নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোবারমুখ

আমি একজন বোবা।যদিও মুখে বলতে পারি না,তবু আমার কলম তো বোবা নয়।তাই আমার কথা বলবে আমারই কলম।দয়া করে কেউ ফোন করে লজ্জ্বিত হবেন না।আমার ব্লগে আসার ও লেখাগুলো কষ্টকরে,ধর্য্য সহকারে পড়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।ধন্যবাদ!

বোবারমুখ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে সেরা

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

দুই সতীনের ঝগড়া চলে
কে কাকে শেষ কী যে বলে
দূর থেকে তাই সারা,
থাকলে কাছে কেমন জানি
ছিড়তো কি চুল দুজন টানি
থাকতো চেয়ে কারা।
আম জনতার ভর করে কাঁধ
মিটায় মনের সবগুলো সাধ
দুজন মহারানী,
ক্ষমতার ঐ গদির যে লোভ
কতভাবে তাই ঝাড়ে ক্ষোভ
জনতার হয়রানি।
কেউ বলে দেশ বাবার গড়া
কেউবা স্বামীর হাতে ধরা
ভাগ পেয়েছে শেষে,
চাটুকারের দল যে কিছু
চলে সদাই ওদের পিছু
উচ্ছিষ্ট চায় ঘেষে।
আমরা তো নই পড়শি সবে
দেশ মাতারই অংশ যবে
সব শরীরেই আছে,
দুই সতীনের মুখ বেঁধে দাও
চেয়ার থেকে ওদের হটাও
শক্তি সবার কাছে।
বাংলা মায়ের সন্তানেরা
বিশ্ব মাঝে তোমরা সেরা
কীর্তি অনেক গাঁথা,
ভয় পেয়ে তো যায়নি পিছে
এখন কিসব ভাবছো মিছে
যাক না চলে মাথা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

দর্পণ বলেছেন: বাস্তবচিত্রের কাব্যিক বর্ণনা

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: বাস্তবিক চেহারার কাব্য

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

দর্পণ বলেছেন: বোবাভাই কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.