নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

রবি ঠাকুর ও জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৮



সম্প্রতি রবি ঠাকুরের লিখা জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন তুলছে দেশের কতিপয় হুজুগে দেশপ্রেমিক

“আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজের নয়, আমি সকল দেশের, সকল মানুষের”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কথাটির মর্মার্থ কেউ বুঝেছেন কি ?

কবি সাহিত্যিকরা যেখানেই জন্ম গ্রহণ করুক না কেনো তারা নির্দিষ্ট কোন দেশের, জাতির বা বর্ণের নয়। তারা সকলের
আমাদের জাতীয় সংগীতে ইসলাম বিদ্বেষী কোন শব্দ নেই, নেই কুরূচিপূর্ণ কোন শব্দও নেই। আছে দেশের প্রতি মায়া মমতা আর গুণগান।

এখনে হুজুগেদের চোখে দুটা সমস্যা একটি তিনি হিন্দু ছিলো, দ্বিতৃয়টি এখানে নাকি বাংলাদেশকে প্রজেন্ট করা হয়নি বলেছেন। আমি এমনটি মনে করি না। আমি মনে করে সোনার বাংলা সংগীতটিতে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় প্রতিটি নিঃশ্বাসে ।

তবে হ্যাঁ বিশ্বের ৩০ টির বেশী দেশে ২য় বার তাদের জাতীয় সংগীত পরিবর্তন করেছে। এবং অনেক দেশ তাদের জাতীয় পতকাও পরিবর্তন করেছে। যদি সংখ্যাগিরিষ্ট নাগরিক সেটি চায় তবে তার উপর একটা গণভোট হতে পারে এতে দোষের কিছুই নাই। রাষ্ট্রদ্রোহিতারও কিছুই নেই।

তবে বাংলাদেশে জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে প্রতিনিয়ত হাজার সমস্যা সৃষ্টি হচ্ছে ফ্যাসিবাদ , অগণতন্ত্র, দুশাসন, জুলুম, লুটপাট, দুর্নীতি, খুন, ধর্ষণ, জণগনের অধিকার লুন্টুন ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি।
বন্যা সহ প্রাকৃতিক দূযোগে সরকারের ব্যর্থতা ।

সামান্য মশা নিধেনে ব্যর্থতার কারণে দেশের ২ শ’র উপরে মানুষের জীবন চলে গেছে এছাড়ও
উন্নয়নের নামে তামাশা। দ্রব্যেমূলের লাগামহীনতা, অব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা, এসব বড় ইস্যু থাকতে হঠাৎ জাতীয় সংগীত নিয়ে জলঘোলা করা ভিশন দৃষ্টিকুটু দেখায়।
তাই সকলের প্রতি আহবান প্রতিবাদ করুন সমসাময়িক অনিয়মের বিরুদ্ধে বা সেটি দরকার , অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নয় ।

নোবেল হয়তো কথাটি সেই ভাবে বুঝিয়ে বা গুছিয়েছে বলতে পারিনি। বা অসাবধানতায় বলে ফেলেছে তাই বলে তার কথাটিকে একেবারে উপরে তুলে বাংলাদেশ গানটিকেই জাতীয় সংগীত করতে হবে ?

আমি মনে করি এসব অতি রঞ্জিত বাড়াবাড়ি ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাই তো দেখলাম বেশ অনেক কিছুতেই 'মনে করি' লিখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার জানাটা অনেক অল্প, এবং আপনার মনে করা গুলা ভুল!

২| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথকে নিয়ে বির্তকের কিছু নেই। তিনি খোলা বইয়ের মতোন।
এই সামু ব্লগেই আমি রবীন্দ্রনাথকে নিয়ে ১০০ পর্বের ধারাবাহিক লিখেছি।

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাজীব নুর ভাইয়ের মন্তব্য পড়ে মনে হলো রবীন্দ্রনাথ ফালতু কেউ!

প্রথমত "খোলা বই" কথাটা মূলত অপমান করতে ব্যবহার করা হয়। ভাইয়ের মনে হয় জানা ছিলো না!

দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ কেউ হলে তাকে নিয়ে বিতর্ক থাকবেই। না থাকলে সে আসলেই কেউ না। ;)

তো, ১০০ পর্বে কি আরও অপমান করেছেন উনাকে? ;)

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: এবছর ডেঙ্গুতে দু'শ মানুষ মারা যায়নি, ৮৫ + মারা গেছে। (বেসরকারি হিসেব)। সরকারী হিসেবে মাত্র ২০-।

নোবেল তার ব্যক্তিগত মতামত দিয়েছে, কিছু মানুষ এটা নিয়ে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছে।

৫| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: এম. বোরহান উদ্দিন রতন,




ঠিকই বলেছেন। এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নাড়া না দিয়ে, সমসাময়িক অযাচার- অনিয়ম- অপ্রাপ্তি নিয়ে সোচ্চার হওয়া উচিৎ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৩

অন্তরা রহমান বলেছেন: আসলেই। দেশের হাজারো সমস্যার ভীড়ে এইটা অতি নগণ্য ইস্যু। এটা নিয়ে এরকম মাতামাতির কোন মানেই দেখছি না। আরেকটা কথা। জুনায়েদ ভাইয়া, বেসরকারী হিসাবের রেফারেন্সটা যদি একটু দিতেন প্লিজ।

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: অন্তরা রহমান @
আপু, নিউজটা আজ প্রথম আলো ছাপিয়েছে -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.