![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্মভূমি
কোথায় আছে এমন শোভা
আহা! কি যে মনলোভা
সবুজ চাদর ঢাকা,
মিঠা পানির বয় যে ধারা
মন করে দেয় বাঁধন হারা
কোন সে তুলির আঁকা।
ঘুম চেতনে এমনি দেশ
পাইনি কোথাও খুঁজে,
ধন্য জনম দুচোখ যেন
এই এখানেই বুজে॥
শীত গরমের মাঝের ছোঁয়া
দেহ শীতল হাওয়ায় ধোয়া
অন্ন ভরা বাটি,
ঠিক যেন এ মায়েরই কোল
আদর স্নেহের শাড়ীর আঁচল
মাটি শীতল পাটি,
এখন বুঝি সবাই মিলে
স্রষ্টা কেন পূজে,
এই মাটিতেই স্রষ্টা যেন
আমার মাথা গুজে।
©somewhere in net ltd.