![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়তো ফাগুন জ্বলছে আগুন
গ্রীষ্মে কেন এসে,
টকটকে লাল আর গোলাপী
সবুজ ডালে হেসে।
বোশেখ ঝড়ের বিষ্টি পেয়ে
জ্বলছে দ্বিগুণ তেজে,
সবুজ পাতার কচি ঠোঁটে
রক্ত লালে সেজে।
ভ্রমর কিংবা রাতের আঁধার
কালো রঙের জানি,
রক্ত রঙের ছাপ শাখাতে
কৃষ্ঞ কেমনে মানি।
লাল আগুনের শিখা যেন
শাখায় জ্বলে পুরা,
কৃষ্ঞ তা নয় নামটি দিলাম
আজকে রক্তচূড়া।