![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে যেতে চাই মনোবল
যে যা বলে বলতে থাক,
হিংসাগুনে পুড়ে ওদের
জীবন হয়ে যাক না খাক।
নিজের কথা বলতে পারো
দুঃখ সুখে পাও যাকে,
থাক না দূরে হূদয় যদি
তোমায় সাড়া দেয় ডাকে॥
কেউ না থাকুক তবু তুমি
লক্ষ্য পানে চালাও পা,
যেতেই হবে পাহাড় ফেলে
হিমালয়ও কিচ্ছু না॥
সৃষ্টি সেরা তুমি কেনো
হাতকে রাখো গুটিয়ে,
সব কিছুতে তোমার ছোঁয়ায়
সৌন্দর্য দাও ফুটিয়ে॥
Joshim bin shofiq আমার এক প্রিয় বন্ধু।সে খুব হতাশ।পাশের কেউ উৎসাহ দেয়া তো দূরের কথা,নিরুৎসাহিত করতেই নাকি বেশি মজা পায়।তাকে উদ্দেশ্য করে তার ফেসবুক স্ট্যাটাসে মন্তব্যটা করেছি।অন্য কারো উপকার হলে আরো ভালো।
©somewhere in net ltd.