![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায়ী বর্ষের মনস্তাপে নতজানু আমি দোয়েলচত্বরের ঝর্ণার দিকে অভিলাষী দৃষ্টিতে তাকিয়ে তোমার প্রতীক্ষায় বসে থাকব। হঠাৎ হাওয়া এসে উড়িয়ে দিবে চুল। এলোমেলো সে চুল ঠিক করতে করতে যখন দক্ষিণে চোখ পড়বে, বৈশাখের উদ্যম হাওয়ার সাথে ভেসে আসবে এক প্রশান্তির অভিরূপ। সাদা আর কালোর নকশায় হালকা আবীরের ছাপ দেয়া আঁচলের শাড়ি পরে হেঁটে আসবে তুমি।
মেঘ মেঘ চুলের এক কোণে থেকে মুচকি হাসিতে বিভোর হবে একজোড়া ঝুমকো। ছলছল নদীপাতা সেই চোখের সারি আর অভ্রের গয়নার সংসর্গ তোমাকে অ্যানা ক্যারেনিনার আদর্শ প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করবে।
আর আমি?
আমি থাকবো সাদা পাঞ্জাবি গায়ে।
ম্লানমুখে স্নিগ্ধতা ছড়াবে তোমার উপস্থিতি।
দীর্ঘ অপেক্ষা-ব্যাকুলতার অবসান ঘটাবে তোমার এক ফালি মিষ্টি হাসি।
কাছে এসে যখন হাতে হাত রাখবে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হারিয়ে যাবে নিস্তব্ধতার অতলে।
ধীরপায়ে আমরা কার্জনহলে প্রবেশ করবো। আমাদের স্বাগত জানাবে একসারি কাঠগোলাপ।
শুভ নববর্ষ।
©somewhere in net ltd.