নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

যেসব বাংলা শব্দ উচ্চারণে আমরা ভুল করে থাকি আসুন তা সংশোধন করে নিই

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮

# প্রমিত বাংলার শুদ্ধ উচ্চারণ শেখার সঠিক নিয়ম

বাংলা শব্দের শুরুতে যদি অ থাকে তারপরের বর্ণ যদি ক্ষ, য ফলা ্য, ই-কার ্ি ঈ -কার ী, উ-কার ‍ু ঊ-কার ‍ূ থাকে তাহলে প্রথম বর্ণ অ এর উচ্চারণ অ না হয়ে ও কার ্ো হয়ে উচ্চারিত হবে ।

উদাহরণ : পক্ষ, কক্ষ, দক্ষ, পদ্য, গদ্য, বন্যা, কল্যাণ, অধ্যক্ষ, অত্যাচারিত, কন্যা সভ্য, নব্য, ধন্য, যকৃত, কর্তৃপক্ষ, রবি, অতি, গণিত, শরীর, নদী, সতী, পত্নী তরু, কবুল, অনুভব, কভু, তবু, বকুল, বধূ , কটূক্তি, অনৃদিত, করুণ ইত্যাদি শব্দ লিখিত রূপের সাথে উচ্চারণ এক নয়, এটির সঠিক উচ্চারণ হবে

পোক্ষ, কোক্ষ, দোক্ষ, গোদ্য, ওধ্যক্ষ, ওত্যাচারিত, কোন্যা কোটূক্তি এইভাবে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: একদা এক আরবকে বলতেছিলাম যে আমাদের ভাষায় ন দুইটা, স তিনটা; কিন্তু আমরা এগুলির উচ্চারণের পার্থক্য জানি না। বেচারা গম্ভীর ভাবে মাথা নাড়ায়ে বললো, এ জন্যইতো বলি, তোমরা আমাদের ভাষাটারও এই বেহাল দশা কেন করেছো!

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

বাংলার মেলা বলেছেন: শ্রাবণের উচ্চারণ কেন স্রাবন এবং সবুজের উচ্চারণ কেন শবুয - এই ব্যাখ্যা আগে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.