নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেকারত্ব কে না বলুন!
একটু সচেতন হলেই ১ বছরের একটি কোর্স করে ঘরে বসেই অায় করুন প্রতিমাসে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।
প্রচুর দক্ষ ফ্রিল্যান্সার নিয়োগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপওয়ার্ক।
যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সিং কাজের বড় বাজার এটি। বাংলাদেশ থেকেও অনেক ফ্রিল্যান্সার এ সাইটে কাজ করেন। গতকাল মঙ্গলবার এ সাইট কর্তৃপক্ষ এখনকার সবচেয়ে জরুরি দক্ষতাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।
যেসব কাজের উপর লোক নিচ্ছে তা নিচে দেয়া হলো।
২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং দক্ষতাগুলো বছরের হিসাব ধরলে ১৭৫ গুণ চাহিদা বেড়েছে। এর মধ্যে শীর্ষ ১০টি দক্ষতার চাহিদা বেড়েছে ৬০০ গুণ পর্যন্ত। দেখে নিন ২০টি দক্ষতার সেই তালিকা:
১. হ্যাডুপ
২. ড্রপবক্স এপিআই
৩. জেনেটিক অ্যালগরিদম
৪. মাইক্রোবায়োলজি
৫. কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক
৬. সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল (সিআইএসএসপি)
৭. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং
৮. ইন্টারকম
৯. ইন্টারঅ্যাকটিভ অ্যাডভারটাইজিং
১০. ইনভিশন
১১. এমপ্লয়ি ট্রেইনিং
১২. কিউবারনেটেস
১৩. ওঅথ
১৪. অটোডেস্ক রেভিট
১৫. অ্যাপ স্টোর অপটিমাইজেশন
১৬. অ্যাপ ইউজাবিলিটি অ্যানালাইসিস
১৭. ভুজেএস ফ্রেমওয়ার্ক
১৮. লার্নিং ম্যানেজমেন্ট সলিউশন (এলএমএস) কনসাল্টিং
১৯. থ্রিডি স্ক্যানিং
২০. রিঅ্যাক্ট ডট জেএস ফ্রেমওয়ার্ক
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমি তো সফল হয়েছি ভাই, বাংলাদেশর ৬ লক্ষ তরুণ এখন ফ্রিল্যান্সিং করে , তারা কিভাবে সফল হয়েছে তার পিছনের গল্প শুনবেন, আইমান সাদিক এখন ব্রিটেনের রানী থেকে পুরস্কার নেয়, সালমান মুক্তাদির সহ যারা শুধু ইউটিউব দিয়ে উঠছে, আমি তরুণদের কেবল উৎসাহিত করতে চেয়েছি ।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
রিফ্রাক্শন বলেছেন: এর মধ্যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে কি ধরণের কাজ করা লাগবে তা জানার উপায় আছে কি?
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২০
নতুন নকিব বলেছেন:
ভালো পোস্ট। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন ভায়া।