নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোবারমুখ

আমি একজন বোবা।যদিও মুখে বলতে পারি না,তবু আমার কলম তো বোবা নয়।তাই আমার কথা বলবে আমারই কলম।দয়া করে কেউ ফোন করে লজ্জ্বিত হবেন না।আমার ব্লগে আসার ও লেখাগুলো কষ্টকরে,ধর্য্য সহকারে পড়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।ধন্যবাদ!

বোবারমুখ › বিস্তারিত পোস্টঃ

ন্যায্য বিচার চাই

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

একাত্তরে মুক্তি পাওয়া দেশ
রক্ত রঙের হয়নি খেলা শেষ
যে ক্ষমতায় বসতে পারে বেশ
বিরোধী হয় পূর্ণ হিংসার রেষ।
যুদ্ধে করে মুক্তিযোদ্ধা বাকি যারা আর
নারী পুরুষ সবাই কিরে হবে রাজাকার
দেশদ্রোহীদের শাস্তি হওয়া চাই
নির্দোষকে জুলুম করার পক্ষে নাই।
ন্যায়বিচারের পাক অধিকার অভিযুক্ত সবে
বিচার শেষে ন্যায়ের কেন প্রশ্ন আবার হবে
যে বিচারের পরে ওঠে প্রশ্ন হাজার জনের
বিচারক কি অবুঝ কিংবা পশু কোন বনের।
একতরফা বিচার করে নয় সে বিচারক
মাতাল মাথা সদা থাকে টাকার প্রতি ঝোঁক।স্বাধীন দেশের হোক যে নাগরিক
ন্যায্য বিচার পায় যেন সব ঠিক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৪

স্পাইক্র্যাফট বলেছেন: রজাকার নিপাত যাক
দালাল নিপাত যাক
ছাগু নিপাত যাক
জামাত শিবিরনিপাত যাক

১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

বোবারমুখ বলেছেন: হ্যাঁ!সবাই নিপাত যাক।ওয়া মাআহুম আন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.