নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরখানেক আগের কথা। বৈশাখের এই সময়ে ডুবে ছিলাম অদ্ভুত নিঃসঙ্গতায়। হাতে ছিলো অনির্ধারিত এক অবসর; বুক শেলফ আচ্ছন্ন ছিল একগাদা বইয়ের সারিতে। যখন যে বইয়ে মন ধরত সেই নিয়ে খানিকক্ষণ চলত ওলট-পালট পর্যায়।
সেদিন প্রবল ব্যগ্রতা নিয়ে পড়ে ছিলাম রাইডার হ্যাগার্ড এর ভার্জিন অভ দ্যা সান গ্রন্থের যুদ্ধক্ষেত্রে। ঘটনার ক্লাইম্যাক্সে লেখক বিস্ময়কর এক সংমিশ্রণ ঘটিয়েছিলেন আনন্দ-বিষাদ-ভালোবাসা-নির্মমতার। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় যেন দৃশ্যমান হয়ে উঠেছিল সেই উপাখ্যান। কল্পকাহিনির সকল বিষাদ এসে ভর করেছিল ক্ষুদ্র এই দেহে। বিষাদ ভাঙানোর বিশেষ কোনো প্রয়াস যদিও ছিলনা; তবে হঠাৎ নিজেকে খুব মরিয়া লাগছিল। মেঘঢাকা অন্ধকার আকাশে এক ফালি আলোর ঝলকানি যেমন দাগ কেঁটে যায় ঠিক সেরকম-ই আলোর ঝলক হয়ে দেখা দিয়েছিলে তুমি। অবাক হয়ে সেদিন শুধুই ভাবনার মাঝে নিমজ্জিত হয়েছিলাম। আজও সেই মুগ্ধতার এক চুল নড়চড় হয়নি। সেই প্রথম পরিচয়, ভালোলাগা। সেদিন ছিল তোমার জন্মদিন, আজকের সেই সেদিন!!.. সৈয়দ শামসুল হকের একখানা কথা না বললেই নয়, নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই আমি এর মধ্যে-
" তোমার নক্ষত্র এই রক্তের লোহিতে
জীবন ভাসমান জীবন গতিময়
নক্ষত্রের আগুন তুমি আমার অন্ধকারে...."
© সাদাত সিয়াম
২৬/০৪/২০২২
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৩
সাদাত সিয়াম বলেছেন: আপনার পঠিত সেরা কিছু বই সাজেস্ট করলে কৃতার্থ হব...
ধন্যবাদ।
২| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: তো সে কি সাথে আছে এখনও?
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০০
সাদাত সিয়াম বলেছেন: জি.. সুস্থতার জন্য দোয়া চাই।
৩| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৯
বিজন রয় বলেছেন: আপনার এই মুগ্ধতা অটুট থাকুক।
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৪
সাদাত সিয়াম বলেছেন: ধন্যবাদ!
৪| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৫
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট !
লাইক !!
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০০
সাদাত সিয়াম বলেছেন: ধন্যবাদ!
৫| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার অনুভূতি তুলে ধরেছেন।++
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০১
সাদাত সিয়াম বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভার্জিন অভ দ্যা সান সেবার অনুবাদটা পড়েছি আমি।