![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৈরি থাকি
এই এখানে মাথার উপর
নীল আকাশের ছাদে,
দেখবো বলে চাঁদকে মেঘে
ঘিরছে আঁধার ফাঁদে।
বন্ধুরা কেউ খবর দিলো
পূর্ণিমা আজ রাতে,
সুপার মুনের দেখা পাবে
নীল সামিয়ানাতে,
যখন সবাই ঘুমে বিভোর
ছিটকিনিটা খুলে,
পুকুর ঘাটে উর্ধে তাকাই
চোখ দুটোকে তুলে।
বলবো কি আর চাঁদ দেখেছি
পূর্ণও ঠিক ছিলো,
পূর্ণিমা রাত কিন্তু কে যে
জোসনা কেড়ে নিলো।
অপেক্ষাতে থাকলে নাকি
নয়ই সেপ্টেম্বরে,
চাঁদ মামাটা সুপার মুনকে
আনবে আবার ধরে।
কি আর করা আজকে যখন
দেখতে গিয়ে ফাঁকি,
সামনে মাসে দেখবো আশায়
তৈরি হয়ে থাকি।
©somewhere in net ltd.