![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ চত্বরকে ‘নাস্তিক চত্বর’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ওইখানে যারা যাচ্ছে, তারা যুবক নয়। তারা হলো নষ্ট প্রকৃতির দলবাজ লোক। এরা বাংলাদেশের যুবকদের মাত্র এক ভাগ হতে পারে।
শাহবাগে তরুণরা নাচ-গান করছে, অপকর্ম করছে বলেও উল্লেখ করেন তিনি।
এখানে ক্লিক করুন
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০
ববিজী বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০
টাইম পাস বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
ববিজী বলেছেন: ধন্যবাদ।
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩
পথিক নোমান বলেছেন: আপনি কয়টা দেখেছেন?তুষার খান টাংগাইল ???? নাস্তিক যদি ওরা হয়ও! তবে আপনারা কি ধরনের মুসলমান যে রাজাকার বাঁচাতে চান??? সেটা তুলনায় আপনারা তো কাফের......।।।।।।।।@তুষার খান টাংগাইল
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২১
ববিজী বলেছেন: হুম......
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮
টাইম পাস বলেছেন: বাংলাদেশের সকল টেলিভিশন অভিনেতা অভিনেত্রী শাহাবাগ এ আসছে তা হলে তারা ও নাস্তিক, নাস্তিকদের অভিনয় বন্দ কর
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
ববিজী বলেছেন: তাহলে নাটক দেখবো কিভাবে।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯
যোগী বলেছেন: ভাই ম্যাডামরে নিয়া কিছু কইতেরিনা। কইলেই ব্যান খাই
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
ববিজী বলেছেন: কোন ম্যাডাম ? ? ?
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
পথিক নোমান বলেছেন: ও আচ্ছা আপনারা আস্তিক অভিনেত্রিদের অভিনয় দেখতে চান? তাদের আর কি কি দেখতে চান?:p
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯
ববিজী বলেছেন:
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
এই আমি সেই আমি বলেছেন: আমি শাহ বাগে গিয়েছি , আমাকে নাস্তিক বলার খালেদায় কে ? সে যে শিক্ষা , আচার আচরণ , জীবন যাপন , পোষাক পরিচ্ছদ গেটআপ মেকআপ নিয়ে আমাকে নাস্তিক বলছেন আমি তাহলে তাকে মুরতাদ ঘোষণা করতে পারি ।
অতীতেও সে মসজিদে উলুধ্বনি , দেশ ইন্ডিয়া হয়ে যাবে এই রেকর্ড বাজিয়েছেন । এই গুলায় মনে হয়না কাজ হবে । তার চাইতে এটা ,ট্রাই করতে পারেন; তারেক চুরা প্রধান মন্ত্রী , গুয়াজম প্রেসিডেন্ট । তাহলে কাজ হতেও পারে ।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
পথিক নোমান বলেছেন: ইসলামী রাষ্ট্রে সকল মতবাদের নাগরিক নিরাপদ। আর সচেতন মানুষ হিসেবে আপনাকে সবার প্রতি শ্রদ্ধা এবং সহনশীল আচরন করা উচিত। এটা মুসলমানদের জন্য ফরজ। আপনার সকল প্রকার নৈতিক দাবী আইনি প্রক্রিয়ায় চাওয়া উচিত। কে আস্তিক আর কে নাস্তিক সেটা মুখ্য নয়। মুখ্য হলো তাদের মূল দাবী কি। আর তাদের মূল মুসলমানদের জন্য নিরাপদ। বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ যুদ্ধাপরাধী আন্দোলনের বিপক্ষে কথা বলছে এবং আন্দোলনকারীদের নাস্তিক প্রমান করছে। আর আপনার কাছে প্রশ্ন, আপনি কয়টা নাস্তিককে দেখেছেন যে মসজিদ ভাঙতে কিংবা মন্দির ভাঙতে? দেখাতে পারবেন না। কারন এসব করে আপনাদের মতো কিছু অশিক্ষিত ধর্মভীরু মানুষ।
৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
আমি বাংলার সন্তান বলেছেন: ফালতু মহিলা। যুদ্ধাপরাধীদের বাচাতে লড়ছে ... নির্লজ্জ কোথাকার।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
ববিজী বলেছেন: একজন না দুইজনই ? ? ?
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
তুষার খান টাংগাইল বলেছেন: ম্যাডাম জিয়া যা বলেছেন ঠিক ই বলেছেন। কাদের সিদ্দিক যদি রাজাকরা হতে পারে তবে ওরা ১০০ বার নাস্তিক। শাহবাগে এমন কোন অপকর্ম নেই যা না হয়।