নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোবারমুখ

আমি একজন বোবা।যদিও মুখে বলতে পারি না,তবু আমার কলম তো বোবা নয়।তাই আমার কথা বলবে আমারই কলম।দয়া করে কেউ ফোন করে লজ্জ্বিত হবেন না।আমার ব্লগে আসার ও লেখাগুলো কষ্টকরে,ধর্য্য সহকারে পড়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।ধন্যবাদ!

বোবারমুখ › বিস্তারিত পোস্টঃ

বোশেখ আনে

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

বসন্ত শেষ গ্রীষ্ম আসে
বোশেখ বাহন করে,
সূয্যিমামার প্রচণ্ড রাগ
ঋতুরাজের পরে।
খাঁ খাঁ রোদে ঝলসে ফেলে
শুকিয়ে যায় পানি,
সকল জীবই চাতক পাখি
বিষ্টি হোক আসমানি।
গ্রাম্য ছেলে আর মেয়েরা
দল বেঁধে ব্যাঙ নিয়ে,
পাড়ায় ঘুরে বিষ্টি পেতে
দেয় যে ব্যাঙের বিয়ে।
গোমরামুখী মেঘ বোশেখে
ঈশান কোণে জমে,
গাছের পাতা আর নড়ে না
সব যেন থমথমে।
কৃষ্ঞ মেঘের রাগ ঝরাবে
ভাঙবে গাছের শাখা,
লণ্ড ভণ্ড করবে অনেক
ঝাপটিয়ে তার পাখা।
আম লিচু আর জাম কুড়িরা
পাকবে ধীরে ধীরে,
করতে নোঙর জিভ রসেতে
হাজার মজার তীরে।
দুখ ও সুখের অনুভূতি
বোশেখ আনে সাথে,
দুখের মালা কম যে ধনীর
গরিব বেশি গাঁথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.