![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক যুগ অতিক্রান্ত হয়েছে -গ্রাম ছেড়ে শহরে, শহর ছেড়ে আপাতত পৃথিবীর রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দু ওয়াশিংটন ডি.সি তে।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি তে অনার্স,মাস্টার্স করে উচ্চ শিক্ষার স্বপ্ন বুকে নিয়ে প্রবাস যাপন।\nখুব কষ্ট হয় যখন দেখি \'৭১ নিয়ে এ প্রজন্মের অজ্ঞতা, যখন দেখি লালনের গান রিমিক্স হয়ে পরিচিত হয় আরেকজনের গান হিসেবে। খুব কষ্ট হয় রাজাকারদের হাতে কিংবা গাড়িতে লাল সবুজ পতাকা দেখে।\nভালোবাসি ভালোবাসতে। সুপরিচিত বদমেজাজী হিসেবে।
ইউএসএ তে আসার পর কেউ বিশেষ করে বায়োলজির গবেষনায় আছেন এমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমাদের দেশে বিজ্ঞানের গবেষনার কী অবস্থা, কেমন গবেষনা হয় ওখানে ইত্যাদি ইত্যাদি… আমি শুরু করি সাধারণত কিছুটা এক্সকিউজ দিয়ে আর শেষ করি কুমিরের সেই খাজ কাটা খাজ কাটা গল্পের মত করে। বলি- দ্যাখো আমরা এখনও ডেভেলপিং ফেজে আছি এবং একটা সোস্যাল রিফর্মের ভেতর দিয়ে যাচ্ছি তাই বলার মত সেরকম কোন এচিভম্যান্ট নেই। এটুকু বলেই ঝটপট রেফারেন্স টানতাম সাম্প্রতিক কিছু অর্জনের দিকে এবং শুরু করতাম ড. মাকসুদুল আলম স্যার কে দিয়েই। বলতাম তুমি কি জানো আমরা পাটের জেনোম সিকোয়েন্স করে ফেলেছি এবং সেটার প্যাটেন্ট অর্জনের পথে! বলতাম জানো আমরা ম্যাক্রোফেমিনার (পাটের একধরনের ছত্রাক) জেনোমও সিকোয়েন্স করে ফেলেছি। সেই সাথে বলতাম আমাদের দেশের খাবারের চাহিদা মেটাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কিংবা গবেষনা প্রতিষ্ঠান গুলোর উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান কিংবা শষ্য-ফলাদির কথা। ওরা অনেকেই শুনে অবাক হয়—বলে আমি শুধু তোমাদের পলিটিক্যাল আনরেষ্টের খবর পড়ি মিডিয়াতে। তখন ক্ষনিকের জন্য মুখ লুকিয়ে আবার শুরু করি—তুমি জেনে খুশি হবে আমার দেশ গবেষনায় খুব বেশি অর্থ দেয়ার সামর্থ নেই বলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়ায় বিনে পয়সায় আর সেই সব স্কুল থেকে পড়াশুনা করে এসে ছেলেমেয়েরা তোমাদের দেশের নামকরা বিশ্ববিদ্যালয় যেমন হার্ভাড, এমআইটি, জন্স হপকিন্স কিংবা গবেষনা প্রতিষ্ঠান যেমন এনআইএইচ, ওকরিজ, স্ক্রিপ্স রিসার্চ ইনষ্টিটিউটে গবেষনা করছে—ইতিমধ্যে কেউ কেউ তাঁদের আবিস্কার প্যাটেন্ট ও করে ফেলেছে। নিজের দেশের ঢোল বাজাতে গিয়ে কোর্স ওয়ার্কে যদি কোন পেপার প্রেজেন্টেশন থাকে তাহলে আমি আমাদের দেশের কারো পেপার প্রেজেন্ট করতাম এবং অনেকেই জেনে অবাক হবেন আমাদের দেশের মানুষজনও এখন প্রায়শই ন্যাচার কিংবা সায়েন্সে পাব্লিশ করছে নিজেদের গবেষনা। বিশ্বাস না হলে আপনার জ্ঞাতার্থে--- গত অগাষ্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসান ভাইয়ের ( Nur A. Hasan ) গবেষনা প্রকাশিত হয়েছে সায়েন্সে আর মাত্র গত সপ্তাহে আমার কলেজের বন্ধু আসিফের (Asif Islam Khan ) কাজ পাব্লিশ হয়েছে ন্যাচার জার্নালে। কী ভাবছেন? সব কাজতো এই দেশের মাটিতে করা। তাহলেও আপনার জ্ঞাতার্থে- আমার ক্লাশমেট লিঙ্কন ( Faizule Hasan ) এর গবেষনা যা বছর দুয়েক আগে প্রকাশিত হয়েছিল ন্যাচার এ এবং তার গবেষনার কাজ হয়েছে দেশে বসেই আর পাট কিংবা ম্যাক্রোফেমিনার কাজটাও দেশের মাটি থেকেই। এমন বেশ কিছু উদাহরন আজকাল দিতে পারি। কিন্তু আজ থেকে একটা উদাহরন দিতে বেশ কষ্ট লাগবে--- ড মাকসুদুল আলম স্যার আমাকে দেশ কে নিয়ে অন্যদের সামনে গর্ব করার মত আরো অনেক কিছু দিতে পারতেন--- জীবনের ঘড়ি থমকে দিলেন সেই অগ্রযাত্রা...
ভালো থাকুন স্যার আপনি।। শান্তিতে ঘুমোন... আমাদের ঋণি করে চলে গেলেন ওপারে... ভাগ্যিস দেশে আপনাকে বিশ্বাস করা হয়েছিলো...
"নিজের জীবন, প্রাণের জীবন"
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১
শাদা-অন্ধকার বলেছেন: আলসেমির কারণে নিয়মিত লেখা হয়না। আর তাছাড়া ব্লগ এখন এক্সট্রাটেরেস্ট্রিয়ালদের জায়গা--- অর্বাচীনরা এক্সটিঙ্কট প্রায়... হা হা
বাই দ্যা ওয়ে, পড়া এবং কমেন্টের জন্য ধন্যবাদ। উইন্টার ব্রেক কাটাচ্ছেন কীভাবে?
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২
শাদা-অন্ধকার বলেছেন: আপনাকেও আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ...
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন।
শুভকামনা
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
শাদা-অন্ধকার বলেছেন: ধন্যবাদ ব্লগার অপূর্ণ রায়হান...। আপনার জন্যও শুভকামনা...
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
কলাবাগান১ বলেছেন: কত টুকু নিবেদিত প্রান হলে উনি মাসে ১৬ লক্ষ টাকার মাসোহারা র এক পয়সাও গ্রহন করে নাই....Hats off to his infectious way of loving the homeland..........
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০
শাদা-অন্ধকার বলেছেন: সত্যিই নিবেদিত প্রাণ না হলে এতো টাকার মাসোহারা না নেবার মানসিকতা কয়জনের থাকে...
Hats off to his infectious way of loving the homeland..........
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কিন্তু ব্লগিং করি না, ব্লগারও না। আপনার লেখা ভাল লাগে অনেক।
হুম, ব্রেকের দুই দিন হল। অনেক বোরিং। অ্যাপ্লায়িং টু এন আই এইচ, হপকিন্স, এন ওয়াই ইউ, কলম্বিয়া, মাউন্ট সাইনাই, অ্যান্ড মেনি মোর ফর সামার রিসার্চ অ্যান্ড আদার প্রোগ্র্যামস।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২০
শাদা-অন্ধকার বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: শুধু ব্লগ লিখলেই কী ব্লগার! ব্লগ পাঠক এবং মন্তব্যকারীও একজন ব্লগার। আপনার পরিসঙ্খান বলে (মন্তব্য করেছেন: ২৫৩২০টি) আপনি একজন নিয়মিত ব্লগার...
আমার অনিয়মিত লেখা আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো...
হুম, আশা করছি আপনার এনআইএইচ এ হয়ে যাবে... দ্যান আমার গর্ব করার লিস্টে আরো একজন বাংগালী প্রতিভাবান যুক্ত হবে
গুড লাক......
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
সাফরিনলিপি২ বলেছেন: ভাল লাগলো !!
২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২১
শাদা-অন্ধকার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো!!
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
জিরো ডাইমেনশন বলেছেন: আমাদের দেশের মেধাবীরা কিন্তু নিয়মিত মেধার সাহ্মর রেখে যাচ্ছে। আমার ভার্সিটির বায়োলজি অনুষদে অনেক বন্ধুদের ভালো করার যে আত্তপ্রত্যয় দেখছি তাতে সামগ্রিক ভাবে আমরা ভালো কিছু পাব আশা করি।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭
শাদা-অন্ধকার বলেছেন: আপনার সাথে সম্পুর্ন একমত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণরসায়ন ডিপার্টমেন্টের অনেক জুনিয়র ছেলেমেয়ে এখন নামকরা সব প্রতিষ্ঠানে যেমন জার্মানীর ম্যাক্সপ্লাঙ্ক, ডিউক ম্যাডিকেল, ইউসি ডাভিস ইত্যাদিতে পড়াশুনা কিংবা গবেষনা করছে। আর বুয়েটের কথা তো বলাই বাহুল্য...
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৯
কলমের কালি শেষ বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি ।
২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
শাদা-অন্ধকার বলেছেন: "উনার আত্মার মাগফেরাত কামনা করছি ।"
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
জাফরুল মবীন বলেছেন: এদেশের মেধাবী সন্তানেরা দেশে ও দেশের বাইরে নানা ধরণের আন্তর্জাতিক মানের গবেষণা করে চলেছে এবং বহির্বিশ্বে তা সাদরে সমাদৃতও হচ্ছে।দুঃখের বিষয় হলো এদেশের মিডিয়ায় এসব খবর যে ব্যপকতায় প্রচার করলে আরও অনেকেই অনুপ্রাণিত ও গর্বিত হতো তা অনেক সময় করা হয় না।আপনার প্রচেষ্টায় সাধুবাদ জানালাম।
শুভকামনা জানবেন।
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
শাদা-অন্ধকার বলেছেন: অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য। আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন।
১০| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hoyeche
১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৯
শাদা-অন্ধকার বলেছেন: অভিনন্দন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা! নিশ্চিত কোন আইভি লীগে? !!
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লেখা অনেকদিন পরে।