নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন কিছু লিখতে চাই যা পড়ার উপযোগী, অথবা এমন কিছু করতে চাই যা লেখার উপযোগী

দূর-পরবাসী

দূর-পরবাসী › বিস্তারিত পোস্টঃ

কবিতা - নিঃসঙ্গতার স্বান্তনা

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

যদি কখনো মনে পড়ে,
ব্যালকনিতে গিয়ে তাকিয়ে থেকো ঐ উদ্ভাসিত চাঁদের দিকে,
কল্পনা করো বহু দূরে আমিও নিঃশব্দ বেদনা্য় তাকিয়ে আছি ঐ চাঁদের দিকে,
চাঁদ তো একটিই, সেটিই না হোক আমাদের একমাত্র মাধ্যম,
ঐ দূর নিস্তরঙ্গ আকাশের জ্বলজ্বলে চাঁদ আমাদের ভাসিয়ে দিয়ে যাক জোসনার বন্যায়,
ভরে দিক এই স্বান্তনায়,
দূরে হোক তাতে কি,
আছি তো একই চাঁদোয়ার নিচে,
একই পৃথিবীতে !!!!!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দূরে হোক তাতে কি,
আছি তো একই চাঁদোয়ার নিচে,
একই পৃথিবীতে !!

ভাবনারা মন্দ নয়!
তবে কাছে থাকার অভাব কি তাতে দূর হয় ;)

+++

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

দূর-পরবাসী বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, কাছে নেই বলেই স্বান্তনা খুঁজি চাঁদোয়ার নিচে !!! তবে যাকে নিয়ে লেখা তিনি অনেক আগেই বিদায় নিয়েছেন বেদনার আকাশ থেকে, লেখাটিও অনেক পুরনো, কোন এক ব্যথাতুর বিকেলে নিঃশব্দ বেদনায় হলে আমার রুমে বসে লিখেছিলাম !!!!!
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল, ভালো থাকবেন !!!

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

জুন বলেছেন: কাল রাতে পথ ভুলে সাময়িক বাসস্থানের করিডোরে এক ঘুঘু এসেছিল। কিছুটা আহত পাখটিকে অনেক কষ্টে ধরে এনে ব্যলকনিতে রেখে খাবার দিলাম। পর্দা ফাক করে দেখছিলাম বার বার সেই নি:সংগ একাকী ঘুঘুটি কি করে অপরিচিত পরিবেশে। সকালে উঠে দেখি নেই। হয়তো সে তার নিজের পরিবেশে ফিরে গেছে। আপনার লেখা পড়ে কাল রাতের কথা মনে পড়লো দূর পরবাসী। সুন্দর লিখেছেন অনুভুতি নিয়ে।


এই দেখুন সেই ঘুঘুটি

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

দূর-পরবাসী বলেছেন: জুন আপু, অনুভুতির ব্যাপারটা আসলে আপেক্ষিক, সময়ের সাথে নিয়ত পরিবর্তনশীল। আজ যার জন্য অনুভুতি, কাল হয়তো অনুভুতি ঠিকই থাকবে কিন্তু অনুভুতির জায়গায় স্থান নেবে আরেকজন !!!! যাই হোক আপনার ঘুঘু কাহিনী দেখে আমার বাংলাদেশে হল জীবনের কথা মনে পড়ল। আমি থাকতাম সিঙ্গেল রুমে, প্রতিদিন আমার ঘুম ভাঙ্গাত হয় ঘুঘু না হয় শালিক, আমিও মাথার কাছে একখন্ড রড রাখতাম, ওদের চেঁচামেঁচি শুরু হলেই ধুম করে রড দিয়ে জানালায় আঘাত করতাম, মাঝেমধ্যে আবার তাদের সাথে কথাও বলতাম, তবে ওই অবস্থায় দেখলে নিশ্চিত বন্ধুরা আমাকে পাগল উপাধি দিয়ে দিত !!!!
বাই দ্য ওয়ে, আমি আপনাকে সেই ২০১০ থেকেই চিনি, সামু্র তখন প্রবল জোয়ার, সব মেধাবীরা তাদের ঝাঁপি খুলে বসত, আহা !!! আমি শুধুই পাঠক, ব্লগারদের সাথে পরিচয় হলে বলতাম, আমি ব্লগার না ব্লগ পাঠক !!!!
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ, নিরন্তর শুভেচ্ছা, ভালো থাকবেন !!!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

এহসান সাবির বলেছেন: হ্যাপি ব্লগিং।

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

দূর-পরবাসী বলেছেন: ধন্যবাদ, এহসান সাবির ভাই, শুভ কামনা !!!

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১২

রুদ্র জাহেদ বলেছেন: সত্যি আমাদেরকে টিকে থাকার স্বার্থে নিঃসঙ্গতায় শান্তি পাওয়ার উপাদান খুঁজে বের করতে হয়।হ্যাপি ব্লগিং ভাইয়া+++

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

দূর-পরবাসী বলেছেন: তাই স্বান্তনাকে সম্বল করেই দিন গুজরান করি ভাই,
ধন্যবাদ !!!

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আলোরিকা বলেছেন: নিঃসঙ্গতার গান - সুন্দর অনুভূতি গুচ্ছ । দূরত্ব ঘুঁচে যাক কাছেই থাকুন :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

দূর-পরবাসী বলেছেন: কাছেই আছি, থাকবো, সবসময়। পালিয়ে যাব কোথায় !!!!
ধন্যবাদ আলোরিকা, ভালো থাকুন, সবসময় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.