![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২৬শে জুন, বিশদশ। আগামী কাল হরতাল। হরতাল আহবানকারীরা আজকে থেকে দা রামদায় শান দিচ্ছে। রিভলবার পিস্তল ফরটি-সেভেন সব লোড করা হচ্ছে। আগামী কাল হরতাল। হরতালের প্রস্তুতি।
অনেক হতভাগা বাঙালির আজকে ২৬শে জুন তার লাইফের শেষ দিন (সে জানে না)। কালকে সে বিদায় নিবে এই সুন্দর পৃথিবী, মাতৃভূমী বাংলাদেশ থেকে। অজানা সেই হতভাগা বাঙালিটি আজ রাতে খাবে তার প্রিয়তমা স্ত্রীর ও সন্তানের সাথে শেষ ভাতটুকু। আজ রাতে শেষ দেখা হবে তার হতভাগা পিতা মাতার সাথে।
দুবেলা খেয়ে না খেয়ে ধার কর্জ করে কবিরুদ্দিন কিনেছিল একটি সিএনজি। একটু সুখের মুখ দেখবে এই আশায়। আগামী কাল তার সিএনজিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সেই সাথে তার কাধে উঠবে সিএনজি কেনার ঋণ শোধের পাহাড়সম বোঝা।
ব্লগারদের অনুরোধ করছি হরতালের সেই সব চমৎকার দৃশ্যাবলীর ছবি পোষ্ট করার জন্য। ছবিগুলো দেখে আমি কিছুক্ষন শান্তি পাবো। আর যে লাঠি পেটা খাচ্ছে তাকে দেখে বলবো : মর শালা। কেন গেছিলি হরতালে? বুঝ এইবার হরতাল কারে কয়।
২| ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৩২
এন ইউ এমিল বলেছেন: যাহা একদা কদু ছিল তাহাই এখন লাউ হাইয়া উদয় হইয়াছে, পাবলিকের না খাইয়া উপায় আছে?
৩| ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৩৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: ভাই...
লেখাটা একটু বেশি বাকশালী হয়ে গেল না? আওামি লিগ ও ত হরতাল করেছে...তখন কি আপনি এভাবেই লিখেছিলেন? শোষন নির্যাতন এর প্রতিবাদ ও কি করা যাবেনা? এই হরতাল তা আমিও মানতাম না যদি আওামি লীগ এভাবে বারাবাড়ি না করত......
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৪১
বিনলাদিন বলেছেন: আওামি লীগ এভাবে বারাবাড়ি না করত...
২৭ তারিখ হরতাল।
২৮ তারিখে আমরা সাধারণ জনগন জানতে চাই যে কোন কোন দাবি আদায় করতে পেরেছে হাসিনা থেকে খালেদায়।
৪| ২৬ শে জুন, ২০১০ দুপুর ২:৪৮
প্যাঁচনাই বলেছেন: আপোশ বলেছেন: চরম লিখছেন। আমরা যে কেন বুজি না, কতিপয় সুবিধাভোগী জানোয়ারদের কথায় কত কিছু করি। ভাইরে, তারেক বা জয় ওগো কোন দিন কিছু হবে না, আমাদের মার কোল খালি হবে.......................
আর সেই আমাদের লাশ নিয়ে ওরা করবে ব্যবসা। একটু ভাবুন তারপর দল করুন..............................
৫| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:০২
মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: আসকওয়ানমি বলেছেন: হরতালের প্রতি সমর্থন আছে, তবে ধ্বংসাত্মক কিছু না হলে খুশিই হব। ধ্বংসাত্মক কোন কিছুই সমর্থন করি না। তবে হ্যা, প্রতিবাদের দরকার আছে, আর নয় শাসকরা অতিরিক্ত মাত্রায় স্বৈরাচারী হয়ে উঠে।
কোন একটা পোষ্টে দেখলাম, হরতালে কত হাজার কোটি টাকার ক্ষতি যোগ-বিয়োগ করে দেখানো হয়েছে। উনাকে এটুকুই বলব, বিএনপির একদিনের হরতালে যে ক্ষতি হবে, তারচেয়ে অধিক পরিমাণ ক্ষতি প্রতি ঘন্টায় চাঁদাবাজি, সন্ত্রাসী আর টেন্ডারবাজির মাধ্যমে সরকারি দল করে যাচ্ছে। খেয়াল আছে সেদিকে ?
৬| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:২৫
কথা সত্য বলেছেন: [লেখক বলেছেন: আওামি লীগ এভাবে বারাবাড়ি না করত...
২৭ তারিখ হরতাল।
২৮ তারিখে আমরা সাধারণ জনগন জানতে চাই যে কোন কোন দাবি আদায় করতে পেরেছে হাসিনা থেকে খালেদায়।]
আপনার মত আবাল আছে বলেই আজো দলীয় বুদ্ধিজীবীরা ভাত পায়...
৭| ২৬ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৯
মামুন বিদ্রোহী বলেছেন: বিএনপির চাইতে জামাত কে বেশি গরম মেন হচ্ছে। কারণটা কি বুঝলাম না...
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:২৯
আপোশ বলেছেন: চরম লিখছেন। আমরা যে কেন বুজি না, কতিপয় সুবিধাভোগী জানোয়ারদের কথায় কত কিছু করি। ভাইরে, তারেক বা জয় ওগো কোন দিন কিছু হবে না, আমাদের মার কোল খালি হবে.......................
আর সেই আমাদের লাশ নিয়ে ওরা করবে ব্যবসা। একটু ভাবুন তারপর দল করুন..............................