![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষ্যাপা খুজে ফেরে পরশ পাথর
আমরা সবাই জানি বাংলা ভাষায় বিশ্বের সবচাইতে বড় অনলাইন বিশ্বকোষ হচ্ছে বাংলা উইকিপিডিয়া। বর্তমানে এতে ১৭,৬১১ টি নিবন্ধের কাজ চলছে। আমাদের উইকিপিডিয়ানেরা দিনরাত কাজ করে যাচ্ছে একে আরও সমৃদ্ধ করার জন্য। আমরা সবাই কামনা করি একদিন এই বিশ্বকোষ আমাদের বাংলা ভাষার একটি অনন্য সম্পদ হয়ে উঠবে, যার থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজের ভাষাতেই জানতে পারবে বিশ্বের সব তথ্য।
আজকে আমি বাংলা উইকিপিডিয়া নিয়ে আমার কিছু উপলব্ধির কথা বলবো। আমি বাংলা উইকিপিডিয়াতে টুকটাক কাজ করা শুরু করি ৫ - ৬ মাস হবে, বলতে গেলে একেবারেই নতুন। এ কয়দিনে জানতে পারলাম বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত কাজ করে এমন উইকিপিডিয়ানের সংখ্যা মাত্র ২০ - ২৫ জন!! সংখ্যাটা একটু আশ্চর্য জনক তাই নয়কি? ভেবে অবাক লাগে এত অল্প সংখ্যক মানুষের নিয়মিত প্রচেষ্টা ও হাজারখানেক মানুষের অনিয়মিত প্রচেষ্টার ফসল আজকে ১৭,৬১১ টি নিবন্ধ সমৃদ্ধ উইকিপিডিয়া! আরও সুখের বিষয় হচ্ছে এই উপমহাদেশে বাংলা উইকিপিডিয়ার মান সবচাইতে ভাল। তবে যে বিষয়টা সবচেয়ে পীড়া দেয় তা হল বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যার বৃদ্ধির হার খুবই নিম্ন। আমি যখন প্রথম কাজ শুরু করি তখন দেখেছি ১৭,২০০ টির মত নিবন্ধছিল, আর আজ প্রায় ৬ মাসপরে নিবন্ধ সংখ্যা বেড়েছে মাত্র ৪০০ টির মত। এই কয়দিনে নিবন্ধ সংখ্যার বিচারে বেশ কয়েকটি ভাষার উইকিপিডিয়া আমাদের উইকিপিডিয়াকে পেছন থেকে ছাড়িয়ে গেছে, যা আমার কাছে খারাপ লেগেছে। আমি বাংলা উইকিপিডিয়াকে বিশ্বের প্রথম পাচঁটি না হলেও দশটির মধ্যে দেখতে চাই, আমার মনে হয় আমাদের সবাই তা চাইবে।
সেটা করতে হলে আমাদের করনীয় কি? তার আগে আসুন সমস্যাগুলো কি সেটা দেখি:
প্রথমত: আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা কম,
দ্বিতীয়ত: আমাদের দেশে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের মধ্যে অল্পসংখ্যক ইন্টারনেট ব্যবহার করে,
তৃতীয়ত: যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের বেশিরভাগের কম্পিউটারেই বাংলা ইউনিকোড সাপোর্ট নেই এবং তারা বাংলা টাইপও করতে পারেনা।
ফলাফল আমাদের বাংলা উইকিপিডিয়াকে দিনদিন পিছিয়ে পড়তে হচ্ছে অন্যান্য ভাষার উইকিপিডিয়া গুলোর কাছে। এ থেকে উত্তরণের উপায় হল এমন কিছু মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে, যাদের বাংলা ইউনিকোড সাপোর্ট আছে এবং যারা বাংলা টাইপ করতে পারে তাদের উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে এগিয়ে আসা।
তাদের কোথায় পাব? উত্তর তারা এই ব্লগেই আছে। অর্থাৎ আমরা যারা ব্লগে লিখি বা ব্লগ পড়ি তারা যদি আমাদের সময় থেকে কিছুটা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে ব্যয় করি তাহলে অল্পদিনেই আমাদের বাংলা উইকিপিডিয়া পৃথিবীর প্রধান উইকিপিডিয়া গুলোর অন্যতম হয়ে উঠতে পারবে। সেই আশাকে বাস্তব রূপ দেয়া কি খুব কঠিন হবে? না, অবশ্যই হবে না। আমরা যদি সম্মিলিত ভাবে চেষ্টা করি তবে অল্পদিনেই তা সম্ভব।
এখন আসি উইকিপিডিয়াতে কি লিখবো? - যে কোন বিষয়ের উপরই আমরা লিখতে পারি। হতে পারে আমাদের কোন আগ্রহের বিষয়, আমাদের লেখাপড়া সম্পৃক্ত কোন বিষয়, বর্তমান কোন ঘটনা অথবা ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করা কোন নিবন্ধ। তবে হতে হবে তথ্য সমৃদ্ধ ও নিরপেক্ষ এবং অবশ্যই উন্মুক্ত।
আমি আমার কথা বলতে পারি, আমি প্রথমে বুঝতে পারছিলাম না কোন নিবন্ধ দিয়ে শুরু করবো। তখন মনে হল কোন নিবন্ধ ইংরেজি উইকি থেকে অনুবাদ করলে কেমন হয়। আমার আমেরিকা মহাদেশের প্রাচীন সভ্যতা গুলোর বিষয়ে আগ্রহ ছিল, তাই ইনকা সভ্যতার ওপর লেখা কোন নিবন্ধ অনুবাদ করার সিদ্ধান্ত নেই। সেইমত আমি ইনকা সভ্যতার শহর মাচু পিচু র ওপর লেখা নিবন্ধটি অনুবাদ করা শুরু করি। কয়দিনের মধ্যেই আমার অনুবাদ সম্পন্ন হয়। এর পর আমি আরও কিছু নতুন নিবন্ধ লেখা শুরু করেছি, যদিও সময়ের কারণে কিছুটা ধীর গতিতে কাজ চলছে। তবুওতো চেষ্টা করছি। এভাবে সবাই যদি দুটি তিনটি করে নিবন্ধ শুরু করে শেষ করতে পারি তবে তা একসাথে অনেক হবে। আমাদের বাংলা উইকিপিডিয়া আর্ন্তজালে বাংলা ভাষার গৌরব প্রচার করবে মাথা উচু করে।
আর উইকিপিডিয়াতে লেখা কিছুটা এইচ টি এম এল ধরণের হলেও খুবই সোজা, তা অল্প দিনেরই আয়ত্ব করা যায়। তাছাড়া লেখা অনুশীলনের জন্য খেলাঘর তো আছেই।
তাই আসুন আমরা যারাই বাংলা টাইপ করতে পারি এবং যাদের কম্পিউটারে ইন্টারনেট ও ইউনিকোড সাপোর্ট আছে তারা অন্ততঃ চেষ্টা করে দেখি বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারি কিনা।
আপনাদের কিছুটা উৎসাহ দেবার জন্য আমি যে নিবন্ধটি অনুবাদ করেছি তার ইংলিশ ভার্সনটা দিলাম
এবার আমার অনুবাদ করা বাংলা নিবন্ধটি দেখুন।
দেখলেন তো, আমি পারলে আপনারাও পারবেন
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩৮
বহুরূপী মহাজন বলেছেন: ধন্যবাদ, আশা করি বাংলা উইকিপিডিয়াতে আসবেন।
২| ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩৪
রাতমজুর বলেছেন: ৫+
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৫৮
বহুরূপী মহাজন বলেছেন: সবখানেই ৫+!!!!!!!!!! ঘডনা কি??
৩| ২১ শে জুন, ২০০৮ রাত ১২:৩৮
স্বাধীনতা তুমি বলেছেন:
দুঃখিত আপনার বাংলা সাইটে কোন নিবন্ধই পেলাম না।
২১ শে জুন, ২০০৮ রাত ১২:৪০
বহুরূপী মহাজন বলেছেন: লিংকে সমস্যা ছিল, এখন ঠিক করে দিয়েছি। দেখেন তো যাচ্ছে কিনা?
৪| ২১ শে জুন, ২০০৮ রাত ১:৫২
নিসর্গ পথিক বলেছেন: আপনার বাংলা লিংকে গেলাম...কিন্তু বাংলা লেখা পড়া যাচ্ছে না....
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:০৩
বহুরূপী মহাজন বলেছেন: সম্ভবতঃ আপনার কম্পিউটারে বাংলা কমপ্লেক্স স্ক্রিপ্ট এবং বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করা নেই। সামহোয়্যার ইন এখন এইসব কনফিগারেশন ছাড়াই দেখা
যায়, কিন্তু অন্য বাংলা ইউনিকোড ভিত্তিক সাইট যেমন বাংলা উইকিপিডিয়া কমপ্লেক্স স্ক্রিপ্ট ও বাংলা ইউনিকোড ফন্ট ছাড়া দেখা যাবে না। এজন্য আপনি সা. ইনের প্রথম পাতায় "বাংলা লেখা ভুল দেখাচ্ছে?" এই লিংকে ক্লিক করে ওমিক্রন ল্যাব থেকে বাংলা ফন্ট, কমপ্লেক্স স্ক্রিপ্ট ও অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিতে পারেন। এগুলো ইন্সটল করে নিলে বাংলা দেখতে ও লিখতে কোন সমস্যা থাকবে না। যদি অন্য কোন সাহায্য দরকার হয় তবে আমাকে জানাতে পারেন।
৫| ২১ শে জুন, ২০০৮ রাত ২:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: খুব ভালো লাগলো
আমার এখানে লিংকে কাজ করছে.............দেখলাম ।
সময় হয়ে উঠে না, দেখি যেষ্টা করে............।
সুনন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
ভালো থাকুন
শুভেচ্ছা নিরন্তন।
২২ শে জুন, ২০০৮ রাত ১:১০
বহুরূপী মহাজন বলেছেন: চেষ্টা করবেন শুনে খুব খুশি হলাম। ভালো থাকবেন।
৬| ২১ শে জুন, ২০০৮ রাত ২:১৭
চিরসুখী বলেছেন: ৫++ গ্রেট.আশা করি আপনার মতো আরো অনেকে এগিয়ে আসবেন
২২ শে জুন, ২০০৮ রাত ১:১৭
বহুরূপী মহাজন বলেছেন: আপনিও এগিয়ে আসুন। অনেক ধন্যবাদ
৭| ২২ শে জুন, ২০০৮ রাত ১:১৭
রাগিব বলেছেন: অনেক ধন্যবাদ। এখানকার নিক দেখে চিনতে অসুবিধা হলেও মাচুপিচু বলা মাত্র চিনে ফেলেছি। আপনার কাজ খুব ভালো হয়েছে, মাচু পিচু নিবন্ধটা এখন চমৎকার অবস্থায় এসে দাঁড়িয়েছে।
উপমহাদেশের অনেক ভাষার উইকিপিডিয়া সংখ্যার দিক থেকে বাংলা উইকির চেয়ে এখন এগিয়ে গেছে, যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, নেপাল ভাষা, হিন্দি, মরাঠি ইত্যাদি। কিন্তু ওদের পাতাগুলো রবোট স্ক্রিপ্ট দিয়ে লেখা, আর অধিকাংশ পাতাতেই একটি বাক্যও নাই, কাজেই "গভীরতা" প্যারামিটারের হিসাবে ওরা সবাই ৫ এর চেয়েও কম স্কোর করেছে। সেই তুলনায় বাংলা উইকিপিডিয়ার গভীরতা স্কোর হলো ৪০।
আমরা আগে ওদের মতো সংখ্যা বাড়াবার কাজ করে চলেছিলাম, কিন্তু এখন আর সেই পথে না গিয়ে মান বাড়াচ্ছি। আশা করি আপনার কথানুসারে আরো অনেক মানুষ বাংলা উইকিতে কাজ করবে।
লক্ষ্যনীয়, হিন্দি ভাষার উইকিতে ব্যবহারকারী সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি (ভারতের জনসংখ্যাটা ভেবে দেখুন)। সেই তুলনায় আমাদের এই ২০/২৫ জনের কাজ কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আসুন সবাই মিলে একটা বাক্য হলেও যোগ করি।
২২ শে জুন, ২০০৮ রাত ১:২৮
বহুরূপী মহাজন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যেভাবে বাংলা উইকিপিডিয়ার জন্য কাজ করছেন তা অতুলনীয় - সেই হিসাবে তো কিছুই করতে পারিনি। তবে সবাই যদি কিছুটা করেও কাজ করে তবে সেটাই একত্রে বিশাল হয়ে যাবে। আশা করছি বাংলা উইকিতে নিয়মিত হতে পারবো।
আমরা সবাই যদি কিছুটা হলেও কাজ করি তাতেই বাংলা উইকিপিডিয়া বিশ্বের অন্যতম বৃহৎ এবং মানসম্পন্ন উইকিপিডিয়া হবে একদিন। তবে আমরা মানের সাথে যেন আপোষ না করি।
৮| ২২ শে জুন, ২০০৮ রাত ১:৩৫
রাগিব বলেছেন: একটা খুব সহজ কাজ হলো ইংরেজি উইকির প্রথম পাতায় গিয়ে সেখান থেকে "আজকের ফিচার্ড নিবন্ধ"টার যে প্যারাটা দেয়া আছে, সেটা বাংলাতে অনুবাদ করে ফেলা। আমি মাঝে মাঝেই এটা করি। একটা প্যারা অনুবাদ করতে ৫ মিনিটও লাগে না। আপনারা এটা করে দেখতে পারেন।
ইংরেজি উইকির today's featured article: http://en.wikipedia.org/wiki/Wikipedia:TFA
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০০৮ রাত ১২:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো।