![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদ হেসেছে ঈদ এসেছে
আজকে তারই ঘরে,
প্রতিবেশির জন্য যে জন
বুকটা মেলে ধরে।
সাধ্যমতে ভাগ করে নেয়
খুশি সমান ভাগে,
খবর রাখে কেউ যেন না
ভাবনাতে রাত জাগে।
আর যে মানুষ নিজকে নিয়ে
ব্যস্ত শুধু থাকে,
চাঁদের হাসি ঈদ আনে না
মুখ লুকিয়ে রাখে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ ভোর ৬:০৪
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মাশাআললাহ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭
বোবারমুখ বলেছেন: আরো সুন্দর করতে চেষ্টা করা প্রয়োজন।