নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

জনগণের কষ্টার্জিত অর্থ আবারো লুটপাট চলছে .... ১৫ দিনেই শেয়ার বাজার থেকে উধাও ২৭ হাজার কোটি টাকার বেশী ।

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৮

শেয়ার বাজার থেকে ২৭ হাজার কোটি টাকা উধাও

গত দু’দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমেছে ১৬৪ পয়েন্ট। এতে ডিএসইর বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা।
আরও দরপতন হবে- এমন শঙ্কায় শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে এ প্রবণতা বেশি। ফলে পতনের হার ক্রমেই বাড়ছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘নীরব দর্শকের ভূমিকা’ পালন করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের অভিমত- বিদ্যমান পরিস্থিতিতে শেয়ারবাজারের ১৩ লাখ সক্রিয় বিনিয়োগকারীর জন্য আপাতত কোনো সুখবর নেই। আস্থা সংকটের কারণে মূলত বাজারে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল সোমবার দিন শেষে ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। ২০১৬ সালের ২৬ ডিসেম্বরের পর এটিই সর্বনিম্ন অবস্থান। ওই দিন ডিএসইএক্স সূচকটি ৪ হাজার ৯৫৭ পয়েন্টের অবস্থানে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ২০০ পয়েন্ট বা সোয়া ১ শতাংশ কমে নেমে এসেছে ১৫ হাজার ২১৫ পয়েন্টে।

গত ৩০ জুন চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত মাত্র ১৫ কার্যদিবসে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা। শেয়ারের মূল্যমান কমে যাওয়ায় প্রায় ৪ লাখ কোটি টাকা থেকে ডিএসইর বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৭৩ হাজার কোটি টাকায়। এর মধ্যে গতকাল এক দিনেই ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মূল্যমান ৪ হাজার ৩৫৮ কোটি টাকা কমে বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৭২ হাজার ৯৫৭ কোটি টাকায়। লেনদেনযোগ্য শেয়ারসংখ্যার সঙ্গে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্যের গুণফলই বাজার মূলধন। বাজার মূলধনের পাশাপাশি একই সময়ে ডিএসইএক্স সূচকটি প্রায় সাড়ে ৮ শতাংশ বা ৪৫৬ পয়েন্ট কমে গেছে। তার মধ্যে গত দুদিনেই কমেছে ১৬৫ পয়েন্ট।

সাধারণ জনগণের কষ্টার্জিত এসব অর্থ যায় কোথায় ? এর পিছনে কোন সেন্ডিকেট কাজ করছে তা খুঁজে বের করার কোন ইচ্ছাই এই ভোট ডাকাত সরকারের আছে বলে গত ১৩ টি বছর আমরা দেখিনি, বরং বিএনপি ১৫ বছর আগে কি করেছে তা নিয়ে জল ঘোলা করে বিএনপি চেয়ারপার্সনকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে এবং একের পর এক জামিনে হস্তক্ষেপ করে যাচ্ছে। অথচ দেশের ব্যাংক গুলো আজ মূলধন খেয়ে বসেছে। শেয়ারবাজার থেকে মানুষ মুখ ফিরেয়ে নিয়েছে । হাজার হাজার কোটি ডলার শেয়ার বাজার থেকে উধাও েএর পিছনে হাসিনা সরকারের দুই প্রভাবশলী সাংসাদ সহ আরো ৮ জন জড়িত রয়েছে আর এই অর্থের ভাগ যায় অবৈধ শাসকগোষ্টির হাতেও। দেশের জনগণের টাকা লুটপাট করে সুকৌশলে উন্নয়নের নামে মানুষের সাথে প্রতারণ করে যাচ্ছে এই নাইট ভোটের সরকার ।
২০০৮ সালের বিএনপির নির্বাচনী ইশতেহারে একটি স্লোগান ছিলো “দেশ বাচাঁও মানুষ বাঁচাও” সেই স্লোগানের মর্মার্থ এই জাতি আজো বুঝেনি। এই জাতির পশ্চাদেশের নিচ দিয়ে পিপড়া হাটলে বলে ট্রেন যাচ্ছে আর পিছনে ট্রেন গেলে বলে পিপড়া যাাচ্ছে । কোন বোধ নেই ।
হাসিনার দুই প্রভাবশালী সাংসদ এই শেয়ারবাজার নিয়ে তামাশা করছে । লুটপাটের রেকর্ড


এই ভাবে লুটপাটের রাজত্ব চলতে পারে না । এখনি সময় এসব ফ্যাসিবাদী শোষনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার । লুটপাটের রেকর্ড ছাড়িয়ে

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এত অস্থির মার্কেটে যারা টাকা লগ্নি করে তারা জুয়াড়ী

২| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৪

নতুন বলেছেন: বোকা মানুষের মাথায় চতুররা কাঠাল ভেঙ্গে খাবার চেস্টা করবে সেটা সাভাবিক। আমাদের সরকার তেমন কেয়ার করেনা।

না বুঝে যদি এখানে টাকা বিনিয়োগেই এই লসের কারন। বোকামী.... :(

৩| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন: না বুঝে আর না জেনে এখানে টাকা বিনিয়োগ ই এই লসের কারন।

৪| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: কর্ম করা উচিত। শেয়ারবাজারে অর্থ লগ্নি করা মোটেও উচিত না।

৫| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩২

ঢাবিয়ান বলেছেন: টাকাতো লুট হবেই এত জানাই কথা। জেনেশুনেও যারা এই দেশের শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করে তাদের জন্য কোন সহানুভুতি নাই।

৬| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: এ রকম শেয়ার বাজার থেকে দূরে থাকা্ শ্রেয় ।

৭| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


লিখতে চেয়েছিলেন ভালো ও দরকারী বিষয়ের উপর, কিন্তু উহা আপনি নিজে বুঝেন না, মনে হচ্ছে?

মার্কেট পড়লে যে, বিনিয়োগকারীরা সব সময় ক্ষতিগ্রস্ত হয়, তা সঠিক নয়; এগুলো আপনার জন্য কঠিন অংক।
মার্কেট সম্পর্কে লিখতে হলে, ফাইন্যান্স, অর্থনীতি, ইনভেষটমেন্ট, মার্কেট করেকশান, ষ্টক-ওভারপ্রাইস, এসব শত শত বিষয় বুঝতে হবে। ওখানে কি ঘটছে, আমরা অনেকেই খেয়াল রাখছি না।

৮| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


উপরে আপনারা যাঁরা কমেন্ট করেছেন, বিনিয়োগকারীরা নিশ্চয় আপনাদের চেয়ে বেশী বুঝেন।

৯| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


হয়তো, মার্কেট কারেকশান হচ্ছে; মার্কেট কারেকশান সহজেই হতে পারে ১০%-১২% অবধি; তবে, কি হচ্ছে আমি ঠিক জানি না! কিন্তু আপনি ও ঢাবিয়ান যখন দরকারী বিষয়ের উপর লেখেন, উহার কোন মুল্য থাকে না, ভুল এনালাইসিস থাকে সব সময়!

১০| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: স্বাধীন বাংলাদেশে যতবার শেয়ারবাজার লুটপাটের ঘটনা ঘটেছে ততবার যেন কারা ক্ষমতায় ছিলো?

১১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


চাটগাইয়া জাবেদ বলেছেন, " স্বাধীন বাংলাদেশে যতবার শেয়ারবাজার লুটপাটের ঘটনা ঘটেছে ততবার যেন কারা ক্ষমতায় ছিলো? "

-ক্ষমতায় ছিলো আোয়ামী লীগ; বড় প্রশ্ন হলো, তখন আপনি কোথায় ছিলেন?

১২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৫

ডার্ক ম্যান বলেছেন: শেয়ার বাজারে লস বলতে কিছু নাই। 2010 এর ধ্বংসে আমরা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীকালে তা পুষিয়ে নিয়েছি।

১৩| ২৪ শে জুলাই, ২০১৯ ভোর ৫:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথমআলোও লিখেছে ২৭,০০০ কোটি টাকা লোপাট!

লোপাট টা কি জিনিস?
শেয়ারের দাম উঠবে নামবে, এটা হয়।
এখন শেয়ারের দাম পড়ে গেছে। তবে এই মুহূর্তে কয়েক লাখ বিনিয়োগকারি সবাই যদি তাদের সব শেয়ার কমদামে বেচে ফেলে তাহলে বলা যাবে বিক্রেতারা সম্মিলিত ভাবে লোকসান দিল ২৭,০০০ কোটি টাকা।
একসাথে কেউ বেচাকেনা করে না। কোন বোকাও ধসের সময়ে শেয়ার বেচে না। অপেক্ষা করে।
অথচ কুপির আলো লিখেছে ২৭,০০০ কোটি টাকা লোপাট!

১৪| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: লুটপাত চলছে চলবেই।

১৫| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১১

নতুন বলেছেন: ইনডেক্স ৫৯০০ পযন্ত গিয়েছিলো এবং তারপরে কমতে শুরু করেছে। এখন আরো একটু বেশি কমেছে।

এটা কে লোপাট কেন বলছে? যখন ৫৯০০তে পৌছেছিলো তখন কি কেউ টাকা দিয়ে গিয়েছিলো?



আর সেয়ার বাজারের টাকা দিয়ে দৈনিক বাজার করে খাবে এমন লোকের জন্য না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.