![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে হয় আপন সবচে বেশি
তার স্মৃতিটা হূদে,
জেগেই থাকে যেমনি থাকি
জাগ্রত বা নিদে।
যেথায় ছিল উপস্থিতি
দুজনের একসাথে,
হঠাৎ গেলেও সেখান দিয়ে
হয় স্মৃতি হাতড়াতে।
কিংবা হঠাৎ মনে হয়ে
কান্না যদি আসে,
থাকলে কাছেই সৌধখানা
দাঁড়াই গিয়ে পাশে।
আর যদি না কাছাকাছি
যেতে কভু পারি,
স্মরণ করে দোয়া দরুদ
পাঠাতে মুখ নাড়ি।
ভুলে তো যায় সেই কেবল
যার ছিলে না আপন,
সামনে থেকে সরে গেলেই
দেয় জড়িয়ে কাফন।
©somewhere in net ltd.