নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মান্ধ এবং রাজাকার মুক্ত দেশ চাই...

একটা মেয়ের একটু কথা।

আজ আমি কোথাও যাবো না

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার কোন আক্ষেপ নেই। শুধু অন্যেরা উকি না দিলেই হলো। তারা দেখে আমি পঙ্কিল এক পৃথিবীতে পঙ্কস্নান করছি। আমার ভাষায় যদিও তা চন্দ্রস্নান বা রৌদ্র স্নান। সেই পঙ্কিল আমাকে দেখে ভিড়মি খাওয়া মানুষদের বলছি দয়া করে আমার পৃথিবীতে আমাকে থাকতে দিন। এটা একান্তই আমার ভুবন। অশুদ্ধ আমি ভাল আছি খুব। এক টুকরো কল্পনার অংশুকে নিযে ভাল আছি খুব। শুদ্ধতা আমাকে ভাল না বাসুক আমার আপত্তি নেই। যা আছে মানে অশুদ্ধতাটুকুই নিয়ে বাচতে চাই। সব হারালে আমি বাঁচবো কি করে!

আজ আমি কোথাও যাবো না › বিস্তারিত পোস্টঃ

রোদসীর চন্দ্রস্নান পর্ব ১

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫





রোদসী অনেক দিন পরে ছাদে এসে দাড়ায়। ছাদের একপাশে তার নিজের সাজানো ক্যাকটাসগুলো এত্তদিন পরে যেন তাকে দেখে অবাক হল। রোদসী সুন্দর করে সাজিয়ে রাখা গাছ গুলোর দিকে এগিয়ে যায়। ক্যাকটাস গাছটায় ফুল ফুটছে। সে ধরার চেষ্টা করে। হাতে কাটা ফুটে যায় তার।



‘কি রাগ করেছিস বুঝি!’ সে ক্যাকটাসটাকে বলে।

আগে প্রতিদিন এই গাছগুলোর গায়ে হাত বুলিয়ে না দিলে তার ঘুম হতো না। অথচ তাদের কেই আজ কত অপরিচিতো মনে হচ্ছে! রোদসী এক কোনে এসে দাড়ায়। আজ রাতে আবার জোছনা হবে। কি জানি চন্দ্রস্নান আজ হবে কিনা!



সে খুব সাজগোজ করেছে। একটু পরেই তার এনজেমেন্ট। পাত্রপক্ষ তিনবার এসে দেখে গিয়েছে তাকে। আজ এনগেজমেন্ট হয়ে যাবে। অনেক কষ্টে মায়ের কাছ থেকে দুই ঘন্টা আদায় করেছে সে। দুই ঘন্টা কেউ তাকে বিরক্ত করতে পারবে না। এই দুইঘন্টা নিজের জন্যে ব্যয় করবে সে। রোদসী রেলিংএর উপরে উঠে বসে। মার আসার সম্ভাবনা নেই এখন। মা ব্যাস্ত ক্ষীরসা পিঠা নিয়ে। রোদসী মনে মনে হাসে।



আচ্ছা দুইঘন্টা কি খুব বেশী? সে নিজেকে প্রশ্ন করে। দুইঘন্টা পার হচ্ছে না কেন সেটাই ভেবে পায়না সে। সে দুইঘন্টা সময় নিলো অথচ কিভাবে শেষ করবে ‍দুইঘন্টা বুঝতে পাচ্ছে না। সে তার ডাইরিটা বের করে। এটা তার গোপন চিঠির ডাইরি। এই ডাইরির আরেকটি বৈশিষ্ট্য হলো এই ডাইরিতে সে যত চিঠি লিখেছে কোন চিঠিই কাওকে পাঠানো হয় নি এবং সবগুলো চিঠিই সম্বধোনহীন। সে ঝুলানো দেলানায় বসে পড়ে। ডাইরি খুলে মুক্তোর মতো অক্ষরে গোটা গোটা হাতে সে লিখে।



সখা,

আমি জানি তুমি ভাল আছো।



তুমি অনেক ব্যাস্ত আমি সেটাও জানি। তাই তোমাকে ডিস্টার্ব করি না। মাঝে মাঝে ইচ্ছা হয় তোমাকে একটি চিঠি পাঠাই কিন্তু তাও পাঠাই না। কারণ কি জানো? কারণ আমার আশেপাশের সবাই আমার প্রতি বিরক্ত হয় খুব। আমি চাই না তুমিও বিরক্ত হও। সেটা আমি চাইতেই পারি। তাই নয় কি? আমি জানি এই চিঠি তুমি পাবে না। কারণ আমি পাঠাবোই না! আমার বেশীর ভাগ চিঠিই আনসেন্ট।



যাই হোক সখা জানো আজ না আমার বিয়ে। এনগেজমেন্টের কথা যদিও বলা হয়েছে কিন্তু আমি জানি বিয়েও আজই হয়ে যাবে। কিন্তু সেকথা তুমি জানবে না সেটাই আমার দুঃখ। তুমি এখন আমার কিছুই জানতে চাইবেনা জানি। কেন চাইবে? যেদিন আমি দুজনের পথ আলাদা করে নিয়েছিলাম সেদিনের পর থেকে তো তুমি আর এপথ মাড়াওনি!



তোমাকে আজ কেন চিঠি লিখছি জানো? আজ না জোছনা। মনে আছে জোছনা রাতগুলো তুমি আগে কেমন ভাবে চন্দ্রস্নান করে কাটিয়ে দিতে! আমাকেও বলতে কিন্তু আমি বিরক্ত হতাম! কিন্তু দেখ আজ তুমি বিরক্ত হও আর আমি চন্দ্রস্নান করি।



আমাদের বিচ্ছেদের পরে যখনই তোমার সাখে দেখা হয়েছে ততবারই তুমি সুরমা নামের একটি মেয়ের কথা বলেছো আমাকে।



আচ্ছা সেদিন তুমি যখন সুরমা নামের মেয়েটাকে নিয়ে লেখা কবিতাটা আবৃত্তি করে আমাকে শোনাচ্ছিলে, তখন কি তোমার মনে হয়নি যে আবেগ দিয়ে তুমি সুরমার জন্যে কবিতা লিখছো সেটা তো একদিন শুধুই আমার ছিল! শুধুই আমার জন্যে! কি সহজ ভাবে তুমি সুরমার কথা আমাকে বলছিলে! আমি অনেক অবাক হয়েছি জানো। কান্নার ঢেউ সামলাতে কষ্ট হয়েছিলো। আমি কেন ভুলে গিয়েছিলাম আমি আর তুমি তো আলাদা এখন! আচ্ছা আমাকে নিয়ে লেখা কবিতাটাতে তো তুমি সুর দিয়েছিলে। সেই সুর কি সুরমার জন্যে লেখা কবিতাতে দিয়েছো? আচ্ছা এমন নয় তো আমাকে কষ্ট দেবার জন্যে তুমি এসব করছিলে? নাহ্ তুমি আর যাই কর এমন করতে পারো না আমি জানি।



ভয় পেও না আমি কিন্তু তোমার কাছে কিছুই চাই না। জানো কাওকে কাওকে কল্পনায় পেতেই ভাললাগে। বাস্তব যে ভীষন কঠিন! কল্পনায় হারাবার ভয় নেই। কিন্তু বাস্তবে সেই ভয় প্রতিনিয়ত তাড়া করে আমাকে। কারণ আমার রজ্জু যে খুব হালকা! কাওকে ধরে রাখা আমার কাজ নয়। আমি কল্পনা বিলাসী। তাই তোমাকে কল্পনায় পেতেই ভাল লাগে। এটাই হয়তো আমার শাস্তি। তোমাকে ত্যাগ করার। কিন্তু জানো এরপরে আমি আর কাওকে কখনও..... নাহ্ থাক!



আসলে আমার জীবনটা ব্যার্থতায় ভরা। আমি এক ব্যার্থ মানবী। আমি সে কথা কিছুতেই মনে করতে চাই না। কিন্তু সে ব্যার্থতা বারবার আমাকে নাড়া দিয়ে যায়। যেভাবেই হোক নাড়া দিয়ে যায়। বিভিন্ন রূপে আসে সে। জানো আমি যেটা চাই সেটা কখনই পাই না- এমন নয়। আমি পাই। কিন্তু অসময়ে। তখন না পারি রাখতে না পারি ত্যাগ করতে।



তুমি কেমন আছো সখা? খুব জানতে ইচ্ছা করে গো। আমি জানি উত্তর পাবো না। তবুও জানতে ইচ্ছা করে খুব। তোমার হয়ে কেউ যদি উত্তরটা দিতো তাহলে মনে শান্তি পেতাম। আমি জানি তুমি কখনই জানতে চাইবে না আমি কেমন আছি। তবু ও বলছি আমি ভাল নেই গো, ভাল নেই। কেন জানো? নাহ্! তুমি জেনে কি করবে! আমি চাই তুমি ভালো থাকো। অনেক আনন্দ পাও জীবন হতে। দরকার হলে আমার ভাগেরটাও তুমি যেন পাও।

সুখে থাকো। শান্তিতে থাকো গো সখা। প্রিয় সখা জানো আমি তোমাকে একটা কথা বলার ছিলো। সে যাক। আজ আর নয় গো।



আজ যাই। আবারো লিখবো তোমাকে। যখন মনে যাতনা জাগবে সুখের বা বেদনার। তখন লিখবো। তোমাকে লেখা চিঠিগুলো তুমি কখনই পাবে না জানি তারপরও আমি লিখেই যাবো। আমার আনন্দ, দুঃখ, কষ্ট, বিষন্নতা, বেদনা, উল্লাস প্রতিটি অনুভুতিতে আমি তোমাকে চিঠি লিখবো। কেন জানো? নাহ্ আরেকদিন বলবো।



তোমার

রোদসী



পুণ: জানো আমার না খুব ইচ্ছা করছে শুণ্যতার অনুভুতি পেতে। তুমি বলেছিলে না যে ছাদ থেকে লাফ দিয়ে পড়লে কিছুক্ষণের জন্যে শুণ্যতার অনুভুতি পাওয়া যায়! আমার না খুব ইচ্ছা করছে সেই অনুভুতি পেতে। কিন্তু কি করবো বলো আমার যে সাহস নেই!



রোদসী ডাইরি বন্ধ করে। হাতের ঘড়িতে দেখে দুই ঘন্টা পার হয়ে যাচ্ছে। ওদের আসার কথা সন্ধ্যা সাতটায় এখন সাড়ে ছয়টা। অন্ধকার হয়ে এসেছে চারদিক। রোদসী জানে তার শুণ্যতার অনুভুতি পাবার সেই সাহস নেই। সারাটা জীবনই তো সাহসের অভাবে পিছিয়ে এসেছে সে! একবার যদি সাহস করতে পারতো সে! শুধু একবার! সে আঁচলে চোখ মুছে আবারো রেলিং এর পাশে গিয়ে দাড়ায়।



মৃদু স্বরে গায়

“আমার এ ঘর বহু যতন করে..

ধুতে হবে মুছতে হবে মোরে,

আমারে যে জাগতে হবে..

কি জানি সে আসবে কবে যদি আমায়

যদি আমায় পড়ে তাহার মনে

বসন্তের এই মাতাল সমীরণে আজ

জোছনা রাতে সবাই গেছে বনে।”

রোদসী দুই ঘন্টা পেরুনোর আগেই নিচে নেমে যায়।

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন....
গদ্য+কাব্য মন ছুয়ে গেল।
প্লাস++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
৩ য় ভাল লাগা +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
২ টা তাইলে কে দিলো!!

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

মাক্স বলেছেন: আপনাদের মত কিছু লোকের জন্যই চিঠি নামক বস্তুটা এখনো মিউজিয়ামে যায় নাই।
লেখা ভাল্লাগসে।:)

অনেকদিন পর পুণশ্চ শব্দটা মনে করিয়ে দিলেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ মাক্স।
চিঠি আমার ভাললাগা আমার অবসেশন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চিঠি শিল্প ভালো লাগলো। :)

অনেক চিঠির উত্তরই বা্কি.... অনেক চিঠি লেখাই বাকি!!
চিঠিরা নাকি ইদানিং শুধু আকাসেই লেখালেখি করে মেঘের অক্ষরে!
আশা করি তুমি তা দেখতে পাও।

গল্প পড়ে এই কয় লাইন মাথায় আসল। ;) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চিঠি যে শিল্প সেটা কারো মুখে শুনে ভাল লাগলো।

অনেক চিঠির উত্তরই বা্কি.... অনেক চিঠি লেখাই বাকি!!
চিঠিরা নাকি ইদানিং শুধু আকাসেই লেখালেখি করে মেঘের অক্ষরে!
আশা করি তুমি তা দেখতে পাও।

গল্প পড়ে এই কয় লাইন মাথায় আসল।



:P :P

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লাগলো । লেখাটা পছন্দ হইছে । শেষের গানটাও পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলো । উপ্রে ম্যাক্স সত্যি কথাটাই বলেছে ।

+++++



কিরে আমার চিঠি কোই ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শেষের গানটাও পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলো ।
কত পুরান ভাইজান? B:-)

আপনের চিঠি পাঠামু। ঘুড্ডির ডাকে!

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

প্রিয়তমেষূ বলেছেন: আপু অসাধারন..............

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ আপুমনি। :)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শায়মা বলেছেন: বাহ!! রোদসি রবীন্দ্রনাথ শুনে তাতেই আমি মুগ্ধ হলাম আপুনি!:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সব ক্রেডিট তাহলে রবী ঠাকুরের! :(

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

নাজিম-উদ-দৌলা বলেছেন: আনকমন নাম বেছেছেন! রোদসী!
লেখা ভাল লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রোদসী আনকমন নাম? ছোট বেলা থেকে শুনে আসছি!!
ধন্যবাদ !

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

আশিক মাসুম বলেছেন: চিঠি ,
বলতে না পারা কিছু কথা
হৃদয়ের ক্ষত বিক্ষত শব্দ
অহর্নিশি দাহ কালের আর্তনাদ।


ভাল লাগা জানিয়ে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চিঠি ,
বলতে না পারা কিছু কথা
হৃদয়ের ক্ষত বিক্ষত শব্দ
অহর্নিশি দাহ কালের আর্তনাদ।

হুম তাই।
ধন্যবাদ।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

বটবৃক্ষ~ বলেছেন: তুমি কেমন আছো সখা? খুব জানতে ইচ্ছা করে গো। আমি জানি উত্তর পাবো না। তবুও জানতে ইচ্ছা করে খুব। তোমার হয়ে কেউ যদি উত্তরটা দিতো তাহলে মনে শান্তি পেতাম। আমি জানি তুমি কখনই জানতে চাইবে না আমি কেমন আছি। তবু ও বলছি আমি ভাল নেই গো
:( :( :(

রোদসীর জীবনে রৌদ্র খেলা করুক...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কিন্তু দুঃখের ব্যাপরা কি জানেন রোদসীদের জীবনে চাঁদের ছায়াই খেলা করে।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন:
চিঠি এবং ডায়রি !! মিলে গেল দেখি । অবস্য আমি এটা জেনেছি মাত্র ৪মাস আগে । তাই ......... সাথে মিলিয়ে নিয়েছি । (ডিটেল বলা যাবে না)


খুব সম্ভব ২য় পর্বেই শেষ হবে, তাই কি ? রদসী যাতে ২য় পর্বে শুণ্যতার অনুভুতি না পায় এই কামনা থাকবে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ডিটেল আমি কল্পনা করে নিয়েছি।

২য় পর্ব না শুধূ সবগুলোই লেখা শেষ দিবো সবগুলো।
ধন্যবাদ হিমু।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন:

চিঠি!

আমারও লেখার কথা ছিল....
কথা দিই নি, তবে ঠিক আমি বিশাল বড় করে একটা চিঠি লিখবো.....জানি না কবে লিখব, তবে লিখবো যে, সেটা জানি....

চিঠিতে লেখা অনুভুতিগুলো যেন ছুঁয়ে গেল!

কেন জানালেন বলুন তো?! মনে করিয়ে দিতে? :|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নাগো আপু মনে করাতে নয় ভুলতে!

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

জাকারিয়া মুবিন বলেছেন: আপনার পোস্ট পড়ে চিঠি নস্টালজিয়ায় পরে আছি.... :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি খুবই দুঃখিত!
নস্টালজিয়া আমি উপভোগ করি তাই এমন লেখা লিখা।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন লিখেছেন........এককথায় সুপার্ব.....।

খুব ভাল লাগলো......

ধন্যবাদ ....পরের পর্বের অপেক্ষায় রইলাম.....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ।
পরের পর্ব শীঘ্রই দেবো।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

একজন আরমান বলেছেন:
চমৎকার।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

কেমন জানি মন খারাপ করা লেখা।
হয়তো কোন অতৃপ্তি !

আমি কখনো এরকম গুরুগম্ভীর ভাষায় গল্প লিখতে পারবো না। :| :| :|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কেমন জানি মন খারাপ করা লেখা।
হয়তো কোন অতৃপ্তি !

হুম তাই আরমান ।
মন খারাপটা এখন উপভোগ করি।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

অনিমেষ রহমান বলেছেন: আবারো পিলাস দিলাম।
চমতকার লিখেছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ দাদা।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

আমিনুর রহমান বলেছেন: চমৎকার।


চিঠি হৃদয়ে ছুয়ে গেলো।
ভালো লাগা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: থেঙ্কু মিয়া ভাই। :)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
মন খারাপটা এখন উপভোগ করি।

ভালো বলেছেন !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সেটাই তো উপভোগ করি।

সেই গানটার মতো।

দুঃখ গুলো আর দুঃখ দেয় না
দুঃখ গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না।
কাঁদতে আমার ভাল লাগে না


তাই উপভোগ করি!

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

অস্থির ভদ্রলোক বলেছেন: আপু কবিতা + গল্প দুইটাই অস্থির হইছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা কোথায় পেলেন!! ওটা তো রবীন্দ্র সংগীত!!

ধন্যবাদ পড়ার জন্যে।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

লেখোয়াড় বলেছেন:
এত সুন্দর!! খুব ভাল লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ। :)

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

@সুলতান মির্জা ২ বলেছেন: তোমার এই চিঠি আমি মোট পাচ বার পড়লাম। দেও ফাইন দেও।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মির্জা আপনার এই মন্তব্য দেখে খুবই ভাল লাগছে!!
অনেক ধন্যকবাদ সাথে থাকার জন্যে। :)

২২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো আপু......

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধন্যবাদ তোমাকে আপু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.