নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://shorob.com/author/bohemian/

http://shorob.com/author/bohemian/

বোহেমিয়ান কথকতা

© বোহেমিয়ান । http://shorob.com/author/bohemian/ http://www.ibappy.com/ http://twitter.com/ibappy খুব সামান্য একজন । আপনার আশে পাশের হাঁটঁতে থাকা আটপৌরে দের মধ্যেই আমাকে খুঁজে পাওয়া যাবে ।

বোহেমিয়ান কথকতা › বিস্তারিত পোস্টঃ

** শিকার B-) ** [ (প্রায়) থ্রিলার গল্প B-) :)]

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩

বাস জার্নি জিনিসটাই বোরিং । আমার মত অসামাজিক টাইপ মানুষদের জন্য তো অবশ্যই ।

গান শোনো আর ঘুমাও । বাস এ পাশের যাত্রী যদি হয় বাঁচাল,তাহলে তো কথাই নেই । কেউ কেউ

আবার ঘুমের মধ্যে গায়ের উপর ঢলে পড়ে! অসহ্য!

ইদানিং আবার মলম পার্টি নামে কিছু বিশ্রি চোরের আবির্ভাব হয়েছে । বাস যাত্রা এখন আর নিরাপদ নয় :।

আমি চট্টগ্রাম এর বাস এ উঠেছি ঢাকা আসার জন্য । বাস কিছুক্ষণের মধ্যে ছাড়বে ।

এখন বাজছে ১১ টা পঞ্চাশ । রোজার দিন ধীরে যায় । রাত খুব তাড়াতাড়ি চলে যায় । অনেকক্ষণ ধরেই বসে আছি ।

আজকের রাত অত দ্রুত কাটছে না । নিজের পছন্দমত একটা সিট নিয়েছিলাম ।

ভাগ্য ভাল !আমার পাশের সিট এ কেউ এখনো বসে নাই । ভাল। না বসলেই ভাল ।

আমার সাথে একটা ফুটবল । (যদিও আমি ফুটবল খেলি না । একটা সময় দেখতাম খুব।

ক্লাব ফুটবল নিয়ে আড্ডাও দিতাম বন্ধুরা মিলে। )আর আছে আমার ব্যাগটা।

ব্যাগ ভর্তি জিনিস পত্র । আর সাথে বেশ কিছু টাকা । ভালোয় ভালোয় ঢাকা গেলে বাঁচি । ঢাকায় গিয়েই...

চিন্তায় ছেদ পড়ল । এক জন বেঁটে খাঁটো লোক আমার পাশের সিট এ বসার জন্য এল। আমি আবার জানালার পাশে বসি না ।

লোকটার জন্য আমার ফুটবলটা কোলে নিয়ে জায়গা করে দিলাম। লোকটা জানালার পাশের সিটে গিয়ে বসল।

মেজাজটাই গরম হয়ে গেল । ডিসগাস্টিং !একে দেখেই মলম পার্টি বলে মনে হয়!লোকটি আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল ।

আমি ভদ্রতা রক্ষা করলাম না । হাসির উত্তর না দিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলাম । লোকটি অপমানিত হয়েছে কিনা জানি না । হলেই ভাল । আর কথা বলবে না !

লোকটি একটু ঢেলান দিয়ে বসল । বসেই জানালাটা লাগিয়ে দিল!

আমার জানালার পাশে বসায় সমস্যা হয় । কিন্তু তাই বলে লোকটা জানালাটা বন্ধ করে দেবে?!

ডিসগাস্টিং !

বাস ছেড়ে দিল । বাস ধীর গতিতে এগুতে লাগল । রিক্সাগুলো ও যে! কোন নিয়ম মানে না !জ্যাম লাগিয়ে রাখে!

চট্টগ্রামের এই রোডগুলায় এত বেশি ট্রাক! রাতের বেলায় ও জ্যাম হয়। জ্যাম একদম ভাল লাগে না । ইদানিং অবশ্য কিছুই ভাল লাগে না !

বেশ কিছুটা সময় পরে বাস গতি পেল । এখন বেশ টান মেরে চলবে ।



লোক টা কথা বলার জন্য বেশ উশ খুশ করছে বোঝাই যাচ্ছে ! আমি মুখ ও ফিরালাম না তার দিকে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম । অনেকক্ষণ কেটে গেল ।

পাশের লোকটি তার হাতে রাখা ছোট ব্যাগ থেকে একটা খেজুঁর এর প্যাকেট বের করল। রমজান মাসে খেজুর

খাওয়াটা স্বাভাবিক । তাই বলে শুধু খেজুঁর ?! সে প্যাকেট থেকে বের করে গাপাগাপ খেতে লাগল ! যেন এগুলা মুড়ি :P!

দুটো আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন ভাইজান খাবেন নাকি? আমি ইচ্ছে করে মুখে বিরক্তির চিহ্ন ফুটিয়ে তুললাম ।

লোকটা মনে হয় বুঝতে পারল ।

"ওকে ভাইজান! অপরিচিত মানুষের কাছ থেকে বাস এ কিছু না খাওয়াটাই উচিত। তাই বলে আমরা সামাজিক মানুষ ।

কিছু সাধা সাধি না করলে চলে?সামনেই তো বাস থামবে । ঐ খানের হোটেল থেকে কিছু খেয়ে নিতে পারবেন । " এক টানে কথা গুলো বলে গেল । এর পর খ্যক খ্যাক করে হাসতে লাগল ।

আমি যেন জানি না আর! এই সব লোক কেন যে এত কথা বলে!

"ইদানিং আবার বিশাল সমস্যা শুরু হইছে!" এ তো দেখি মহা যন্ত্রণা এই লোকের থামার কোন লক্ষণ নাই !

আমি এই বার অবশ্য একটু ভদ্রতা করলাম । "কি সমস্যা?"

"ইদানিং এক টাইপের ডাকাইত বাস আক্রমণ করতাছে!"

"কি টাইপ?" আমিও অবশ্য কিছু কিছু শুনেছি পুরোটা জানার দরকার আছে। এই সব বাচাঁলরা এইগুলা আবার ভালো জানে । যদিও যা বলে তার

অনেকাংশই বানোয়াট । তবে শুনে রাখা ভাল ।

"এরা ড্রাইবারের সাথে চুক্তি কইরা রাখে! একটু সুনসান জায়গা দেইখা বাস "সোলো" করে । এর পর ডাকাইতরা উঠে ।

কালা কাপড়ে মুখ ঢাকা ডাকাইত। ভাব দেখায় ড্রাইবারগো লগে কোন কিস্যু নাই! আসলে অরাই নাটের গুরু । এর পর তো সব নিয়া যায় । চোখে ..."

"ব্যস ব্যস! আর বলতে হবে না । বুঝতে পেরেছি । "গপ্পো মারার আর জায়গা পায় না! তবে কাছা কাছি কিছু একটা আমিও শুনেছি ।

"আসলেই ডরের কথা ।" এই বলে সে পেয়ারা বের করল । খেজুর অলরেডি শেষ করে ফেলেছে । "ভাইজান পেয়ারা খাইবেন ? আমার মায় দিছে!"

"না ভাই । কিছু মনে করবেন না ।" এই বলে আমি আমার ব্যাগে রাখা জুসের বোতলটা বের করলাম । "যেই কথা বললেন গলা শুকায়া গেছে! "

লোকটা হে হে করে হাসল । "খেজুর খায়া আমার গলাডাও শুকায়া গেছে । একটু দিবেন নাকি?"

আমি দিলাম । এতই যখন পরোপকারী স্বভাব তার! "দুই ঢোক ভাই । আমি বাইরের জিনিস খাই না তো! এই জুসটাই ভরসা "

"আইচ্ছা আইচ্ছা!" লোকটা এই বলে একটু হেসে বোতলটা নিয়ে খাওয়া শুরু করল । দুই ঢোক ই খেল সে! তবে বেশ বড় বড় ঢোক!

"ধন্যবাদ ভাই ।"

"ওয়েলকাম " বলে আমি মুখটা আটকালাম । নিজে খেলাম না ।

লোকটা বলল "পেয়ারাটা নিতে পারতেন ভাই । শুধুই একটা ফল ।" বলে একটু হাসল । "আমি অবশ্য খাই না " ।

আমি আবারো বললাম "না ভাই!অনেক ধন্যবাদ!"

লোকটা জানালার দিকে তাকানো শুরু করল । এর পর বলল "কী ব্যাপার! এত ঘুম ধরল হঠাত কইরা?!!"

আমি একটু মুচকি হাসলাম । লোকটি বুঝতে পেরেছে কি ঘটেছে! সে কিছু বলার আগেই ঢলে পড়ল ।

আমি অন্য যাত্রীদের দিকে তাকালাম কেউ খেয়াল করল কিনা । সবাই ঘুমে ঢলে পড়ছে অথবা গান শুনছে চোখ বন্ধ করে ।

তার পর লোকটার ছোট ব্যাগটি চেক করা শুরু করলাম ।

ভেতরে দেখি অনেক মানিব্যাগ! এই লোক দেখি আমার মতই "শিকারী"!!

এর পেয়ারায় শিওর ঘুমের ঔষধ মেশানো আছে ! যাই হোক চট্টগ্রাম আসার সময় ও দান মারলাম আমি । যাবার সময় ও! তাও আবার চোরের উপর বাটপারী! ফুটবল টা পায়ের কাছে ছিল লাথি মেরে ভেতরের দিকে ঠেলে দিলাম । আগের "শিকার"এর ফুটবল ছিল এটা ।

ছেলেটার জন্য একটু আফসোস হইছিল পরে । কিন্তু এইবার খুব ভালো লাগছে! গর্বে আমার বুক ফুলে যাচ্ছে । সব রুল ফলো করে "শিকার" করেছি । জানালার পাশে বসা যাবে না । রাস্তার শুরুতেই কিছু খেতে সাধা যাবে না । সাথে এমন কিছু রাখতে হবে যাতে দেখে নির্দোষ মনে হয় (যেমন ফুটবল!)। মাঝপথে সবাই যখন ঘুমে ব্যস্ত তখন ই কাজ করতে হবে!আমি তো বস ! ভাবতে লাগলাম ।

মানিব্যাগ গুলো থেকে টাকা বের করে আমার ব্যাগে ঢুকাচ্ছিলাম । হঠাৎ মনে হল গাড়ি স্লো হয়ে গেছে । সামনের দরজা দিয়ে কেউ ঢুকল বলে

মনে হল! লাইট নেভানো ছিল । তবুও বুঝতে অসুবিধা হচ্ছিল না লোক গুলোর মুখে মুখোশ ছিল । মুখোশটা কি কালো?





আমার প্রথম ফিনিশড (প্রায়) থ্রিলার । খুব অল্প সময়ে লিখেছি । অপরিণত হাতের লিখা সন্দেহ নেই । ভুল গুলো ধরিয়ে দিলে আগামীতে ভাল লিখার ইচ্ছে রাখি ।





ছবি কৃতজ্ঞতা

মন্তব্য ৪৭ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

অপরিচিত_আবির বলেছেন: মজা হয়েছে! আমি মাঝামাঝি আসার পর ভাবছিলাম যে আমি হলে এইভাবে ফিনিশ দিতাম - আর দেখি একদম ঠিক তাই! কাজেই "মনমতো" যে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধইন্যা :D :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

শম্পা শাহরিয়ার বলেছেন: ভাল হইসে :)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধন্যবাদ শম্পা :D

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: টানটান লেখা। বেশ ঝরঝরে। পড়ে আরাম পেলাম। ফিনিশিংটা অবশ্য আগেই বুঝছি :)

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: হাসান ভাই আমার লেখা পড়ার জন্য ধইন্যা :D
পড়ে আরাম পাইছেন শুনে খুব্বি খুশি হইছি :D

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: ওরে বাবা !! জটিল লিখছো - হাসতে হাসতে :D

লেখার মধ্যে ইমো একটু কমিয়ে দিও ।

আর কি অবস্থা ? কমেন্ট অ্যাক্সেস আসে নাই ?


১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: থ্যাঙ্কু অপর্ণাদি
এই সব লিখায় আর ইমো দিবো না
ভুল ধরিয়ে দেবার জন্য বিশাল ধইন্যা

অবস্থা ভালো না! এখনো দেয় নাই । এরা এমন করতেছে কেন বুঝতেছি না :(

আপু আবার লিখবেন কবে? :(

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

আকাশনীল বলেছেন: হাহ হাহ হা। বেশ মজা পেলাম। পুরাই থ্রিলার দেখতেসি :)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধইন্যা ভাইয়া :D

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০২

তামিম ইরফান বলেছেন: লেখা ভালো লাগছে.......+++

তবে ইমোগুলি না দিলে মনে হয় ভালো হইতো.....থ্রিলার জাতীয় লেখায় ইমো দেওয়ার এইটাকে ফান পোষ্ট মনে হইতেছে......আর পোষ্টের ফটুকটা দুইবার আসছে....পড়ার সময় এটা বিরক্তির উদ্রেক করে.....২য় ফটুকটা সরায় দিয়েন.....

.......................................

"লোকটি একটু ঢেলান দিয়ে বসল"

ঢেলান শব্দটা পড়তে কেমন যেন লাগে.....শব্দটার পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করতে পারেন।

এটা পাঠক হিসেবে যাষ্ট আমার একটা মতামত........অনধিকার চর্চা করে থাকলে ক্ষমাপার্থী:)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধন্যবাদ তামিম ভাই :D :)
২য় ফটুক কেমনে সরায় আমি জানি না :(

ইমো আর দিব না :D

অবশ্য ই না । আমি চাই অন্যরা আমার ভুল ধরিয়ে দিক । আমি শিখতে চাই । কষ্ট করে লিখে পড়েছেন এবং ভুল ধরিয়ে দিয়েছেন এ জন্য ধন্যবাদ ।
ভবিষ্যতেও এই ভাবে উপদেশ এই আশায় রইলাম ।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

পারভেজ বলেছেন: ভালো হয়ছে।
সমাপ্তিতে এসে গল্পটা বলার ধরণটা একটু বদলাতে পারলে আরো ভালো লাগতো।
++++

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধন্যবাদ । আমি নিজের লিখা বার বার এডিট করতে থাকি
শেষ পর্যন্ত আর প্রকাশ করা হয় না । তাই এবার অত চিন্তা না করেই প্রকাশ করে দিলাম
দোয়া রাখবেন সামনে যেন ভাল লিখতে পারি
আবারো ধন্যবাদ

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১

সালাহউদ্দীন আহমদ বলেছেন: গল্প ভাল লেগেছে। তবে ভাষাটা আরেকটু মনে হয় পরিমার্জনা করতে হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২০

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করছি সামনে ভাল লিখতে পারব ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

নকীবুল বারী বলেছেন: চমৎকার লাগলো....আইডিয়া গুড

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪

বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০

একরামুল হক শামীম বলেছেন: কি অবস্থা ভাইজান? ব্লগের সব অ্যাকসেস পেয়েছেন? কোন পোস্টে জানি দেখলাম কমেন্ট করার অ্যাকসেস নাই।
লেখা ভালো হৈছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩

বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
জ্বি ভাই একসেস পাইছি :D

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮

একরামুল হক শামীম বলেছেন: ভেরি গুড। আপনার ভালো ভালো লেখা পড়ার অপেক্ষায় থাকলাম :)

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১০

বোহেমিয়ান কথকতা বলেছেন: চেষ্টা করব । ধন্যবাদ ভাই

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৬

ফারহান দাউদ বলেছেন: ব্যাপক হইসে, যে যাই বলুক। এডিট করে ইমোগুলো সরায়া দিলে ভাল হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৩

বোহেমিয়ান কথকতা বলেছেন: অনেক ধইন্যা ভাইয়া :D
দারুণভাবে অণুপ্রাণিত হলাম :D

এখন ই ঠিক করতেছি । শিশু ব্লগার তো মাথায় আসে নাই :P !!

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৪

আহমেদ রাকিব বলেছেন: জটিল হইছে। ব্যাপক জটিল।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: ধইন্যা ধইন্যা :D
দোয়া করবেন ভাই :D

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৯

শাহাবুিদ্দন শুভ বলেছেন:
অর্ধেক পড়েছি । সেহেরি খেয়ে বাকীটা পড়ে নেব।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনাকে পড়ার জন্য অনেক ধন্যবাদ

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৬

অন্যরকম বলেছেন: আরে.... লেখা তো সেরম হইছে.... + :)

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

বোহেমিয়ান কথকতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ :D :D

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২০

ফারহান দাউদ বলেছেন: অন্যরকম, এই গল্পটা পড়ার পরে মনে পড়লো যে ব্লগে আগে নিয়মিতই ভাল গল্প আসতো, থ্রিলার থেকে ছোটগল্প, যে কোনটাই প্রতিষ্ঠিত লেখকদের ছাড়িয়ে যাওয়ার মত। আজকাল আসে না বললেই চলে, বিচ্ছিন্নভাবে যে ২-১টা ভাল আসে এইটাও তার মাঝে পড়ে। প্রত্যাশা বাড়লো, স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারলে আমরা নাদান পাঠকরা গল্প পড়ার আনন্দটা কন্টিনিউ করতে পারি।:)

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

বোহেমিয়ান কথকতা বলেছেন: স্ট্যান্ডার্ড ধরে রাখার চেষ্টা থাকবে :)

আমি ও বেশ কিছু ভালো লেখা "আর্কাইভ" থেকে বের করে পড়ছি । অনেকের লিখা এমন যে পড়ে লজ্জা লাগে নিজে কি
লিখি আর এঁরা কি লিখে!!!

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

ভাবের অভাব বলেছেন: অপরিনত হাতের লিখা!!?? খুব ভালো লাগলো তো!!!

আর আপনাকে ধন্যবাদ। নতুনদের কারো কারো ব্লগ ভিজিট করছেন দেখে ভালো লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

বোহেমিয়ান কথকতা বলেছেন: আমি নিজে এখানে নতুন । ( যদিও ব্লগস্পটে ব্লগিং করি সেই ২০০৬ থেকে )
নিজে কিছু লিখা লেখার পর আমার মনে হয়েছে "আরো" কিছু মন্তব্য/ ভিজিটর পেলে ভাল লাগত ।
সেই না পাওয়ার কষ্ট টা যেন নতুনতর দের না হয় সে জন্য ই ভিজিট করেছি । নিয়মিত করার ইচ্ছে আছে ।

আপনাকে অনেক ধন্যবাদ :)
অপরিণত এই কারণে আমি প্লট, এর প্লটের জন্য যেই পড়াশোনা করা দরকার তাতেই বেশি সময় দেই :(
লিখায় তেমন সময় দেয়া হয় নি। এখন থেকে সব গুলা সমান ভাবে করার চেষ্টা করব ।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: সুন্দর লেখা। চর্চা চালিয়ে যাও।

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

বোহেমিয়ান কথকতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার :D

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

মুক্ত বয়ান বলেছেন: মজাক হইছে বোহেমিয়ান ভাইজান.. হাস্তে হাস্তে শ্যাস!!! =p~ =p~
+++

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯

শাওন৩৫০৪ বলেছেন: জটিল হইছে...আসলেই খুব ভাল্লাগছে....

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: নাহ , আসলেই ভাল হয়েছে , মোটেও গতানুগতিক হয়নি

+

২২| ২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুরা সেইরকম..........:):):)

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০১

তাশফিকাল বলেছেন: ওহ জোস! আহ জোস!
নতুন ধরনের গল্প...

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

আসফাকুল আমিন বলেছেন: এই কমেন্টের কুনো রিপ্লাই হবার সম্ভবনা নাই ...... :D

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

আসফাকুল আমিন বলেছেন: আমি হৈলেও গল্পটা এমনেই শেষ করতাম

২৬| ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪

মাহী ফ্লোরা বলেছেন: প্রায় থ্রিলার পুরাই থ্রিলার হইছে।ভাল লাগলো।

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৭

তৃথা বলেছেন: ভাল লিখেছেন, প্রথম দিকের লেখা হিসেবে যথেষ্ট মানসম্পন্ন, প্লাস

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৩

ইলুসন বলেছেন: ভাল্লগছে। কমেন্টের জবাব দেন না কেন?

২৯| ১৫ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

আতিকুল০৭৮৪ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.