নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকাসোকা বিলাই

ম্যাও.।ম্যাও.।

বোকাসোকা বিলাই

হয়তো স্বপ্ন, হয়তো ভূল,হয়তো মিথ্যা,হয়তো অলীক কল্পনা। হয়তো সম্ভব না। কিন্তু সেই আমার একমাত্র সম্ভাবনা।

বোকাসোকা বিলাই › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ভাই,বোন,খালা,চাচা,মামারা, হেল্পান!!! (নাইলে খবর আছে)

১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩১

গুরুজনদের আদেশ নিষেধ না মাইনা,পুরান ঢাকার ব্যাফুক তেলযুক্ত বিরিয়ানী দিয়া ইফতার করার পর থেইকা পেটের যা অবস্থা,মনে হইতাসে অচিরেই বাংলাদেশের গ্যাসফিল্ডের তালিকায় একখান নতুন নাম যুক্ত হইতে যাইতাসে,আর সেইটা হইলো আমার শ্রীযুক্ত উদর মহাশয়।

যাউকগা,কথা হইলো যে ব্লগের যত টেকি ভাইয়েরা আছেন,পেট ব্যাথা ভাল করার জইন্য ‘হাউ টু রিমুভ ইউর পেটব্যাথা’ টাইপ কুনু বই (আমি বাংলা যত ভালা পারি,ইংলিশ তত ভালা পারিনা,ক্ষমাসুন্দর দৃষ্টি কাম্য) এর ডাউনলোড লিঙ্ক দিয়া আমারে বাঁচান। নাইলে ব্যাথার কুনু ওষুধ নেটে আপলোডাইয়া দ্যান,ক্যামনে করবেন সেইটা আপনার বিবেচনা...

শেষে একখান হুমকি দিয়া যাই। অখন এই পোস্টে যদি উপযুক্ত পরিমান কমেন্ট আর ভিজিট না পাই,তাইলে আবার রিপোস্ট দিমু কইয়া দিলাম...

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

লাল চাঁন বলেছেন: বিরিয়ানি একা খাইছেন আমাদের নেন নাই তাই শ্রীযুক্ত উদর মহাশয় এই অবস্থা ;)

তয় ভবিষ্যতে আমাদের ছাড়া খাইবেন না X(

প্রথম এবং শেষ বারের মতো ট্রিটমেন্ট দিলাম : গ্যাস ফিল্ড এবং পেটের পুটপুটানি থেকে বাচার জন্য এখনি খান ১. ট্যাবলেট অমিডন ১ টা ১+০+১ ২.ক্যাপসু্ল ওমেপ ২০ ১টা ০+০১

১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪২

বোকাসোকা বিলাই বলেছেন: বিরিয়ানি খাওয়াইতে পারলামনা বইলা চরি,বিয়া করলে সবাইরে খাওয়ামুনে.।অখন ধইন্যা পাতা দিলাম,তাই খান বইসা বইসা.। :ডি

২| ১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই যতটুকু বললেন মনে হয় ফুড পয়জনিং! হয়ত ডাইরিয়া এবং বমি ভাবও অচিরেই শুরু হতে পারে। যদি অধিক কষ্টের ঝুঁকি না নিতে চান তবে নীচের প্রেস্ক্রিপশন ফলো করেন।

1. Tab. Ciprocin (500 mg)
1 + 0 + 1 (5 days)

2. Tab. Algin
1 + 1 + 1 (পেট ব্যাথা থাকা পর্যন্ত)

আল্লাহ্‌ না করুন, যদি ডাইরিয়া শুরু হয়েই যায় উপরের ওষুধের সাথে প্রতি পাতলা পায়খানার পর এক গ্লাস করে orsaline খাওয়া শুরু করবেন। আশা করি এতেই উন্নতি হতে পারে।

৩| ১৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

চিকন আলি বলেছেন: বিলাইের াবার পেটে ব্যাথা.......। :-0 :-0 :-0

৪| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১১:৪৬

শোভন এক্স বলেছেন: আর যাই করেন, ল্যাবএইডে চিকিৎসা নিতে যেয়েননা :)। সোজা পরপারের টিকেট কেটে দেবে।

৫| ১৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৭

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: আমার চার দিন জ্বরে ভুগার পর আনারস সহ অন্যান্য টক ফল খেয়েছিলাম ইফতারে।
আর যাই হোক তার পর থেকে আজ অবধি ঠান্ডা জ্বরের বালাই নাই।।
কিন্তু ফল খাওয়ার পর দিনই বাদ সাধলো পেট। গ্যাস !!!!!....

ওই দিন ইফতারির পর বমি হলো। তারপর থেকে বুকের পাজরের নিচ হতে পুরু পেট ব্যথা। না পারি ডানে কাত হতে না পারি বামে, কাশি দিলেও ব্যথা করে.....।

অতঃপর আমার এক ডাক্তার নানির থেকে ফোনে পরমর্শ পাওয়ার চেস্টা করলাম।

পরমর্শঃ

১। সার্জেল ( খাওয়ার আধ ঘন্টা আগে )

২। রোলাক ( খাওয়ার পর )

৩। ওনিয়াম/ এলজিন ( খাওয়ার পর )



*** দুধ খাওয়া আপাতত বন্ধ, বাইরের জুস নিষেধ, নরম খাবার চলুক..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.