![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা চাতক পাখি
তোমরা যারা ফলাফলের
চাতক পাখি সব,
মনে ভীষণ আশংকারা
হচ্ছে কি উদ্ভব।
দুহাত তুলে চাইছি সবার
ভালো ফলাফল,
যেন খুশির বান ডেকে যায়
মন করে শীতল।
তুমিও নিজে প্রভুর কাছে
উঠাও দুটি হাত,
তার করুণা পেলে তুমি
করবে বাজিমাত।
গুরুজনের নিকট থেকে
নাও রে আশির্বাদ,
সব ললাটে উঠুক হেসে
সফলতার চাঁদ।
©somewhere in net ltd.