নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

এক নজরে বাংলা বর্ণমালা সম্পর্কে জানুন

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

মোট স্বরবর্ণ ১১ টি
মোট ব্যঞ্জনবর্ণ ৩৯ টি
মৌলিক স্বরধ্বনি ৭ টি তা হলো - ( অ, আ, ই, উ, এ, অ্যা, ও )
যৌগিক স্বরধ্বনি ২ টি ( ঐ , ঔ)

হ্রস ধ্বনি : ৪টি (অ, ই, উ ঋ)

দীর্ঘস্বর ধ্বনি ৭ টি তা হলো - ( আ, ঈ, ঊ, এ,ঐ, ও, ঔ)

পূর্ণমাত্র বর্ণ ৩২ টি ( তাহলো- অ, আ, ই , ঈ, উ, ঊ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত,দ, ন, ফ, ব, ভ, ম , য, র , র , ল, ষ, স, হ, ড়, ঢ়, য়।)

অর্ধমাত্র বর্ণ ৮ টি তা - (ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ)
মাত্রহীন বর্ণ ১০ টি তাহলো - এ, ঐ, ও, ঔ, ঙ , ঞ, ৎ, ং, ঃ ঁ)

কার ১০ টি
নিলীন বর্ণ - অ
স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ ২৫ টি
কণ্ঠ্য বর্ণ ক খ গ ঘ ঙ
তালব্য বর্ণ ক , খ, ছ, জ , ঞ
মূর্ধন্য বর্ণ - ট, ঠ, ড, ঢ, ণ

দন্ত বর্ণ - ত , থ, দ, ধ, ন
ওষ্ঠ্য বর্ণ প, ফ, ব, ভ, ম

বাকীটা পরের পর্বে দেয়া হবে ভুল হলে সংশোধন করে দিবেন ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

ইসিয়াক বলেছেন: সময় নিয়ে পড়তে হবে।প্রিয়তে রাখলাম।শুভসন্ধ্যা

২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

এম আর তালুকদার বলেছেন: খুব ভাল লাগলো।প্রিয়তে রাখলাম।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তালব্য বর্ণ ক , খ, ছ, জ , ঞ
চ ছ জ ঝ ঞ

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ব্যকারন সব ভুলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.