নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি থেকে whatsapp লগইন করতে https://web.whatsapp.com যান তারপর আপনার মোবাইল থেকে whatsapp এ ডুকে ডান পাশে (উপরে তিনটি ডট চিহ্ন যুক্ত স্থানে ক্লিক করুন whatsapp web ক্লিক করুন তারপর আপনার হ্যান্ডসেটটির Back Camera পিসির ডিসপ্লেতে ধরুণ অটোমেটিক QR Code স্ক্যান হয়ে পিসিতে আপনার হোয়াটসআপ চালু হয়ে যাবে । এতে করে সহজে পিসি থেকেই যেকোন ছবি সহ প্রয়োজনীয় ডুকোমেন্ট আপনি অন্যের কাছে পাঠাতে পারবেন ।
২| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
হাবিব বলেছেন: হায়রে অবস্থা!
০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৬
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কি রকম অবস্থা ? এই পোস্ট দেয়া হলো যারা নতুন বিষয়টি জানে না তাদের জন্য, আপনার মতো স্যারদের জন্য নয় ।
৩| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১১
জগতারন বলেছেন:
whatsapp -এর থেকে IMO অনেক এবং অনেক ভাল প্রযুক্তি।
আমি whatsapp ও IMO দু'টোই ব্যাবহার করেছি, বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি এ কথা বলছি।
আপনি তো দেখছি এ সমস্ত প্রযুক্তি নিয়ে অনেক জানেন। IMO নিশ্চয়ই ব্যাবহার করেছেন, না করে থাকলে দয়া করে সেটা ব্যাবহার করে সে তুলনামূলক অভজ্ঞতা থেকে 'সামু' পাঠক-পাঠীকাদের অবহিত করুন সবাই উপকৃত হবেন আশা রাখি।
"দয়া করে আমাকে বলবেন না পোষ্ট দিতে !
আমি খুব ব্যাস্ত মানুষ, প্রবাসে সূক্ষ্ম ও কঠিন পরিশ্রম দিয়ে জীবিকা অর্জন করে থাকি।
ব্লগে আসি শুধু পড়তে ও একটু বিশ্রাম নিতে।"
৪| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪
মৃত্যু হবে একদিন বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫৪
নাহিদ০৯ বলেছেন: আমাদের দেশে কেন জানি হোয়াটসএ্যাপ এর থেকে ইমো এর কাস্টমার ই বেশি। অথচ বাইরের এজেন্সি বা ফার্ম গুলোতে অফিসিয়াল কন্টাক্ট এর জন্য এখন স্কাইপ এর পাশাপাশি হোয়াটসএ্যাপ ব্যবহার করছে।
ইমো তে প্রচুর এ্যাড দেখায়, নোটিফিকেশান ও প্রচুর আতঙ্ক সৃষ্টি করে। অন্যদিকে হোয়াটসএ্যাপ এ এ্যাড নাই। খামোখা আজে বাজে নোটিফিকেশান দিয়ে জালায় না।
ইমো দেখলে কেমন জানি স্বামী বিদেশ নারীদের এ্যাপ মনে হয়, হোয়াটসএ্যাপ এর মধ্যে একটা ক্লাস ক্লাস ভাব আছে।
১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৬
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: দেশের বাহিরে প্রতিটি কাজে হোয়াটসআপের ব্যাবহার হয় , আমাদের দেশে এটি কম, আপনার কথা সত্য
৬| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৪
যায্যাবর বলেছেন: এর আগেও প্রশ্নবোধক (?) নামের একটি নিক থেকে বলেছিল যে এই নোংরা কমেন্টগুলো না কি ডিলিট করা যায় না। আসলে কি ব্যাপারটা ঠিক।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কিসের সাথে কি মন্তব্য করেছেন ? যায্যাবর
৭| ১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮
যায্যাবর বলেছেন: ওহ হো কমেন্টটি আপনার এখানে চলে এসেছে, স্যরি ভাই, আসলে কমেন্টটি অন্য আরেকটি পোষ্টে করেছিলাম, কিন্তু কিভাবে যে এখানে এল ঠিক বুঝতে পারলাম না। হতে পারে আমি ভুল করেছি, আবারও সরি ভাই।
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেবার জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।