নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরুন নেসা বেগম

নুরুন নেসা বেগম › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপনে নায়ক-নায়িকা জুটির নাম

২৭ শে মে, ২০১০ দুপুর ১:১৪



স্কুল জীবনে হলে যেয়ে সিনেমা দেখা তেমন হতো না।নতুন ছবি মুক্তি পাবার আগে মাইকিং হতো। লিফলেট হাতে, উড়িয়ে বিলি হোত। ওতে দেখতাম সব তথ্য সহ ছবির মূল নায়ক-নায়িকার নাম। এদের আকর্ষনে অনেকে হলে যেত। ছবি দেখত। লেখা থাকতো- উত্তম-সুচিত্রা, শবনম-রহমান, রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী, রাজ্জাক-ববিতা, রাজ্জাক-শাবানা, শাবানা-নাদিম, শাবানা-আলমগীর অভিনীত। তারপর বহুদিন হয়েছে। নানাভাবে নতুন সিনেমা মুক্তির আগে প্র্চার চলে, কিন্তু তাতে থাকে না মূখ্য নায়ক-নায়িকার নাম।নতুন নায়ক-নায়িকাদের নাম জানতে, মুখ চিনতে সময় খিছু লাগে বৈকি! ভয়দিন ধরে দেখছি- পরিচালক, বিশেষ করে প্রযোজক/গন অর্থলগ্নী করে ছবি বানান। কাজেই তাদের নাম থাকে।আজ যে ছবি মুক্তি পাচ্ছে তার একটি ছবি দিলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১০ দুপুর ১:৪৩

মিজান আনোয়ার বলেছেন: বাংলা ছবি দেখতে এখন আর মন চায় না। বাংলা ছবির নাম দেখলে ছবি দেখে আর ইচছা হয় না।বাংলা ছবির নাম ভাল বাসা দিবি কিনা বল।

২৭ শে মে, ২০১০ দুপুর ১:৫২

নুরুন নেসা বেগম বলেছেন: 'বলো না কবুল'। বেশী ছবির আজব আজব নাম।
ধন্যবাদ, মিজান আনোয়ার।

২| ২৭ শে মে, ২০১০ দুপুর ২:১৪

মিজান আনোয়ার বলেছেন: আমি জেনারেল ব্লগার মন্তব্যের মাধ্যমে কি ভাবে ছবি আপলোড করবো ,যানা থাকলে বলবেন

৩| ২৭ শে মে, ২০১০ দুপুর ২:৫৬

নুরুন নেসা বেগম বলেছেন: দেখুন এটা দিয়ে হয় কিনা।
Click This Link

৪| ২৭ শে মে, ২০১০ বিকাল ৩:১০

অনর্থ বলেছেন: শাকিব চোরকে দেখলেই আমার মেজাজ চড়ে যায়!

২৭ শে মে, ২০১০ বিকাল ৩:১৪

নুরুন নেসা বেগম বলেছেন: এমন কতকিছু দেখলেই তো মেজাজ চড়ে! তারপরও সহ্য করে থাকতে হয়, এটাই দুর্ভাগ্য। ধন্যবাদ।

৫| ২৭ শে মে, ২০১০ বিকাল ৩:৩২

শূণ্য উপত্যকা বলেছেন: সিনেমা দেখাই হয় না খুব কম দেখি
আপনার লেখাতে কোনো + পরেনি দেখছি
শুরু করে দিলাম অন্যরা চালাক এবার

২৭ শে মে, ২০১০ বিকাল ৩:৪৪

নুরুন নেসা বেগম বলেছেন: আহারে, মায়া করছেন। বাংলাদেশী ছবি বিধায় হয়তো। আমার একটা পর্যবেক্ষন তুলেছি। কতজনকে চিনিনা, চেহারা চিনি ,নাম জানিনা।অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০৫

রিফাত হোসেন বলেছেন: ++

২৭ শে মে, ২০১০ বিকাল ৪:০৯

নুরুন নেসা বেগম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, রিফাত হোসেন।

৭| ২৭ শে মে, ২০১০ রাত ৮:৩৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: "আয় সখি কুত কুত খেলি" এটা একটি ছবির নাম

২৭ শে মে, ২০১০ রাত ৯:০৮

নুরুন নেসা বেগম বলেছেন: বেশ তো! পরিচালক কে, নায়ক-নায়িকা ই বা কারা?

৮| ২৭ শে মে, ২০১০ রাত ৯:১৭

তাশমিয়া বলেছেন: :| :|

২৭ শে মে, ২০১০ রাত ৯:৩১

নুরুন নেসা বেগম বলেছেন: পড়েছেন, ইমো দিয়েছেন। অনেক ধন্যবাদ, তাশমিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.