![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প ছড়ার দুয়ার বাঁধা
তখন শুধু থাকে,
ছড়াকার আর গল্প লেখক
যতক্ষণ না ডাকে।
বন্দী করে রাখলে তবু
গল্প ছড়া এসে,
লেখক হূদের সাড়া পেলেই
হঠাৎ উঠে ভেসে।
প্রতিচ্ছবি শব্দ মালায়
যতনে দেয় এঁকে,
বাঁধ মানে না কোন কিছুর
চলে একে বেঁকে।
কোথাও হঠাৎ বাঁধা পেলে
বিদ্রোহী হয় আরো,
চলার গতি তিন হলে সে
এক লাফে হয় বারো।
কারণ লেখক আর ছড়াকার
হলেও একা দেখতে,
সব মানুষের হূদ টেনে নেয়
গল্প ছড়া লেখতে।
©somewhere in net ltd.