![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ এলে সব ব্যস্ত শুধু
আপন খুশি ধরতে,
প্রতিবেশি গরিব যে ভাই
থাকে আশা করতে।
যার আছে সে চায় যে আরো
নতুন আবার লাগবে,
গরিব ভাবে ঈদের দিনে
কি দিয়ে গা ঢাকবে।
মুরব্বিদের কাছে শোনা
অনেক খুশি ঈদে,
এখন কেনো ওসব খুশি
পায় না কেউ আর হূদে।
ঈদ আসে তো শিক্ষা দিতে
গলায় গলায় মিলতে,
দেখবে তবে দুখ পাবে না
জায়গা তো এক চিলতে।
সত্যি তুমি ঈদের আসল
খুশি কি পেতে চাও,
একটি পোশাক তোমার থেকে
আজই দিয়ে দাও।
আরেকটি কাজ করো যদি
ঈদের খুশি পাবে,
গরিব প্রতিবেশির সাথে
ফিরনি সেমাই খাবে।
©somewhere in net ltd.