নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

একটা দুর্ঘটনা ঘটলেই কথিত সিঙ্গাপুর নামক বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯



বিভিন্ন কারণে অনেক দেশে ইতোমধ্যে যাওয়া হলো উন্নত তো দূরে থাক উন্নয়নশীল দেশে কি কি থাকে তা নিজ চোখে দেখিছি।

যারা ১৫ বছর পর্যন্ত মানুষের অধিকার কেড়ে নিয়ে তথাকথিত উন্নয়ন উন্নয়ন বলে মুখ ফেনা তুলছে তারা নির্বোধ , তারা ডিজিটাল মানে কি তা তো জানেই না বরং একটি স্বল আয়ের দেশে কি রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকে তাও বুঝে না, ছবিতে যে জিনিস টি দেখতে পাচ্ছেন এটির নাম fire hydrant যা উন্নত দেশ গুলোর পাশাপাশি পৃথিবীর সকল স্বল্প উন্নত দেশেও রাস্তা পাশে বা বিভিন্ন আবাসিক ও পাক সহ বানিজ্যিক এলাকায় লক্ষ্য করা যায় । যখন কোন এলাকায় আগুন লাগবে তখন এই যন্ত্রটির মুখ খুলে দিলেই অটোমেটিক হাই স্পীডে পানিতে মূহুর্তেেই সব ভেসে যাবে ।

আমাদের দেশের কাঙালি ডিজিটালদের কাছে আমার প্রশ্ন গ্রাম বাদ দিলাম রাজধানীর কোথায় এর রকম কোন কিছু দেখেছেন কিনা ?
এটি তো আবিষ্কার হলো ১৮০১ সালে তাহলে কেনো আমরা আমাদের রাজধানীতেও এটি বসাতে পারিনি ?

কিসের সিঙ্গাপুর কিসের উন্নয়ন, এটি তো নিজেদের পকেট মোটা করার ধান্দাবাজি।

একটি পদ্মা সেতু, দুচারটি ফ্লাই ওভার একটি টানেল কি একটি দেশের উন্নয়নের চিত্র ?

আমরা তো নিরাপদে কুঁড়ে ঘরে বাস করতে চাই, যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে ।

কেন আমরা তাজরিন ফ্যাশনে পুড়ে মরবো, কেন আমরা অগ্নিদগ্ধ হবো?

এই বাঁশ মার্কা উন্নয়নের দোহাই দিয়ে আর কত

আর পৃথিবীর এমন কোন দেশ খুঁজে পাবেন না যে দেশে রাসয়নিক দ্রব্য সহ ঝুকিপূর্ণ শিল্পকারখানা আবাসিক এলাকায় গড়ে উঠে । ছি ছি ছি লজ্জায় মাথা কাটা যায় । এসব দেখলে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: এই দেশে এরকম ঘটতেই থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.