নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে চালাক কিন্তু বোকা !

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

বকলম

আমি আরিফ, পুরো নাম শরীফুল আরিফ। আরিফ নামের অর্থ নাকি "যে জানে" কিন্তু এদিক দিয়ে আমার নাম আমার উপর মোটেই সদয় নয়। এতই কম জানি যে বকলম বললেই হয়তো যথার্থ হবে। আমি চট্টগ্রামের ছেলে। সৌদি আরবে একটা পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীতে আইটি এন্ড প্লানিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বলতে পারেন কম্পিউটারের হাতুরে ডাক্তার। রক্তের গ্রুপ : বি+

বকলম › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে বাংলাদেশীদের সব ধরনের ভিসা বন্ধ, দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন সৌদি প্রবাসীরা।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:১৫

সৌদি আরবে বর্তমানে প্রায় ২২ লক্ষ্য বাংলাদেশী প্রবাসী রয়েছেন। রেমিটেন্স প্রেরণের দিক থেকে সৌদি প্রবাসীরা প্রথম সারিতে বললে সেটা হয়তো ভুল বলা হবে না। রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে কি ভুমিকা রাখছে তা নতুন করে বলারও কিছু নেই। বিগত বিশ্বঅর্থনৈতিক মন্দায় প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে কিভাব আগলে রেখেছিল দেশের সচেতন নাগরিক মাত্র তা অবগত আছেন।



আমার এই লেখার মূল প্রতিপাদ্য হচ্ছে, সৌদি সরকার বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সকল ভিসা (হজ্ব ও ওমরা ভিসা ব্যতিত) বন্ধ রেখেছে। গত এক বছর থেকে প্রবাসীদের শেষ ভরসা ভিসিট ভিসাও শুধুমাত্র বাংলাদেশীদের জন্য বন্ধ করে দিয়েছে সৌদি সরকার ।



কারনটা যাই হোক না কেন, আমাদের সরকার এই ব্যাপারে এখনও কোন কার্যকর ভূমিকা পালন করেন নি। এখনও করছেন না।



আমার নিজের উদাহরণই যদি দেই,

আমি বিগত প্রায় আট (৮) বছর ধরে সৌদি প্রবাসী।



নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে সুনাম ও সন্মানের সাথে আইটি ম্যানেজার হিসেবে কাজ করে যাচ্ছি।



দেশ ও দেশের মানুষকে এদেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষদের কাছে পজিটিভলি তুলে ধরার চেষ্টা করছি।



একটি মধ্যমানের কোম্পানীতে ৮০,০০০ (আশি হাজার বাংলাদেশি টাকা) টাকা বেতনের চাকুরীর সিংহভাগ (৫৫,০০০) পঞ্চান্ন হাজার টাকা প্রতিমাসে নিরবিচ্ছিন্ন ভাবে দেশে রেমিটেন্স হিসের বৈধ্য পথে গত ৮ বছর যাবত প্রেরণ করে আসছি।



২০০৮ এর শেষে বিয়ে করার পর ২০০৯ এর শেষ দিকে এক কন্যা সন্তানের পিতা হই। এরপর আমার নিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে ফ্যামিলি ষ্ট্যাটাস (বাসা ভাড়া, স্ত্রী সন্তানের জন্য হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা, আসা যাওয়ার প্লেন টিকেট। এছাড়া কোম্পানীর তরফ থেকে ব্যক্তিগত গাড়ীতো আছেই) প্রদান করেছে।



এত কিছুর পরও আমি আমার স্ত্রী ও সন্তানকে আমার কাছে সৌদি আরবে আনতে পারছিনা, কারন সৌদি সরকার শুধুমাত্র বাংলাদেশীদের জন্য ফ্যামিলি ভিসা, ভিসিট ভিসা সব বন্ধ করে দিয়েছেন। উল্লেখ্য আমার পার্সপোর্ট ও ইকমা বা আইডিতে আমার পেশা ইঞ্জিনিয়ার সমমানের।



আমাদের মহামান্য সরকার যারা আমাদের দেশেতো চাকরীর কোন নিশ্চয়তা দিতে পারেন নি বরং বিদেশে বসবাসরত সন্মানজনক ও উচ্চরেমিটেন্স প্রদানকারী প্রবাসীদেরও তাদের মূল্যবান চাকুরী ও ক্যারিয়ার ধ্বংস করছেন।



আমার স্ত্রী সন্তান যারা স্বামী ও পিতার অনুপস্থিতে নিরাপত্তাহীনতা সহ নানা বিধ প্রতিকূলতার মধ্যে দিন যাপন করছে তাদের কথা চিন্তা করে এবং আমাদের সরকারের এহেন কুম্ভকর্ণের ন্যায় দায়িত্বজ্ঞানহীন ভুমিকার কারনে আমি বাধ্য হয়ে এ বছরের শেষে আমার চাকুরীতে ইস্তফা দিয়ে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছি।



এখানে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব যারা আমার মত সন্মানজনক ও উচ্চ রেমিটেন্স প্রেরণ করেন তারাও তাদের স্ত্রী সন্তানকে নিজের কাছে আনতে না পেরে বাধ্য হয়ে দেশে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন।



এভাবে চলতে থাকলে দেশে বেকারত্বের হার যেমন বাড়বে তেমনি দেশ হারাবে মূল্যবাণ রেমিটেন্স যা আজ হোক কাল হোক দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি বয়ে আনবে।



আমাদের সরকার যদি তাই চান, তবে থাকুন আপনারা কুম্ভকর্ণের ঘুমে, দরকার নেই আপনাদের কোন কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের। আমাদের মতো হতভাগ্য প্রবাসীদের অভিশাপ রইলো আপনাদের প্রতি।

মন্তব্য ৫৫ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:২৮

কামাল২০১০ বলেছেন: তবে থাকুন আপনারা কুম্ভকর্ণের ঘুমে, দরকার নেই আপনাদের কোন কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের। আমাদের মতো হতভাগ্য প্রবাসীদের অভিশাপ রইলো আপনাদের প্রতি।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:২৬

বকলম বলেছেন: বড় কষ্ট থেকে এ কথা বলা।

২| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৩০

ব্লগই শেষ ঠিকানা বলেছেন:

সরকারের কাছে বর্তমানে এগুলো কোন ইস্যু না। সরকারের অগ্রাধিকার ইস্যুগুলো হলো:

১. যুদ্দাপরাধীদের বিচার
২. সংবিধান সংমোধন
৩. পত্রিকা/টিভি বন্ধকরণ
৪. বিরোধী দলীয় নেতাকে বাড়ি থেকে উচ্ছেদকরণ
৫. বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে মামলা-হামলার মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা (?) রক্ষাকরণ।

দয়া করে আলীগকে এই কাজগুলো শেষ করতে দিন। তারপর না হয় প্রবাসীদের সমস্যার দিকে তাকানো যাবে।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪৩

বকলম বলেছেন: কোন রাজনৈতিক দৃষ্টিকোন থেকে এটাকে না দেখে অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যর মতই একটি অগ্রাধিকার ভিত্তিক সমস্যা হিসেবে দেখার অনুরোধ জানাই সবাইকে। সরকারকেও।

৩| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৩৩

হাম্বা বলেছেন: কি আর বলব ভাই

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯

বকলম বলেছেন: :-(

৪| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৩৩

আপোশ বলেছেন: বাকরুদ্ধ আমি, শুভকামনা রইল।

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৫০

বকলম বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৩৭

আরিয়ানা বলেছেন: আপনার জন্য দুঃখিত। তবে পৃথিবীর অনেক দেশই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করছে বা করার কথা ভাবছে। কারন টা আমাদের আগে জান উচিৎ। নিশ্চই আমাদের কোন দোষ আছে। আগে সেটা শুধরে এর সমাধান কার উচিৎ। কারন কিছু মানুষদের আচরনের জন্য সবার সাফার করতে হচ্ছে।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:০৯

বকলম বলেছেন: সরকারের কি উচিৎ নয় এ সমস্যা সমাধানে জোড় কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং প্রবাসীদের তা অবহিত করা??

৬| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৩৭

মিজান আনোয়ার বলেছেন: কি আর করবেন বকলম সাহেব।

০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩২

বকলম বলেছেন: কিছুই কি করার নেই!

৭| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪১

আমি ভাল আছি বলেছেন: আমাদের মতো হতভাগ্যদের অভিশাপ রইলো আপনাদের(সরকার) প্রতি।

৮| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪২

আফরিনা আলো বলেছেন: সামুর কাছে বিনীত আবেদন, পোষ্টটি স্টিকি করা হউক।

০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১:০৫

বকলম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৯| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৫

আকাশের তারাগুলি বলেছেন: আমার কাজিন গত কালই ছুটি শেষে সৌদিআরব গেলেন।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:০৮

বকলম বলেছেন: ছুটিতে যাওয়া আসাতে কোন সমস্যা নেই। যারা অনেক আগে থেকে ফ্যামিলি নিয়ে থাকেন তাদেরও সমস্যা নেই।

নতুন করে জব ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা বলতে গেলে হজ্ব আর ওমরা ছাড়া বাংলাদেশীদের জন্য বাকী সব ভিসাই বন্ধ।

অপরাধ একটাই আমরা বাংলাদেশী।

সরকারের কি উচিৎ নয় এ সমস্যা সমাধানে জোড় কূটনৈতিক প্রচেষ্টা চালানো?! এবং প্রবাসীদের তা অবহিত করা??

১০| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৬

ফিরোজ খান বলেছেন: কষ্টের ও পরিতাপের বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি রাষ্ট্র দর্শনের সাথে পরিবর্তন হয়। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে সৌদি আরবের কোন স্থান নাই, যা আছে তা কেবলি লোক দেখানো, আন্তরিকতার সাথে না। এটা স্বাভাবিক। অপেক্ষা করেন, দোয়া করেন। এগুলো সব তো আমাদেরই সৃষ্টি। সরকারের কোন দোষ নাই, আমরা জনগন দায়ী, কারন আমরা তাদেরকে বসাই ক্ষমতায়। আর জনগনের কথা চিন্তা করে পররাষ্ট্রনীতি হয় না, হয় সরকারের কথা চিন্তা করে, সরকার কাকে বগলে রাখবে, কার বগলে থাকবে, এগুলো মানুষের কথা ভেবে হয় না, ব্যক্তি ও দলীয় চিন্তায় হয়।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪৯

বকলম বলেছেন: যারা সৌদি প্রবাসী তার কোন নিদ্দিষ্ট দল বা মতে নয়। সব দলের বা মতের বাংলাদেশী এখানে আছেন। কিন্তু সব কিছুর উধ্বে বিবেচ্য বিষয় হল, আমরা বাংলাদেশী এটা আমাদের অপরাধ হতে পারে না। সরকারের নীতি আর যা থাকুক প্রবাসীদের অমঙ্গল হতে পারে না। দেশে উন্নয়নের স্বার্থে এর অর্থনীতির স্বার্থে এ সমস্যার আন্তরিক কূটনৈতিক সমাধান জরুরী।

তা না হলে এটে বুমেরাং হয়ে একদিন সরকারের ঘাড় মটকাবে তা বলা বাহুল্য।

১১| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

মদন বলেছেন: কদুরে, ঘটনাতো দেখি খুবই খারাপ। :(

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:২১

বকলম বলেছেন: মদুরে, কি আর কমু। নিজের সমস্যার কথা এখানে লিখতে সংকোচ হচ্ছিল কিন্তু ভাবলাম আমার মত অনেক ভুক্তভোগি আছেন যাদের কথা কেউ জানবে না এভাবে যদি না লিখি।

সব ভালোতো বন্ধু?

১২| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:০০

রনি আহমদ বলেছেন: সামুর কাছে বিনীত আবেদন পোষ্টটি স্টিকি করা হউক

০৩ রা আগস্ট, ২০১০ দুপুর ১:০৬

বকলম বলেছেন: থ্যাংকিউ রনি আহমেদ

১৩| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:০৫

মানবী বলেছেন: দেরীতে হলেও অভিনন্দন জানাই দুটো সুখবরের জন্য।


বুঝতে পারছি সৌদী আরবে প্রবাসী বাংলাদেশীদের বর্তমান দুর্ভোগ.. আন্তরিক ভাবে দুঃখিত ও সহমর্মিতা জানাই।

আপনাদের অসহায়ত্ব, কষ্ট এই মুহূর্তে অসহনীয় মনে হলেও হয়তো ককাজ ছাড়ার সিদ্ধান্তটি সঠিক নাও হতে পারে।
কোন ভাবে আর কিছু দিন কষ্ট করলে ইনশাহ্আল্লাহ্ সমস্যার সমাধান হবে আশা করি। আমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে নির্দিয্ট কিছু দেশের সাথে কূটনৈতিক সম্পর্কেরও পরিবর্তন হয়, যা অত্যন্ত দুঃখজনক।

সৌদী প্রবাসী বাংলাদেশীদের ভিসা সমস্যার সমাধান শীঘ্রি হোক এই প্রার্থণা করি। আপনার স্ত্রী কন্যা যেন সুস্থ সুন্দর ও নিরাপদ ভাবে সময়টি পারি দিত পারেন.. শুভকামনা রইলো।

গুরুত্বপূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:১৮

বকলম বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন মানবী? অনেক দিন পর! আপনার কথা প্রায় মনে পড়ে কিন্তু এখানে আগের মত আসা হয় না।

সুখবরগুলো আমার গত পোষ্টে লিখেছিলাম যদিও বাবা হওয়ার খবরটা দেয়া হয় নি।

আমি এখন এখানে লিখি। পারলে এখানেও লিখুন না।

যদিও সামুর জন্য এখনও খুব ফিল করি।

১৪| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:১১

কুয়াশা বলেছেন: আফরিনা আলো বলেছেন: সামুর কাছে বিনীত আবেদন, পোষ্টটি স্টিকি করা হউক।

১৫| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৩০

ব্লগই শেষ ঠিকানা বলেছেন: কুয়াশা বলেছেন: আফরিনা আলো বলেছেন: সামুর কাছে বিনীত আবেদন, পোষ্টটি স্টিকি করা হউক।

১৬| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৩৪

শওগাত আলী সাগর বলেছেন: আপনার ইমেইলটা দেবেন? যোগাযোগ করতেচাই।
[email protected]

১৭| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪০

শিক কাবাব বলেছেন: ঠিক আছে দেশে যান। বিএম্পি বা আম্লিগকে ভোট দিয়েন। তারপর নেক্সট টাইম ক্লিনারের ভিসা নিয়ে এসে সৌদী আরবে গোমামা ছাফ করবেন আর আরাবিয়ায় ঠেলাগাড়ি করে সবজি বেচবেন। যা আমি দেখে আসছি ২০ বছর যাবৎ শুধুমাত্র বাঙালিরা এই কাজগুলি করছে, আপনিওতো বাঙালি।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৫৩

বকলম বলেছেন: আমি বাঙালি বলে আমাকে ক্লিনার বা স্ববজির ঢেলাগাড়িই শুধু চালাতে হবে কেন?!! বিএনপি বা আ:লীগ কে ভোট না দিয়ে কাকে দিলে সব বাঙালী এখানে ডাক্তার বা ইঞ্জিয়ার হিসেবে কাজ করবে বলে আপনার মনে হয়?

১৮| ০২ রা আগস্ট, ২০১০ দুপুর ২:৪৪

শান্তির দেবদূত বলেছেন: কি আর বলবো....মাঝেমাঝে প্রশ্নজাগে সরকারটা কার?

লিবিয়াতে আরও খারাপ অবস্থা, এখান থেকে কোন নতুন ভিসা ইসু তো হচ্ছেই না, তারউপর বাংলাদেশস্থ লিবিয়ান এম্বাসি পুরাপুরি বন্ধ হয়ে আছে।

এটা খুবই দুঃখজনক যে সরকার বদলের সাথে সাথে আমাদের পররাষ্ট্রনীতি বদলায় (আদৌ যদি আমাদের কূটনীতি বা পররাষ্ট্রনীতি বলে কিছু থাকে)। পররাষ্ট্রনীতি হওয়া উচিৎ শুধু দেশ ও জনগনের স্বার্থে, কোন সরকার বা দলের স্বার্থে নয়।

১৯| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:২৯

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: খারাপ লাগল। সরকারের আশু দৃষ্টি কামনা করি।

এই ধরনের ঘটনাগুলি কি সরকার পরিবর্তনের সাথেই সবচেয়ে বেশী হয়, নাকি এবার অন্য কারণে বেশী হচ্ছে?

২০| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৭

বাশিওয়ালা বলেছেন: সরকারের কাছে বর্তমানে এগুলো কোন ইস্যু না। সরকারের অগ্রাধিকার ইস্যুগুলো হলো:

১. যুদ্দাপরাধীদের বিচার
২. সংবিধান সংমোধন
৩. পত্রিকা/টিভি বন্ধকরণ
৪. বিরোধী দলীয় নেতাকে বাড়ি থেকে উচ্ছেদকরণ
৫. বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে মামলা-হামলার মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা (?) রক্ষাকরণ।

আরও আছে----------------

৬.ভারতকে ট্রানজিট দেয়া।
৭. ভারত থেকে বিদ্যুত কেনার নামকরে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে বিদ্যুত পরিবহনের ব্যবস্থা করা।
৮.ভারত থেকে ৫০০ বিআরটিসি বাস কেনা।
৯.গার্সেন্টস শিল্পকে অস্থির করে ভারতের বাজার প্রসার।
১০. ।আল্লাহর উপর থেকে আস্থা তুলে ধর্মহীনতার প্রতি বিশ্বাস

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪২

বকলম বলেছেন: সরকারের অগ্রাধিকার যাই থাকুক না কেন তার সঙ্গে এই সমস্যাটিও গুরুত্বের সাথে বিবেচনার দাবী জানাই।

২১| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৭

নন্দনপুরী বলেছেন: আপনার জন্য দুঃখিত।
তবে পৃথিবীর অনেক দেশই বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করছে বা করার কথা ভাবছে। কারন টা আমাদের আগে জানা উচিৎ। নিশ্চই আমাদের কোন না কোন দোষ আছে।আমাদের অদক্ষ ও অশিক্ষিত শ্রমিকের সংখাই বেশী এছাড়া ভিজিট ভিসা নিয়ে অবৈধ ভাবে থাকা এবং চুরি ডাকাতির ক্ষেত্রে বাংলাদেশীরা ফাষ্ট,তাছাড়া প্রতিটি দেশের মোট জনসংখার খুবই সামান্য পার্সেন্ট অভিবাশী সেদেশে থাকতে পারে যা অনেক আগেই মিডিলিষ্টের বেশীরভাগ দেশেরই পুরন হয়েছে,
সরকারের উচিৎ আগে এগুলো শুধরে এর সমাধান করা, নতুন নতুন শ্রম বাজার খোজা ...

০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৯

বকলম বলেছেন: একটা খোড়া যুক্তি দেখানো হয় কোটা'র তুলনায় অতিরিক্ত বাংলাদেশী সৌদি আরবে আছেন। একজন সৌদিকেও যদি জিজ্ঞেস করেন এখানে সে বলবে বাংলাদেশীদের তুলনায় ইন্ডিয়ানদের সংখ্যা অনেক বেশি এখানে।

সব দেশের লোকেরাই কম বেশি ক্রাইম করে প্রবাসে কিন্তু দোষ শুধু বাংলাদেশীদের ঘাড়েই কেন পড়বে।

অন্য সব দেশের ভিসা যখন বন্ধ করেনি তখন বাংলাদেশের ভিসা কেন বন্ধ করবে?

আমাদের সরকারের কোন বক্তব্য আমরা আজ পর্যন্ত পেলাম না তারা এ বিষয়ে কি করলেন? কদ্দুর করলেন??

গুটিকয়েক বাংলাদেশী ক্রিমিনালের জন্য ২২ লক্ষ্য প্রবাসী বাংলাদেশী কেন সাফার করবে?

২২| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:০৩

ম্যাকানিক বলেছেন: আরবদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করা খুব একটা কঠিন কিছু না ।
আরবদের একটাই দাবী বাংলাদেশীরা যে নানা ধরনের অপরাধ করে পালিয়ে দেশে চলে যায় তাদের হয় বাংলাদেশে বিচার করুক নতুবা আরবদের কাছে পাঠিয়ে দেয়া হোক।
এখন বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রনালয়ের ডক্টরেট ডিগ্রীধারী আমলারা এই সহজ সরল সমিকরন না বুঝতে চাইলে আরবরা ভিসা বন্ধ করাকেই তাদের হাতিয়ার হিসেবে বেছে নয়েছে কারন তাদের ত আর সি আই এ বা এফ বি আই এর মত অরগানাইজেশন নাই যে বাংলাদেশের ঢাকার রাস্তা থেকে আসামীকে ধরে বিশেষ বিমানে করে নিয়ে আদালতে উঠাবে।
আপনি বকলম ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে কানাডা বা নিউজিল্যান্ড এ মাইগ্রেট করার চেষ্টা করেন।
আপনার মত প্রবাসীর হাহাকার শোনার মত সময় বাংলাদেশ সরকারের নাই।

২৩| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৯

আরিফুর রহমান বলেছেন: ম্যাকনিক ব্লগারের বক্তব্যের প্রথম অংশে লুকিয়ে আছে সৌদিদের আসল কাহিনী।

আর সৌদির মতো বর্বর দেশে কেন যে আমরা যাই, এতো অপমানের পরেও যাই।

কারন মাথায় ঘুরে পবিত্র দেশ, জান্নাতের কাছাকাছি ইত্যাদি.. অথচ বাঙালীদের তারা মিসকিন বলে জানে। মানে দরিদ্র, করুনার যোগ্য।

আমরা মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য কাজ করি, অথচ, তারা আমাদের ট্রিট করে জঘন্যভাবে।

আমাদের উচিত নিজস্ব দক্ষতা বাড়িয়ে অন্য দেশে কাজের সন্ধান করা। কেন বর্বর ছৌদিতে থাকবো?

২৪| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৯

ত্রিভুজ বলেছেন: খুবই দুঃখজনক অবস্থা। দেশে ফিরে আরো খারাপ অবস্থার ভেতরে পড়বেন। অন্য কোন দেশে মাইগ্রেটের চেষ্টা করুন।

২৫| ০২ রা আগস্ট, ২০১০ বিকাল ৫:২৪

রিফাত হোসেন বলেছেন: ++

০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৭

বকলম বলেছেন: রিফাত ভাই কেমন আছেন? পড়ার জন্য ধন্যবাদ।

২৬| ০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৩

ওবায়েদ বলেছেন: প্রথমেই সামুর কাছে বিনীত আবেদন পোষ্টটি স্টিকি করা হউক ।

বাংলাদেশের বর্তমান সরকার কি বাংলাদেশী বা নিজ দেশের কোন সরকার কিনা, তা অনেকের মতো আমারও সন্দেহ হয়।

আপনি বকলম যে সমস্যায় আছেন তার চাইতে হাজার গুন বেশি সমস্যায় আছে সাধারণ শ্রমিকরা।
আপনি হয়তো বাংলাদেশেও চাকুরি করে পরিবার চালাতে পারবেন। হয়তো ভিটে বাড়ি বিক্রি করে আপনাকে সৌদিআরবে আসতে হয়নি। আপনার হয়তো অন্য কোন ভালো কান্ট্রিতে যেতে কোন সমস্যাই হবেনা। এতো দিনে সেই রকম টাকা পয়সা ইনকাম করে পেলেছেন।
কিন্তু অশিক্ষিত একজন সাধারন শ্রমিক কি করবেন?!



ম্যাকানিক বলেছেন: আপনি বকলম ভাই যেটা করতে পারেন সেটা হচ্ছে কানাডা বা নিউজিল্যান্ড এ মাইগ্রেট করার চেষ্টা করেন।
আপনার মত প্রবাসীর হাহাকার শোনার মত সময় বাংলাদেশ সরকারের নাই।
--- এই পরামর্শটা আপনি হয়তো দুই হাজার বাংলাদেশীকে দিতে পারবেন। বাকি ১৯ লক্ষ ৯৮ হাজার বাংলাদেশীকে কি করবেন। কি বলবেন?




আরিফুর রহমান বলেছেন: ম্যাকনিক ব্লগারের বক্তব্যের প্রথম অংশে লুকিয়ে আছে সৌদিদের আসল কাহিনী।

আর সৌদির মতো বর্বর দেশে কেন যে আমরা যাই, এতো অপমানের পরেও যাই।

কারন মাথায় ঘুরে পবিত্র দেশ, জান্নাতের কাছাকাছি ইত্যাদি.. অথচ বাঙালীদের তারা মিসকিন বলে জানে। মানে দরিদ্র, করুনার যোগ্য।

আমরা মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য কাজ করি, অথচ, তারা আমাদের ট্রিট করে জঘন্যভাবে।

আমাদের উচিত নিজস্ব দক্ষতা বাড়িয়ে অন্য দেশে কাজের সন্ধান করা। কেন বর্বর ছৌদিতে থাকবো?


------- সৌদি বা আরবদের মতো বর্বর দেশ গুলোই বাংলাদেশের লক্ষ লক্ষ অশিক্ষিত সাধারন শ্রমিকদের কাজ করে রুটি রুজির সুযোগ দিয়েছে। বিসা বিক্রি সহ আরো অনেক অপকর্ম আমরাই সৌদি বা আরবদের কে শিখিয়েছি। আপনার চিন্তা চেতনা অনুসারে সরকারের উচিৎ সৌদি আরব এবং আরব দেশ গুলো থেকে প্রায় কোটি বাংলাদেশীকে দেশে নিয়ে, স্কুল কলেজে পড়িয়ে, আবার নতুন করে ইতালি, কানাডা, আমেরিকার মতো দেশ গুলোতে পাঠানো। যদিও কোন মতেই সম্ভব নয়, তারপরও সরকার যদি এই বিশাল জনগোষ্টিকে কর্মসংস্থানের জন্যে নুন্যতম ইন্টারমেডিয়েট পাশ করিয়ে ইংরেজী শিখিয়ে, তৈরী করে বসে থাকে, পৃথিবীর কোন দেশটা বা কোন দেশ গুলো আছে এতো গুলো মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে?

আপনার মতে আরবরা বর্বর হলেও, মনেরাখবেন তারা আমাদের কম সুযোগ করে দেয়নি। কিন্তু আমরা নিজেদের কারনেই, পাওয়া সুযোগ সুবিদা গুলো আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কুৎসা রটানোটাও আজকে আমাদের এই দুর্ভোগের কিছুটা কারণ, তাই বলি আপনার মতো কিছু আরিফুর রহমানের কারনেই আজকে আমরা আরবদের এইসব সুযোগ গুলো থেকে বঞ্চিত হচ্ছি।


০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৬

বকলম বলেছেন: ভাল বলেছেন ওবায়েদ ভাই।

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১:০৯

মুরুববী বলেছেন:
মনটা খারাপ লাগলো। তবে বাংলাদেশের সরকারের কারো মনে হয় না এইসব নিয়া কোন মাথা ব্যাথা আছে। আফসুস।

০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:১০

বকলম বলেছেন: সহানুভুতি ছাড়া কারো মনে হয় কিছুই করার নাই।

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৯

ফাহিম আহমদ বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল.....। যত সম্ভব না আসার চেষ্টা করেন কারণ ভাই বর্তমানে বাংলাদেশের যা অবস্থা....। সৌদি কি সারা জীবনের জন্য ভিসা বন্ধ করেছে,,,,,,,,না.....সাময়ীক বন্ধ। আমার মনে হয় আপনি

.......কিছুদিন ধৈর্য ধরে থাকার দরাকার..... তবে সেটা আপনার সম্পুর্ণ

মতামত।

২৯| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫০

rasselbd বলেছেন: সামু কে অনুরোধ পোষ্ট টা স্টিকি করা হোক !

৩০| ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৬

মিয়া মুস্তাফিজ বলেছেন:
আমার মতে, একটি নতুন সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় আসে অন্য সব কিছুর মতো বিদেশ নীতিতেও পরিবর্তন আসে। আমাদের দেশের পলিটিশিয়ানরা জাতীয় স্বার্থের চেয়ে নীজেদের স্বার্থই চান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ভালো সর্ম্পক আছে বলে আমি জানি। খালেদা জিয়া কি বাংলাদেশের শ্রমিকদের ভালোর জন্য সৌদি সরকারের কাছে এ বিষয়ে তদবির করতে পারেন না ?
রাজনৈতিক প্রতিহিংসা বা দলাদলিই যেখানে আমাদের গণতন্ত্রের প্রতিচ্ছবি সেখানে বেগম খালেদা জিয়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের ভালোর জন্য লবি করবেন কেন? তিনি তো চাইবেন আওয়মীলীগের আমলে বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরবে খারাপ অবস্থায় থাকুক আর আওয়ামী সরকার চাপে পড়ুক।

আরিফ ভাই আমার বড় ভাইও সৌদি আরবে থাকেন। আমার অনেক আত্বিয় থাকেন সৌদিতে । আমরা প্রতিনিয়ত দোয়া করি আপনারা যাতে পুণ্য ভুমিতে ভালো থাকেন। আর আপনি কিনা আমাদের অভিশাপ দিচ্ছেন !

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৭

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার জন্য দুঃখিত। সরকার চাইলে এ সমস্যার সমাধান করতে পারে

শুভকামনা থাকলো

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২৯

নাজমুল আহমেদ বলেছেন: নিয়তি হিসাবে মেনে নেওয়া ছাড়া অন্য কোন পথ যে খোলা নেইরে ভাই :(

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৮

ডলুপূত্র বলেছেন: আমার বই

Click This Link

৩৪| ২৫ শে জুন, ২০১১ রাত ৮:০৬

মানবী বলেছেন: শেষ পর্যন্ত দেশে ফিরে এসেছেন না সমস্যার সমাধান হয়েছে জানা নেই।

যেখানেই আছেন, স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকুন, এই প্রার্থনা।

৩৫| ২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২০

মদন বলেছেন: কদু,
খবর কি???? অনেকদিন তো যোগাযোগ নাই। মেয়ে কেমন আছে?

৩৬| ১২ ই জুন, ২০১২ সকাল ১১:৫৪

মদন বলেছেন: অনেক দিন পরে মনে পড়লো, সবাই ভালো তো?????

৩৭| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৩

খালিদ১৪ বলেছেন: এই রকম সমস্যা চিরদিনই সমস্যা রয়ে গেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.