নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু

ববিজী

ববিজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের নিরপেক্ষতা সময়ের দাবী।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

আমার মনে হয় সর্ব প্রথম আমাদের দেশের ব্লগ গুলোর প্লাটফর্ম গুলোকে নিরপেক্ষ করতে হবে। ব্লগারদের মতামত বা লেখা পক্ষপাতুষ্ট হলেও ব্লগ কর্তৃপক্ষকে মডারেশনের মাধ্যমে এর পরিবেশটাকে সচ্ছ ও কঠোর ভাবে নিরপেক্ষ রাখার চেষ্টা করতে হবে। সামু ব্লগ অনেকটা নিরপেক্ষতা বজায় রাখলেও অনেক ব্লগের প্লাটফর্মকে সুনির্দিষ্ট কোন মতবাদ বা পক্ষের প্রতিনিধিত্ব করতে দেখা যায়। কিন্তু এটা মনে রাখা দরকার যে গনতান্ত্রিক একটি দেশে অনেক মতাদর্শের মানুষের বসবাস এবং সময় এর পরিবর্তনে সরকারও পরিবর্তিত হয়। আর সে কারনে এ বিষয়টা খেয়াল রাখা দরকার যে ব্লগের অবস্হান যদি কোন একটা নির্দিষ্ট মত বা দলের পক্ষে চলে যায়, তাহলে অন্য মতের সরকারের সময়ে ব্লগ অক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমার ব্লগাররা নানা মত ও নানা আদর্শ নিয়ে আলোচানা সমালোচনা কররেও ব্লগ কর্তৃপক্ষের কঠোর নিরপেক্ষতা বজায় রাখা সময়ের দাবী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

সিপন জিকো বলেছেন: এই ব্লগ কি কখনো নিরপেক্ষ ছিল?

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি নিরপেক্ষ নই, আমি মানুষের পক্ষে, মানবতার পক্ষে, আমার মতে ব্লগের ও এই পক্ষেই থাকা উচিত ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.