথ্য জানতে ভালবাসি, সবকিছুতেই ইন্টারেস্ট আছে, নিউট্রাল ওপিনিওন দেই। কিন্তু ৯৯% চান্স আপনি আমার লজিকে অফেন্ডেড হবেন!

BM Khalid Hasan

পৃথিবীটা সার্ভাইবারদের জন্য, তাই বুলিং ও হিউমিলিয়েশন ওভারকাম করলাম। গ্রাজুয়েশন করে ক্রিয়েটিভ রাইটার, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর-সিনেমাটোগ্রাফার এবং শো উপস্থাপক হিসেবে কাজ করেছি। পারকৌর ও ফাইট করা হবি।

BM Khalid Hasan › বিস্তারিত পোস্টঃ

কিভাবে আমরা প্রতিনিয়ত ভূল পারসেপশন করি?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

বিআরটিসির দোতলা বাসে না উঠলে জানতাম না আমাদের পারসেপশন কতটা ভূল হতে পারে।

প্রায়সময়ই মেট্রো স্টেশন থেকে উত্তরা হাউজ বিল্ডিং যাবার পথে রাস্তার পাশের গাছের ডালের সাথে জানালা বাড়ি খেতে থাকে। তখন জানালা বন্ধ থাকার পরও অনেকে ভয় পেয়ে একেবারে বেকে সরে আসে। আবার অনেকে নির্বিকার খোলা জানালায় গা লাগিয়ে বসে থাকে।

তখন মনে হবে যে সরে আসলো সে বুদ্ধিমান তাই সেফ থাকতে সরে এলো, আর যে বসে আছে সে বোকা অসচেতন তাই রিস্ক নিয়ে বসে আছে।

বাট আসলেই কি তাই? ১ বছরে হাজার হাজার যাত্রীকে অবজার্ভ করে নিচের বিষয় দেখলাম।

এখানে যে প্যানিক করে সরে এলো— সে সারাউন্ডিং সম্পর্কে অসচেতন ছিলো। সে ডাল বাড়ি খেতে পারে ধারণা রাখেনি । সে যথেষ্ঠ ফিট ও সাহসী নয় তাই জানালা বন্ধ থাকার পরও পড়িমড়ি করে নিজের জীবন বাঁচাতে সরে এলো। সে ডালে বাড়ি না খেলেও পাশের যাত্রীর মাথায় বাড়ি খাবে শিওর!

কিন্তু যে বসে আছে— সে খুব কাম অ্যান্ড ফোকাস মাইন্ডের। সে জানে গাছের ডাল আসার আগে সামনে শব্দ হবে, ডাল কতদূর আসবে, কোন প্লেসে ডাল থাকতে পারে, আর হঠাৎ কোনো ডাল ভিতরে এলে হালকা সরে গেলেই হবে। মানে সে তার রোড জার্নি আর সারাউন্ডিং সম্পর্কে সচেতন ছিল।

রিয়েল লাইফে ঠিক এভাবেই আমরা উল্টোভাবে মানুষকে বিচার করি, বোকা মানুষকে বুদ্ধিমান আর বুদ্ধিমান মানুষকে বোকা ট্যাগ দেই।

অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে, ইচ্ছে করে গাছের ডাল স্পর্শ করা বুদ্ধিমানের কাজ না। কিন্তু অসচেতন থেকে অল্পতে প্যানিক করলে নিজের ও আশেপাশের মানুষের সার্ভাইভ্যাল আরো কঠিন হয়ে যায়।

মনে রাখবেন, ডাকাতদল কাউকে গানপয়েন্টে রাখলে যে আগে ভয়ে দৌড় দেয় তাকেই থ্রেট মনে করে গুলি করবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

শায়মা বলেছেন: সচেতন থাকা খুবই ভালো কাজ।


তবে সচেতন হতে গিয়ে ভীতুর ডিম হলে চলবে না.......তাইলে আর জীবনেও সামনে এগিয়ে যাওয়া হবে না।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৭

BM Khalid Hasan বলেছেন: রাইট। সামনে এগিয়ে নিজেকে ও নিজের আপনজনদের ভাল রাখতে হবে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

IdellLeist বলেছেন: The perception of risk can be misleading, as seen in a BRTA double-decker bus. Some panic and duck away from the window, while others remain unfazed. This reaction often doesn’t reflect true awareness. It’s like playing [https://motox3mfree.io/|moto x3m]; the smart player knows the obstacles and navigates effectively. In life, we misjudge others, labeling the cautious as wise and the calm as foolish. True awareness promotes survival, both on the road and in life.

২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

BM Khalid Hasan বলেছেন: হুম.

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৭

BM Khalid Hasan বলেছেন: অণুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.