নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বনাম পুলিশ কার মর্যাদা বেশী ?

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

একটা সময় ছিলো পুলিশের চাকুরি মানুষ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যেত।

এবং এদের সাথে কোন সামাজিক, বা পারিবারিক সম্পর্ক গড়ে তুলতে অনীহা দেখাতো।
এখনো কোন সৎ, আদর্শ পরিবার তাদের কন্যা কে কোন পুলিশের কাছে বিয়ে দেয় না।

সমাজের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে যারা স্লোগানে বলে মানুষের বন্ধু অথচ কাজে তারা মানুষের শত্রু, তাদের দেখলে মানুষ ভয় পায়, এরা বেতন পায় ১৫/২০ হাজার অথচ একজনে মাসে ইনকাম করে ৫০ থেকে ৫ লাখ টাকা করে।

এই টাকার উৎস হলো নিরীহ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি, অন্যায় ভাবে ঘোষ খাওয়ার বিনিময়ে কাজ করে দেয়া, মিথ্যা মামলা, ভালো মানুষকে ক্রেমিনাল বানানো সহ অনেক অবৈধ পন্থানুসরণ করে তারা এসব হারাম টাকা আয় করে।

আর সেই অবৈধ ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ পুলিশ যখন অন্যকে জ্ঞান দেয় কার কাছে বিয়ে বসবে কার কাছে বসবে না তখন তা হাস্যকর মনে হয়।

#প্রবাসী বাংলাদেশীর সংখ্যা ১ কোটি বেশি
#দেশের অর্থনীতিতে পরিবর্তন এসেছে এই প্রবাসীদের হাত ধরে।
#তাদের আয় শতভাত সৎ উপার্জন ও হালাল টাকা।

#প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনৈতিক চাকা ঘুরে।

# প্রবাসে সবাই নিন্মস্থরের চাকুরি করে না।
এখানে রয়েছে কোটি কোটি ডালের ইনভেস্টরস
রয়েছে বড়, ছোট ও মাঝারি আকারের সফল উদ্যোক্তা ব্যবসায়ী এবং ১ম, ২য়, ও ৩য় স্তরের কর্মচারী

এখানে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, আর্কিটেচার, ফ্যাশন ডিজাইনার, মডেলার, মিডিয়া কর্মী, ভারী শিল্প এলকা পরিচালনা করার জন্য দক্ষ ম্যানেজম্যান্ট, সার্টারএকাউন্টেন, আইনজীবী, আইটি এনালিস্ট, রিচার্স এন্ড ট্রেইনার, প্রজেক্ট ম্যানাজার, ও ইংরোজি মাধ্যম সহ ভার্সিটির টির্চার/ অধ্যক্ষ সহ শিল্পী সাহিত্যিক।

সো কোন মানুষ যদি নরমাল কাজও করে তা দেশের পুলিশের চাকুরি থেকে সম্মানের বলে আমি মনে করি।
কারণ তার ইনকাম সৎ পথে।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

হাবিব বলেছেন: প্রবাসীর মর্যাদা বেশি হলেও সবাই মেয়ে বিয়ে দেবার জন্য সরকারি চাকুরে খুঁজে। সেটা পুলিশ হলেও দোষের কিছু নাই।
কিন্তু প্রবাসীর জীবন আমাকে কষ্ট দেয়। যারা প্রবাসে থাকে তাদের কষ্ট বুঝার চেষ্টা করি। পুলিশ মহোদয় ঐদিন যে কথা বলেছেন তা ঐভাবে না বললেও পারতো

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: প্রবাসীর সম্পর্কে এই এক ভুল ধারণা আপনাদের, এখানে ভালো অবস্থানে থাকা ব্যবসায়ী , উদ্যোক্তা সহ অনেক সফল ব্যক্তি আছে, আপনি কি আমার লিখাটি পুরো পড়েছেন?? এখানে কি সবাই কষ্ট করে ? আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আইটি এনালিস্ট হিসেবে দায়িত্বরত, আমাকে বাংলাদেশ সরকার কত টাকা বেতন দিবে ? আমি তার চেয়ে তিনগুণ এখানে পাচ্ছি, এবং ভালো ও উন্নত পরিবেশ নিরাপত্তার সুযোগ নিচ্ছি, এখানে আমার মত লক্ষ লক্ষ আছে তাহলে তা কি আমাদের অপরাধ? আপনাদের দৃষ্টিভঙ্গী বদলান, প্রবাসে সব লেবার থাকে না, এখানে এমন এমন বিজনেসম্যান আছে যারা দেশের গুলোকে নগদে কিনে নেয়ার সামর্থ্য রাখে ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

হাবিব বলেছেন:




কষ্টে আছে বলতে আমি বুঝাচ্ছি না যে তারা শারিরিক কষ্ট করছে।
পরিবার পরিজনদের থেকে দূরে গিয়ে থাকাটাকে আমি বুঝিয়েছি।

দু:খিত আমি আপনাকে আমার কথার মাধ্যমে কষ্ট দিলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: না না ঐটা তেমন কিছু না।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

বাকপ্রবাস বলেছেন: আপনার এই পোষ্ট এর জবাবে আমি একটা পোষ্ট দিচ্ছি সেখানে আমন্ত্রণ, একটু পর দেব, এখন লিখছি

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: পক্ষে না বিপক্ষে..

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

আরোহী আশা বলেছেন: ভালো বলেছেন

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

ঢাবিয়ান বলেছেন: পুলিশ অফিসার কি বলেছে তা শোনা হয়নি। তবে প্রবাসে যারা ভাল চাকুরি করে তারা স্ত্রী , পরিবার নিয়ে সেই দেশে থাকার সুযোগ পায়। কিন্ত যারা শ্রমিক হিসেবে যায় তারা পরিবার সাথে নিয়ে যাবার সুযোগ পায় না।প্রবাসী শ্রমিকদের সংসারে অনেক ধরনের অশান্তির কথা শোনা যায়। । পুলিশ অফিসার সম্ভবত এই গ্রুপকে টার্গেট করেই বলেছে।
যেই কারনেই বলুক না কেন এইভাবে বলার সে কে? আমাদের মত দরিদ্র দেশে মানুষ জীবিকার প্রয়োজনে এইভাবে পরিবার ছেড়ে প্রবাসে একাকী জীবন যাপন করতে বাধ্য হয়। প্রবাসে যারা নিজ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে, তারা কিন্তু রেমিন্টেন্স বলতে গেলে পাঠায়ই না। রেমিটেন্স পাঠায় মুলত প্রবাসী শ্রমিকেরা। তাদের স্বার্থ দেখার উদ্দেশ্য কিন্ত একটা মন্ত্রনালয় আছে যারা কিছুই করে না। প্রবাসী শ্রমিকদের পরিবারদের দুঃখ কষ্ট নিরশনে চাইলে অনেক সাপোর্ট এই মন্ত্রনালয়ের দিতে পারে, কিন্ত দিচ্ছে না। কেন দিচ্ছে না, সেটা নিয়েই বরং কথা বলা উচিৎ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমিও এ ক্যাটাগরিতে চাকুরি করি, ব্যাচালর আপনাদের ধারাণাই ঠিক নয় প্রবাসী সম্পর্কে । যারা সৌদিতে আসার আমন্ত্রণ থাকলো ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

আপেক্ষিক মানুষ বলেছেন: যে যাই বলুক আমি পুলিশদের সব থেকে বেশি ঘৃণা করি।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: #প্রবাসী বনাম পুলিশ কার মর্যাদা বেশী ?
যে ভালো মানুষ তার মর্যাদা বেশী।

তবে মোটের উপর, সাধারণ মানুষ পুলিশকে ঘৃণা করে, আড়ালে কুত্তা বলে গালি দেয়। আবার পুলিশে চাকরি পেতে/পুলিশকে জামাই করতে মুখিয়ে থাকে। ইহাই বাস্তবতা। ;)

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সামাজিক ও মানবিক মর্যদার দিক থেকে পুলিশ থেকে প্রবাসীদের মর্যাদা কয়েকগুণ বেশী ।

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার কথা ফেলে দিতে পারছি না। লজিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.