![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত শেষ গ্রীষ্ম আসে
বোশেখ বাহন করে,
সূয্যিমামার প্রচণ্ড রাগ
ঋতুরাজের পরে।
খাঁ খাঁ রোদে ঝলসে ফেলে
শুকিয়ে যায় পানি,
সকল জীবই চাতক পাখি
বিষ্টি হোক আসমানি।
গ্রাম্য ছেলে আর মেয়েরা
দল বেঁধে ব্যাঙ নিয়ে,
পাড়ায় ঘুরে বিষ্টি পেতে
দেয় যে ব্যাঙের বিয়ে।
গোমরামুখী মেঘ বোশেখে
ঈশান কোণে জমে,
গাছের পাতা আর নড়ে না
সব যেন থমথমে।
কৃষ্ঞ মেঘের রাগ ঝরাবে
ভাঙবে গাছের শাখা,
লণ্ড ভণ্ড করবে অনেক
ঝাপটিয়ে তার পাখা।
আম লিচু আর জাম কুড়িরা
পাকবে ধীরে ধীরে,
করতে নোঙর জিভ রসেতে
হাজার মজার তীরে।
দুখ ও সুখের অনুভূতি
বোশেখ আনে সাথে,
দুখের মালা কম যে ধনীর
গরিব বেশি গাঁথে।
©somewhere in net ltd.