![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে কি রেখে দিবি তোর সাথে?
ঝড় ঝাপটায় কিবা মধু চন্দ্রিমাতে!
আমরা দুজনে হব অমর প্রেমের যাত্রী।
একসাথে রব হাতে হাত ধরে কালরাত্রি।
করব বিদ্রোহ দুয়ে, কেড়ে নিয়ে আব সুখ।
পৃথিবী মোদের দিকে চেয়ে রবে উৎসুক।
হাতে হাত সমতালে হেঁটে যাব রাজপথ।
কাল হাত ভেঙ্গে দেব, অনিয়মের যানজট।
দুজনে গাইব গান, দুজনেতে দিয়ে প্রাণ।
হয়ত থমকে যাবে তরঙ্গের অভিযান।
আমরা শুধু দুজন, দুজনা দুজনে চিনি।
প্রেম ও ভালবাসায় রচি অমর কাহিনী।
ভোরের ঘুমটি ভেঙ্গে হেঁটে যাব একসাথে।
একরব ঝড়ে কিবা কোন পূর্ণিমার রাতে।
আমি প্ল্যাকার্ড হাতে, স্লোগানেতে ভরপুর।
তুই মিছিল সমুখে, উত্তপ্ত মধ্য দুপুর।
দুজনের ব্যারিকেড আমরা দুজনে হব।
জীবনে মরণে দুয়ে মোরা একসাথে রব।
দুজনের ভালবাসা শুধু ভালবেসে যাবে।
একরব ঝড়ে কিবা কোন পূর্ণিমার রাতে।
২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮
বর্ণা বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯
বর্ণা বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম!
২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০
বর্ণা বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কি সেফ হয়েছেন?
৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২
বর্ণা বলেছেন: আপনার কথা বুঝতে পারিনি। সেফ হয়েছেন বলতে/
৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: সেফ হওয়া মানে, আপনি কিছু লিখলে তা প্রথম পাতায় আসবে। প্রচুর পড়তে হবে, লিখতে হবে। কমেন্ট করতে হবে।
৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩
বর্ণা বলেছেন: না সেটি এখন ও হইনি। সবে ত যাত্রা শুরু হল।
৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৮
বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল
৯| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২
বর্ণা বলেছেন: ধন্যবাদ।
১০| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। কবিতায় অভিব্যক্ত উচ্ছ্বাস ও আশাবাদ ভাল লেগেছে।
হ্যাপী ব্লগিং!
২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩
বর্ণা বলেছেন: কিছু ব্যাপার দেরীতে হলেও সব সময় নতুনের মতই লাগে। ধন্যবাদ।
১১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩
অণুজীব বলেছেন: ব্লগে স্বাগতম।
২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬
বর্ণা বলেছেন: ধন্যবাদ।
১২| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭
মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার
২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭
বর্ণা বলেছেন: ধন্যবাদ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: বিদ্রোহী প্রেম ! বাহ
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮
বর্ণা বলেছেন: প্রেমের জন্যই বিদ্রোহ। তাই আরকি
১৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
সুদীপ কুমার বলেছেন: চমৎকার।আপনি দীর্ঘদিন ধরে লেখেন এটা বেশ বোঝা গেলো।ব্লগে আপনার বিচরণ সুখময় হোক।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
বর্ণা বলেছেন: ধন্যবাদ। আপনি তো বেশ ভালো বুঝেন।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
স্রাঞ্জি সে বলেছেন: কবিতা মুগ্ধতা
হ্যাপি ব্লগিং.............@