নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতাংশ :
১ শতাংশ = ৪৩৫ বর্গফুট
১ শতাংশ = ১০০ অযুতাংশ
৫ শতাংশ = ৩ কাঠা বা ২১৭৫ বর্গফুট
১০ শতাংশ = ৬ কাঠা বা ৪৩৫০ বর্গফুট
কাঠা: -------------------------------------
১ কাঠা = ৭২০ ফুট বা ৮০ বর্গগজ
১কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
২০ কাঠা = ১ বিঘা
৬০.৫ কাঠা = ১ একর
বিঘা: -------------------------------------
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট
১ বিঘা = ১৬০০ বর্গ গজ
১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৩৩ শতাংশ
একক : -------------------------------------
১ একর = ১০০ শতাংশ
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা ।
ধন্যবাদ যদি কোন ভুল থাকে আশাকরি মতামত দিয়ে শুদ্ধ করতে সহয়তা করবেন
- এম বোরহান উদ্দিন রতন
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসেলই অনেকের কাছেই ভাসা ভাসা
জেনে নিলাম ভাল করে
মনে থাকলেই হয় হা হা হা
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
ঢাকার লোক বলেছেন: দ্বিতীয় লাইনে ৪৩৫ বর্গ ফুটে ৬৫.৪৫ বর্গ ইঞ্চি ! কোথাও ভুল আছে মনে হচ্ছে , ঠিক
করে দিবেন দয়া করে।
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভুলটা ইচ্ছাকৃত ভাবে দিয়েছি সবাই সেটিকে কেমন ভাবে নেয় তা দেয়ার জন্য ।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১ শতাংশ = ৪৩৫ বর্গফুট
যা ইঞ্চিতে দাঁড়ায় ৬৫.৪৫ বর্গ ইঞ্চি ভুল, যা ঢাকা বাসি বলেছেন।
৫ শতাংশ = ১৩০৬.৮ বর্গফুট হলে ১০ শতাংশ = ৪৩৫৬ বর্গফুট কেমনে হয়?
যতসব ফাউল!!!
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনি যেভাবে নিয়েছেন আমি কিন্তু সেই ভাবে বিষয়টি কে নিই নাই, আমি বরং পাঠকের মনোযোগ পরীক্ষা করছি । এখন দেখেন
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
ঢাকার লোক বলেছেন: আরো নিচে যান , ৬০.৫ কাঠা = ১ একর , শেষ লাইনে, ১ একর = ৬৫.৫ কাঠা !
পোস্ট করার আগে আরেকটু সাবধান হলে ভালো হয় !
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বী সংশোধন করেছি আর এটি নিয়ে এমন মন্তব্যের কারণে ভালো করে সবার মেমরীতেও থাকবে । ধন্যবাদ
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ, দ্বিতীয় লাইনে, পরিবর্তন করে এখন ৪৩৫ বর্গফুটে ৩৬. ২৫ বর্গইঞ্চি ও কি মেমোরিতে ঢুকানোর জন্য লিখেছেন ? বর্গ ইঞ্চি - বর্গফুট সম্বন্ধে ভালো জ্ঞান আছেতো ?
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: ্মনে তো থাকে না।