![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আরিফ, পুরো নাম শরীফুল আরিফ। আরিফ নামের অর্থ নাকি "যে জানে" কিন্তু এদিক দিয়ে আমার নাম আমার উপর মোটেই সদয় নয়। এতই কম জানি যে বকলম বললেই হয়তো যথার্থ হবে। আমি চট্টগ্রামের ছেলে। সৌদি আরবে একটা পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীতে আইটি এন্ড প্লানিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বলতে পারেন কম্পিউটারের হাতুরে ডাক্তার। রক্তের গ্রুপ : বি+
(কিছু ব্লগারের সামরিক আচরণের বিরুপ ধারনার প্রতিউত্তরে কমেন্ট আকারে প্রকাশিত হয়েছিল।)
মানুষ যদি ঘাস না খায় তবে নিশ্চই সিভিল আর ডিফেন্সের পার্থক্য বোঝার কথা। সামরিক শাসন কোনো স্বাভাবিক অবস্থা নয়, সামরিক শাসনে জনগনের মৌলিক অধিকার রহিত থাকে। তারা তাদের স্টাইলে দেশ পরিচালনা করেন। এখন দেশে সেমি সামরিক শাসন চলছে। তাই কিছু রাজনৈতিক মুখোশধারী পাবলিক শিথিল মৌলিক অধিকারের সুযোগ নিয়ে লাফালাফি করতে চাইছে।
কোন গনতান্ত্রিক দেশে সামরিক শাসন কাম্য নয়। তবে আমাদের এখনকার আধাসামরিক শাসনের পরিবেশ আমাদের অসহিষ্ণু রাজনীতিবিদদের তৈরী। তারাই এমন অবস্থার সৃষ্টি করেছিল যাতে দেশের সামরিক বাহিনী এতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাচাঁতে। কোন বিপদগামী সেনাপতি তার অসৎ উদ্দেশ্যে এ অবস্থার সৃষ্টি করেনি এটা সচেতন সবাই স্বীকার করবেন। এই আধাসামরিক + তত্বাবধায়ক সরকার একটি স্বল্প মেয়াদের সরকার। কারো যদি সন্দেহ থাকে এই সরকার ২০০৮ এর ডিসেম্বরের আগে নির্বাচন দিবে না । তবে তাদের উচিৎ হবে গেস গেম না খেলে ধৈর্য্য ধারন করা। দেখুন না ২০০৮ এর ডিসেম্বর পর্যন্ত। তারা যদি নির্বাচন না করে তবে তারা পার পাবে না, দেশের জনগন তাদের ছেড়ে দেবে না।
দেশের সামরিক বাহিনীতো এদেশেরই সন্তান। তাদের কেনো প্রতিপক্ষ বানাচ্ছি আমরা! অসুখ হলে যেমন কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তেমনি এই বিশেষ অবস্থায়ও কিছু বিধি নিষেধ আমদের ধৈর্য্যের সাথে মেনে চলতে হবে দেশের বৃহত্তর স্বার্থে।
আজ কিছু বিশৃঙ্খল মানুষের উদ্ধত আচরনের জন্য পুরো দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আমাদের সর্বোচ্চ বিদ্যাপিঠের কিছু রাজনৈতিক লেবেলধারী শিক্ষক তাদের শিক্ষক সাইনবোর্ডের আড়ালে তাদের ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের ঘৃন্য অপচেষ্টা চালাচ্ছে।
তাই বলতে হয়, "দূর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, স্বর্পের মস্তকে মনি থাকিলেও তাহা ভয়ঃঙ্কর।
২| ২৩ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৫
জায়দান বলেছেন: ভালো লিখেছেন। তবে সেটা কোমর পর্যন্ত। আরেকটু সামনে আগাইলে বুঝন যাইতো ২০০৮ ডেডলাইনের অসারতা। তাদেরকে এই ডেডলাইন দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? ৯০ দিনের কথা বলে ক্ষমতায় গিয়ে ইচ্ছেমত বললাম, ২ বছর লাগবো মিনিমাম। এটা তো অনেক বড় প্রতারণা।
কোমর থেকে আরেকটু ওপরে আগালে বুঝা যাইতো, 'লীগ-বিএনপি খারাপ' এই যুক্তি আর্মিকে 'ভালো' বানায় না।
অসম্পূর্ণ অবজারভেশনের জন্য ৩ দাগানো হইল।
৩| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:১৩
মামু বলেছেন: দেশের সম্পদ লুটপাট আর নষ্ট করার বিপক্ষে কথা বলা মানে এই না যে জলপাইদের স্বাগতম জানানো।
৪| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:২৫
মদন বলেছেন: বকলম,
যতই চেষ্টা করো কিছু লোকরে বুঝাইতে পারবানা।
কেএম হাসানরে মানিনা
ইয়াজউদ্দীনরে মানিনা
এমএ আজিজরে মানিনা
এসকারকে মানিনা
এই মানিনা মানিনা করতে করতে ১ বছর গেল।
ধরে নিলাম এই সরকার আল-বিদা হইল, কিন্তু এর পর কি হবে????
ভোটার লিস্টের কি হবে?? মাত্রতো শুরু হইছে্? স্বচ্ছ ব্যলট বাক্সের কি হবে?
দুর্নিতিবাজদের বিচারের কি হবে?(রাজনৈতিক দলরা করবে না নিজেদের স্বার্থেই)
আর এ সরকার যদি ব্যর্থ হয় দুর্নীতিবাজদের বিচার করেত। তাহলে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের এ ধারনা ১০০% প্রতিষ্ঠিত হয়ে যাবে যে তারা আইনের উর্দ্ধে।
সবচেয়ে বড় কথা আর্মি কি পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে এটি কেন বিবেচনায় আনছে না কেন? ৯১,৯৬বা ২০০১ তো তাদের নিতে হয়নি? এখন কেন নিতে হলো? নেতারা কোন হাল করেছিল দেশের? নেতাদের অত্যাচার আমরা বছরের পর বছর সহ্য করছি আর তাদের কেন নির্বাচন পর্যন্ত সময় দিচ্ছি না? তারা যদি বর্নিত সময়ে নির্বাচন না দেয় তখন কি আন্দোরন করা যাবে না?
সামরিক সরকার কখনই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার মতো যোগ্যতা রাখে না।
৫| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪১
দ্বীপবালক বলেছেন: শ্লোগান হচ্ছে......
মানিনা মানিনা, এম. এ. আজিজকে মানিনা?
জিজ্ঞেস করা হলো .........
আচ্ছা কেন মানেননা?
শ্লোগানে শ্লোগানে জবাব দেয়া হলো....
জানিনা জানিনা!!!!!!
======
উপরের কথাগুলো এম.এ. আজিজের পদত্যাগের দাবীর আন্দোলনের সময়ের।
হুজুগে বাঙ্গালী, হুজুগেই ব্যস্ত। চিন্তা করার সময় কই।
একসময় বলা হতো What Bengal Thinks Today ... India Thinks tomorrow" হতে পারে অবিভক্ত ভারতের জন্য বাংলার এরকম গুরুত্ব ছিল। এখনো গোটা ভারতের আলোকে পশ্চিম বাংলার জন্য কথাটা নাকি খাটে।
কিন্তু আমরা পেয়েছি হুজুগবাজ পাবলিক, নেতা আর নেত্রী। কিছু দল আছে যাদের মিছিলের শ্লোগান শুরু হয় "জ্বালো জ্বালো, আগুন জ্বালো" বলে। সুস্পষ্ট কোন গঠন মূলক রাজনৈতিক আদর্শ বিহীন এদের কাছ থেকে কিছুই ভাল পাওয়ার নেই।
৬| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৫
মদন বলেছেন: আরে ভাই তখন কেএম হাসানরে মাইনা নিয়া নির্বাচন করলে আমাদের এই দুরবস্থায় পড়তে হয় না। নেতারা তাদের ভুল এখন এইভাবে শোধরাইতেছে।
৭| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৪৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কোন গনতান্ত্রিক দেশে সামরিক শাসন কাম্য নয়। তবে আমাদের এখনকার আধাসামরিক শাসনের পরিবেশ আমাদের অসহিষ্ণু রাজনীতিবিদদের তৈরী। তারাই এমন অবস্থার সৃষ্টি করেছিল যাতে দেশের সামরিক বাহিনী এতে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাচাঁতে। কোন বিপদগামী সেনাপতি তার অসৎ উদ্দেশ্যে এ অবস্থার সৃষ্টি করেনি এটা সচেতন সবাই স্বীকার করবেন।
***********************
পুরো সহমত । ৫
৮| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সবচেয়ে বড় কথা আর্মি কি পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে এটি কেন বিবেচনায় আনছে না কেন? ৯১,৯৬বা ২০০১ তো তাদের নিতে হয়নি? এখন কেন নিতে হলো? নেতারা কোন হাল করেছিল দেশের? নেতাদের অত্যাচার আমরা বছরের পর বছর সহ্য করছি আর তাদের কেন নির্বাচন পর্যন্ত সময় দিচ্ছি না? তারা যদি বর্নিত সময়ে নির্বাচন না দেয় তখন কি আন্দোরন করা যাবে না?
*********************
মদন > আপনি নিজেও জানেনএক শ্রেণীর মানুষকে এই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই । কারণ,'চোখ থাকিত অন্ধ তারা !' এই অন্ধত্ব ইনারা অর্জন করেছেন অসাধু নেতাদের পা চেটে চেটে । নেতাদের নুন খান,তাই এই অন্ধরা তাদের গুণ গান ।
৯| ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০৪
সোনার বাংলা বলেছেন: মনের কথা।
অনেক অনেক ধন্যবাদ।৫
সহমত@ মদন ,দ্বীপ বা. এবং আ.শিপন ভাইদের
সাথে।
১০| ২৫ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:০৭
বকলম বলেছেন: জায়দান,
রাজনৈতিক চশমা পইড়া দেখলে অবজারভেশন অসম্পূর্ণ্ই মনে হইব। ভোটার লিষ্ট যদি যথাযথ হইত তবে ৯০ দিনের বেশি এই সরকারকে বেশির ভাগ জনগনই গ্রহন করতো না। এটা গেল একটা ব্যাপার, দ্বিতীয়তঃ আপনি যদি চান যে দূর্নীতিবাজ কালো টাকার মালিক, দেশের রাষ্ট্রিয় সম্পদ লুন্ঠনকারীরা আবার ক্ষমতায় আসুক, তাদের কোন বিচার করা না হোক, তবে আপনার উদ্দেশ্য্ই সৎ নয়। আর, রাজনৈতিক দলগুলো যখন স্বীকার করছে তাদের দলে গলদ আছে এবং এর সংস্কার দরকার, তখন আপনি ৯০ দিনে কেনো নির্বাচন হলোনা তাই নিয়ে হতাশ হচ্ছেন তা আমার বুঝার বাইরে। কথা হচ্ছে, পরবর্তী নির্বাচনে আপনি কি একটি ভাল রাজনৈতিক পরিবেশে কালোটাকা দূর্নীতিমূক্ত জনপ্রতিনিধি চান, নাকি তাড়াহুড়ো করে নির্বাচন করে দূর্নীতিবাজদের পুনর্বাসন করতে চান।
মন্তব্যের জন্য সকলকে ধন্যবাদ।
১১| ২৭ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৪
জায়দান বলেছেন: ২ বছর পরের নির্বাচন কারা করবে? সেই দুর্ণীতিবাজরাই। এই হাটুওয়ালারাই সেই দুর্ণীতিবাজদেরকে আরো গ্রহণযোগ্য করে তুলছে। মাথা কোমরের ওপরে উঠলে বুঝতেন।
১২| ২৭ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:০৪
মদন বলেছেন: আমিনুল, মিনু, দুলু এরা ছিল জঙ্গীদের পৃষ্ঠপোষক, এইটা প্রমান করে কি বর্তমান সরকার তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে?
কারা কারা কালো টাকার মালিক, কে কত ট্যাক্স ফাকি দিয়েছে এমনকি সাইফুর রহমান নিজে কালো টাকার মালিক এইটা প্রমান করে কি বর্তমান সরকার তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে?
বিদেশ থেকে নেতা-ব্যাবসায়ীদের পাচারকৃত কোটি কোটি টাকা ফেরত এনে এইটা প্রমান করে কি বর্তমান সরকার তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে?
সমর্থন মানেই অন্ধঅনুকরন নয় আবার বিরোধীতা মানেই অন্ধ বিরোধীতা নয়। আসুন চোখটা খোলা রেখে দলের উদ্ধে উঠে দেশকে স্থান দেই। আমার দল শুধু দেশের ভাল চিন্তা করে আর কেউ করে না এই ধারনা থেকে বের হই।
১৩| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:১১
মানবী বলেছেন: সুন্দর প্রকাশ! ধন্যবাদ বকলম। অধিকাংশ মন্তব্যে ভাবনার বেশ স্পষ্ট প্রকাশ, ভালো লেগেছে পড়ে।
১৪| ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:২৭
যীশূ বলেছেন: বকলমের মতই আপনার চিন্তাভাবনা।
১৫| ২৮ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:০৯
বকলম বলেছেন: মানবী,
ধন্যবাদ আপনাকে পোষ্টটি পড়ে কমেন্ট করার জন্য । ভাল লেগেছে আপনার ভাল লেগেছে বলে।
যীশূ,
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার উন্নত চিন্তার যদি কিছুটা শেয়ার করতেন খুশি হতাম।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:১৭
চতুরভূজ বলেছেন: একমত।
আপনি বকলম হইয়াও বুঝতে পারলেন আর কিছু কিছু শিক্ষিত আছে যারা শিক্ষিত হইয়াও বুঝতে পারেনা। ৫।