![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্রোহী
সত্যটা খুবই টক
মিথ্যা যে মিঠা,
সত্যবাদিকে দেয়
পিঠে সব পিঠা।
মিথ্যাবাদির ঝুলি
ভরপুর সুনামে,
সত্যকে পাঠিয়ে
নিন্দার গুদামে।
অত্যাচারির থেকে
বাঁচতে যে চাইবে,
বিদ্রোহী নামটাই
শুধু সে পাইবে।
তাই বলে আমি নই
ভিতুদের দলে,
থাকবো যে আমরণ
সত্য আঁচলে।
বন্ধু তুমিও যদি
সাথি হতে চাও,
আর না বসে থেকে
হাতটা দিয়ে দাও।
©somewhere in net ltd.